Reserve Bank Of India এর বড় হুঁশিয়ারি! টাকা তোলার ক্ষেত্রে বেঁধে দেওয়া হল নির্ধারিত সীমা, সময় থাকতে জেনে নিন।

Reserve Bank Of India এর বড় ঘোষণা, ৫০ হাজারের বেশি তোলা যাবে না টাকা, মাথায় হাত পড়লো এই ব্যাংক গ্রাহকদের।

সম্প্রতি এক Reserve Bank Of India দ্বারা প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে রাতের ঘুম উড়ে গেছে ন্যাশনাল ব্যাংক গ্রাহক দের। RBI এর নতুন সিদ্ধান্তের জেরে রীতিমত এই ভয়ে কাপছে গ্রাহকবর্গ যে এবার কি তাহলে তাদের সারা কষ্টের জমানো অর্থ হাতছাড়া হয়ে যেতে বসেছে?? Reserve Bank Of India এর এমন হঠাৎ সিদ্ধান্ত নিশ্চই চিন্তিত আপনিও , তাহলে সপূর্ণ লেখাটি পড়ে দেন বিস্তারিত তথ্যের জন্য।

Advertisement

কেনো এই সিদ্ধান্তের আগমন?
সাম্প্রতিক তথ্য উঠে এসেছে যে, ব্যাঙ্গালুরু জাতীয় সমবায় ব্যাংক Reserve Bank Of India এর নিয়ম লঙ্ঘন করেছে। এমতাবস্থায়, RBI কঠোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকের যাবতীয় কার্যকলাপের ওপর। গত ২৪ জুলাই থেকে আরোপ হয়েছে নতুন বিধিনিষেধ, এবার থেকে আগামী ৬ মাসের জন্য ব্যাঙ্গালুরু জাতিয় সমবায় ব্যাংক থেকে ৫০ হাজারের বেশি টাকা তুলতে পারবেন না একাউন্ট হোল্ডাররা। আগামী ৬ মাস অব্ধি ব্যাংকিং লেনদেনে এই নিয়ম প্রযোজ্য হবে সকল গ্রাহক দের দের ক্ষেত্রে। চাঞ্চল্যকর এই ঘোষণায়, ইতিমধ্যেই শতাধিক গ্রাহক এসে ভিড় করেছেন ব্যাংকের কোঅপারেটিভ শাখাগুলিতে। প্রশ্ন একটাই, কেনো হঠাৎ সিদ্ধান্ত বদল করে হেনস্থা করা হচ্ছে নিরীহ গ্রাহকদের?

Advertisement

কৃষক বন্ধুর টাকা ঢুকছে কিনা কীভাবে জানবেন? রইলো সহজ উপায়।

RBI দ্বারা প্রকাশিত তথ্যে এটাও বলা হয়েছে, জাতীয় সোমবার ব্যাংক গুলো বর্তমানে স্বাভাবিক আর্থিক লেনদেনে সক্ষম নয়। এই কারণে, ব্যাংক অধিকর্তা ক্ষমতা সীমিত করেছে ওই সকল সমবায় ব্যাংক গুলির। এমতাবস্থায়, গ্রাহকরা ৫০ হাজার অব্ধি মাত্র লেনদেন করতে পারবেন তাদের একাউন্ট এ। স্বাভাবিক ভাবে , আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রাহকগণ এবং ব্যাংকের সামনে দেখা যাচ্ছে গ্রাহকদের লম্বা লাইন। ইতিমধ্যেই অনেক গ্রাহকরা তাদের বন্ড এবং যাবতীয় FD অ্যামাউন্ট রিডিম করতে পৌঁছে গিয়েছেন তাদের উক্ত ব্যাংকের শাখাগুলিতে।

RBI এর বিজ্ঞপ্তিতে আরও জানা গিয়েছে যে, ওই ন্যাশনাল ব্যাংকগুলি যথেচ্ছ অনুমতি ছাড়া গ্রাহক দের নতুন ঋণ অথবা আমানত ইস্যু করতে পারবেন না। সেই ক্ষেত্রে, আমানতকারীরা বীমা, ক্রেডিট এবং আমানত গ্যারান্টি কর্পোরশনের থেকে শুধু মাত্র ৫ লক্ষ টাকা অবধিই লোনের দাবিপত্র আদায় করতে করতে পারবেন।

RBI এক্ষেত্রে স্পষ্ট জানিয়েছে যে, বাণিজ্যিক বিধিনিষেধ আরোপের মানে ব্যাংকের লাইসেন্স বাতিল করা হচ্ছে এমন নয়। বরঞ্চ, আর্থিক অবস্থা স্বচ্ছল না হওয়া অবধি ব্যাংক গুলিকে এই বিধিনিষেধের মধ্যে থেকেই চালিয়ে যেতে হবে ব্যবসা। শুধুমাত্র, রিজার্ভ ব্যাংকের পরবর্তী কোনো অবস্থা পরিবর্তনে, এই সিদ্ধান্তের পরিবর্তন সম্পর্কে বিবেচনা করে দেখা হতে পারে।

রাজ্য সরকারী কর্মীদের দাবীর কিছুটা মেনে ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করলো এই রাজ্য সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button