UPI Rules – ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে বিরাট পরিবর্তন আনলো RBI! সবাইতো এটাই চাইছিল।
UPI Rules – নতুন এই নিয়মে কতটা সুবিধা পাবে সাধারন জনগন, জানুন।
গত কয়েক বছর ধরে অনলাইন পেমেন্টের (UPI Rules) রমরমা শুরু হয়েছে। এখন মানুষ ৫ টাকার জিনিস কিনুক বা ৫০০ টাকার, অনলাইনে পেমেন্ট করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। যেকোনো ছোট দোকান থেকে শুরু করে বড় শপিং মল সব জায়গাতেই এখন ডিজিটাল লেনদেনের ব্যবস্থা রয়েছে। আর এতে সাহায্য করে গুগল পে, ফোন পে ও পেটিএম এর মতো থার্ড পার্টি অ্যাপগুলি। এখন যেন ভারতবর্ষে ডিজিটাল লেনদেনের জোয়ার এসেছে। কেন্দ্র সরকার প্রথম থেকেই ডিজিটাল ইন্ডিয়া বানানোর চেষ্টায় ব্রত ছিলেন। আর এখন ঘরে ঘরে ডিজিটাল পেমেন্টের সুবিধার কারণে এই পথ অনেকটাই সুদৃঢ় হয়েছে।
এ যেন এক নয়া বিপ্লব। এবার এই তালিকায় যুক্ত হয়েছে ইউপিআই (UPI Rules) লাইট। এটি আসলে ইউপিআই পেমেন্টের একটি সরল সংস্করণ। ২০২২ সালের সেপ্টেম্বরে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই সংস্করণটি চালু করা হয়েছিল। এর মাধ্যমে পেমেন্ট করা তুলনামূলক সহজ। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ লেনদেনের ক্ষেত্রে পিন নম্বর লাগে না। এতদিন পর্যন্ত এই অর্থের পরিমাণ ২০০ টাকাতেই সীমাবদ্ধ ছিল।
সোনার দামে বিরাট পতন! দেরি না করে আজই কিনে ফেলুন পছন্দের গয়না, নহলে পরে পস্তাবেন।
এবার এই নিয়মে পরিবর্তন ঘটাতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অনেক সময় ব্যাংকের সার্ভারে অসুবিধা থাকার কারণে পেমেন্ট ডিলে বা পেমেন্ট ক্যানসেল হওয়ার মতো সমস্যায় ভুগতে হয় ব্যবহারকারীদের। কিন্তু ব্যবহারকারীদের যাতে এই ধরনের আর কোনও সমস্যার সম্মুখীন হতে না হয় সেই কারণেই চালু করা হয়েছে ইউপিআই লাইট। যেকোনো ইউপিআই অ্যাপ থেকেই এই ইউপিআই লাইট ফিচারটি ব্যবহার করা যাবে।
ইউপিআই পেমেন্ট (UPI Rules) এর ক্ষেত্রে এক দিনের লেনদেনের সর্বচ্চসীমা ১ লাখ টাকা। কিন্তু ইউপিআই লাইট ব্যবহারকারীরা এক দিনে সর্বোচ্চ ৫০০ টাকা লেনদেন করতে পারবেন। আগে কেবলমাত্র ২০০ টাকা লেনদেন করা যেত। কিন্তু সেটি বাড়িয়ে বর্তমানে ৫০০ টাকা করা হয়েছে। এবার থেকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই নয় অফলাইনেও ইউপিআই পেমেন্ট করা যাবে। এক্ষেত্রে নিয়ার ফিল্ড প্রযুক্তি ব্যবহার করা হবে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তি কান্ত দাস জানিয়েছেন ডিজিটাল অর্থ লেনদেনের ক্ষেত্রে ব্যবহারকারীদের অভিজ্ঞতা বাড়াতেই এই নতুন প্রযুক্তি আনা হচ্ছে। অফলাইনের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সম্ভব হলে দেশে এর প্রসার আরও বাড়বে বলে আশাবাদী শক্তি কান্ত দাস। ছোট পেমেন্ট এর ক্ষেত্রে অন্যান্য থার্ড পার্টি অ্যাপের পরিবর্তে ইউপিআই লাইটের ব্যবহার অনেকটা সহজ ও সুবিধাজনক।
2022 প্রাইমারী টেট পাশ প্রার্থীদের সুখবর, নিয়োগ শুরু হচ্ছে।