WB Panchayat Recruitment – রাজ্যের গ্রাম পঞ্চায়েত দপ্তরে বড় নিয়োগ, শূন্যপদ 7000, এই বছরেই জয়েনিং।

WB Panchayat Recruitment – কীভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত।

সামনেই লোকসভা ভোট। আর তার আগেই কেন্দ্র ও রাজ্য একের পর এক সুখবর (WB Panchayat Recruitment) দিয়েই যাচ্ছেন জনগণের জন্য। ভোটকে নিশানা করেই তীর ফেলছেন রাজ্য ও কেন্দ্র। আর তাতে সাধারণ জনগণের লাভ বই ক্ষতি হচ্ছেনা। এবারও তেমনি এক সুখবর দিলো রাজ্য। নতুন করে ৭০০০ জন কর্মী নেবে পঞ্চায়েতের (WB Panchayat Recruitment) তিনটি স্তরে। ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া চলবে। সেই বিজ্ঞপ্তি প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আর সেই নিয়োগ (WB Panchayat Recruitment) খুবই দ্রুত হতে চলেছে। এমনটাই জানা যাচ্ছে। আসন্ন ভোটের আগেই পঞ্চায়েত নিয়োগ সম্পন্ন করা হবে বলে জানা যাচ্ছে। এবারের নিয়োগ খুবই স্বচতার মাধ্যমে যেন হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে। পশ্চিমবঙ্গের এই চাকরির আকালে যখন কোনো নিয়োগ সংক্রান্ত খবর আসে তখন চাকরির খোঁজে থাকা পড়ুয়াদের মনে একরাশ প্রদীপ জ্বলে ওঠে।

Advertisement

আবার রিজার্ভ ব্যাংকের কড়া শাস্তি। এই ব্যাংকের গ্রাহকদের টাকা তোলায় নিষেধাজ্ঞা। গ্রাহকদের মাথায় হাত।

মুখ্যমন্ত্রী জানান, পঞ্চায়েত দপ্তরের অধীনে বিশ্ববাংলা কনভেশনে একটি কর্মশালার (WB Panchayat Recruitment) আয়োজন করা হবে। সেখানে উপস্থিত থাকবে জয়েন্ট বিডিও থেকে শুরু করে ডিপিআরডিওরা। মূলত এখানে আলোচনা করা হবে কিভাবে সুষ্ঠ ভাবে পরীক্ষা নেওয়া হবে। কোনো দুর্নীতি যেন এই নিয়োগকে ছুঁতে না পারে। ভোটের আগেই যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায় সেদিকেও নজর কিভাবে দিতে হবে।

কিভাবে পরীক্ষা নেওয়া হবেঃ
জানা যাচ্ছে পরীক্ষা নেওয়া হবে অনলাইন মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে। একটি পোর্টালের সাহায্য নেওয়া হবে পরীক্ষা নেওয়ার জন্য। সেই পোর্টালে লিখিত পরীক্ষায় পাওয়া প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তালিকা প্রকাশ করা হবে ও স্কুটিনি করা হবে।

এরপরে আরেকটি বিজ্ঞপ্তি বেরোবে কবে থেকে কিভাবে অনলাইন ফ্রম ফিলাপ হবে ও কোন কোন ডকুমেন্ট লাগব। সেইসব সংক্রান্ত আপডেট আসলে জানিয়ে দেওয়া হবে।
মধ্যাকথা আসন্ন লোকসভা ভোটের আগেই অনেক বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।Written by Shampa Debnath

রাজ্যে আরও 6000 অঙ্গনওয়াড়ি কর্মী ও ICDS সুপারভাইজার নিয়োগ। খুব দ্রুত জয়েনিং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button