RBI Rules – আবার রিজার্ভ ব্যাংকের কড়া শাস্তি। এই ব্যাংকের গ্রাহকদের টাকা তোলায় নিষেধাজ্ঞা। গ্রাহকদের মাথায় হাত।

RBI Rules – বন্ধ সব ধরনের লেনদেন, বিশাল চাপে এই ব্যাংকের গ্রাহকেরা।

কোন ব্যাংকে আর বি আই (RBI Rules) এর নির্দেশ না মানলে কিংবা কোন ব্যাংকের কোন রকম অসুবিধা হলে তৎক্ষণাৎ আর বি আই সেটাকে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেন। কিছুদিন আগে RBI এর তরফ থেকে SBI, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক ও ইন্ডিয়ান ব্যাংকের ওপর আর্থিক জরিমানা করেছিল আর বি আই। তেমনি আরেকটি ব্যাংক কালার মার্চেন্টস কোঅপারেটিভ ব্যাংকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করলো RBI। এই ব্যাংকের আর্থিক পরিস্থিতির কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানা যায়।

Advertisement

তবে এক্ষেত্রে গ্রাহক দের কোনো রকম অসুবিধা হবেন না। বরং তাদের সুবিধা হতে চলেছে। কোনো ব্যাংকে যদি অর্থ কম থাকে তাহলে সেখানে অচলাবস্থার সৃষ্টি হয়। তখন যদি গ্রাহকরা যথ ইচ্ছা টাকা তুলতে থাকে তাহলে ব্যাংকের অর্থ (RBI Rules) ভান্ডারে চাপ পড়বে। ফলে গ্রাহকদের টাকার ওপর সেই প্রভাব পড়তে পারে।

Advertisement

ডিএ আন্দোলন আবহে কেন্দ্র সরকারি কর্মীরা কত টাকা বোনাস পাচ্ছেন, জানলেই চোখ কপালে উঠবে।

তাই RBI নির্দেশ দিয়েছে কোনো ব্যক্তি ৫০০০০ এর বেশি টাকা একবারে তুলতে পারবেন না। এই নিষেধাজ্ঞা জারি হয়েছে ২৬ শে সেপ্টেম্বর আর আগামী ৬ মাস এই নিষেধ বলবৎ থাকবে। প্রয়োজনে আরও মেয়াদ বাড়তে বাড়ে। যতদিন অবধি না ব্যাংকের অচলাবস্থা ঠিক না হয়।

কি কি নিষেধ রয়েছেঃ
আমেহাদাবাদের এই মার্চেন্টস কোঅপরেটিভ ব্যাংক এখন থেকে কোন ব্যক্তি কে ঋণ দিতে পারবেন না। কোনো পুরনো ঋণ নতুন করে চালু করতে ও পারবে না। কোন বিনিয়োগ গ্রহণ ও করতে পারবেনা। আমানত ও গ্রহণ করতে পারবেনা। তবে গ্রাহকরা যেন না মনে করে এই ব্যাংকের লাইসেন্স উঠিয়ে নেওয়া হচ্ছে।

আসলে গ্রাহকদের ভালোর জন্য এই ব্যাবস্থা গ্রহণ করেছে আর বি আই। কোন ব্যাংকের কাছে প্রয়োজনীয় অর্থ না থাকলে রিজার্ভ ব্যাংক (RBI Rules) এমনই পদক্ষেপ নেন। এতে গ্রাহকদের সঞ্চিত অর্থ সুরক্ষিত থাকবে। এছাড়া আর বি আই বলেছে গ্রাহকরা চাইলে ৫ লাখ টাকা অবধি বিমার সুবিধা পেতে পারেন। আরও বিশদে জানতে এই ব্যাংকের কর্মীদের সাথে কথা বলতে পারেন।

অপরদিকে, সরকার RBI ডেপুটি গভর্নর এম রাজেশ্বর রাও-এর মেয়াদ এক বছরের জন্য বাড়িয়েছে। তার নতুন মেয়াদ শুরু হবে 9 অক্টোবর থেকে। রাজেশ্বর রাওকে 2020 সালের অক্টোবরে তিন বছরের জন্য ডেপুটি গভর্নর নিযুক্ত করা হয়েছিল।
Written by Shampa Debnath

রাজ্যে আরও 6000 অঙ্গনওয়াড়ি কর্মী ও ICDS সুপারভাইজার নিয়োগ। খুব দ্রুত জয়েনিং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button