RBI এর বড় ঘোষণা, এই কাজ না করলে বন্ধ হবে ব্যাংক একাউন্ট।

RBI এই নিয়ম না মানলে PNB গ্রাহকের ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন না। PUNJAB NATIONAL BANK এর গ্রাহকদের জন্য এক নতুন নিয়মের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কি বলা আছে এই বিজ্ঞপ্তিতে জেনে নিন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারী ব্যাংক। বর্তমানে এক পরিসংখ্যান অনুসারে এই ব্যাংকের গ্রাহকের সংখ্যা আমাদের দেশে ১৮ কোটির কাছাকাছি।

Advertisement

RBI তরফে কি জানানো হল, এখন কী করবেন গ্রাহকেরা?

তাই কোন ধরণের নিয়ম বদল হলে এই বিপুল সংখ্যক জনতার জমানো পুঁজির ওপর প্রভাব পড়বে। এই আলোচনায় আমরা RBI এর নতুন নিয়মের বিষয়ে আলোচনা করতে চলেছি। PNB এর তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সকল গ্রাহক যাদের KYC – KNOW YOUR CUSTOMAR এর ফর্ম জমা করেননি তারা আর বিলম্ব না করে এই কাজ সেরে ফেলুন।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১২ ই ডিসেম্বর এর মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে।RESERVE BANK OF INDIA বা RBI এর নির্দেশ মেনে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংক।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যেই সকল গ্রাহকেরা এখন পর্যন্ত KYC এর কাজ সম্পন্ন করেননি তাদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাদের মোবাইল, ই মেল, SMS করে এই বিষয়ে জানানো হয়েছে।

ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে জারি হল নতুন নিয়ম, না জানলে বিপদে পড়বেন।

নভেম্বরের ২০ ও ২১ তারিখ সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে পোস্ট করা হয়েছিল বলে জানানো হয়েছে।KYC করার প্রয়োজনীয়তা জানতে চাওয়া হলে ব্যাংকের তরফে জানানো হয়। RBI পক্ষ থেকে স্পষ্ট করে বলা আছে দেশের সকল ব্যাংক গ্রাহকদের KYC থাকা বাধ্যতামূলক। যেই সকল PNB গ্রাহকেরা ৩০ শে সেপ্টেম্বর এর মধ্যে আপডেট না করা থাকেন তাহলে আপনার এই কাজ দ্রুত করে নিতে বলা হয়েছে।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বা RBI এর পক্ষ থেকে নির্দেশে বলা হয়েছে মুলত গ্রাহকদের প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পূর্বে প্রতি ১০ বছর অন্তর KYC করা হত। কিন্তু এখন নতুন নিয়ম অনুসারে প্রতি ৩ বছর অন্তর সকল ব্যাংক গুলিকে KYC করতে বলা হয়েছে। এই নির্দেশ পালন করার জন্যই PNB সকল গ্রাহককে সজাগ করেছে।

কিভাবে KYC করবেন জেনে নিনঃ– KYC আপডেট করা এখন মাত্র কিছু মিনিটের কাজ। আপনি বাড়ি বসে ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই কাজ করতে পারেন। যদি কোন ধরণের সমস্যা হয় তাহলে। এছাড়াও আপনি ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে KYC করতে পারেন। KYC করার জন্য আপনাকে নিজের আধার কার্ড, প্যান কার্ড, ছবি, মোবাইল নাম্বার নিয়ে যেতে হবে।

SBI ATM Card এর বড় পরিবর্তন, আগামীকাল থেকে ষ্টেট ব্যাংক গ্রাহকেরা এই নিয়ম না মানলে কার্ড ব্লক হয়ে যাবে।

PUNJAB NATIONAL BANK এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে। কোন গ্রাহককে মেসেজ করে, ই মেল করে বা লিঙ্ক ব্যাংকের তরফ থেকে পাঠিয়ে KYC আপডেট করার জন্য কোন গ্রাহককে বলা হবে না। প্রত্যেকে এই সকল বিষয় থেকে সাবধানে থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button