Cement Price – চলতি মাস থেকেই বাড়তে চলেছে সিমেন্টের দাম। বস্তা পিছু ১৫ থেকে ২০ টাকা দাম বাড়ার আশঙ্কা।

বর্তমানে প্রত্যেকটি জিনিসের মূল্য বৃদ্ধি (Cement Price) হয়েই চলেছে। কোনো জিনিস হাত দিলেই পকেট ফাঁকা হবার জোগাড়। এছাড়া চলতি মাসে ইতিমধ্যেই দেশজুড়ে একাধিক পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। সেই তালিকায় রয়েছে সিমেন্ট। বাড়ি বানানোর জন্য সিমেন্ট অতিপ্রয়োজনীয় জিনিস। এদিকে Cement Price বা সিমেন্টের দাম বৃদ্ধির ফলে প্রত্যেকর অনেকটাই পকেটে চাপ বাড়বে।

Advertisement

Cement Price May Increase by 20rs From April

জানা যাচ্ছে, 2024 সালের চতুর্থ মাস থেকেই এই Cement Price বা সিমেন্টের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সূত্রে খবর, দেশের সিমেন্ট উৎপদানকারী সংস্থাগুলি এই মাসেই বস্তা পিছু ১০ থেকে ১৫ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন । দাম বাড়ার কারণ হিসেবে শীর্ষ কর্মচারীরা জানিয়েছেন, সিমেন্টের বাজার বর্তমানে খুব খারাপ অবস্থায় আছে।

Advertisement

চাহিদা অনেকটাই কমে গিয়েছে তাই দাম বাড়ানো হয়েছে। তবে দাম বাড়ানো হওয়ায় আরও বিক্রি কমে যাবে বলে মনে করছেন বিক্রয়কারীরা। তবে এই Cement Price বা সিমেন্টের দাম বৃদ্ধির হার বেশিদিন স্থায়ী থাকবেনা। যদিও বৃদ্ধি পায় মাত্র ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর বেশি উঠবেনা এবং পরে আবার দাম কমেও যেতে পারে।

যদি এই ১০ থেকে ২০ টাকা Cement Price বা সিমেন্টের দাম বৃদ্ধি করা হয় তাহলে ক্রেতাদের পকেটে চাপ পড়বে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত চলা ত্রৈমাসিকে সিমেন্টের গড় দাম অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের তুলনায় প্রায় 5 থেকে 6 শতাংশ কম ছিল। এই সময়ে পূর্ব ও দক্ষিণ ভারতে সিমেন্টের দাম সবচেয়ে বেশি কমতে দেখা গিয়েছে।

এই কাজ না করলে রান্নার গ্যাসের ভর্তুকি পাবেন না। বেশি দামে কিনতে হবে।

ভারতের এই দুটি অঞ্চলে অনেকটা সস্তা হয়ে উঠেছিল Cement Price বা সিমেন্টের দাম। এই বিষয়গুলির উপর লক্ষ্য রেখেই বিশেষজ্ঞেরা মনে করছেন, আগামী সময়ে দাম বৃদ্ধি করা হলেও পরবর্তীতে পুনরায় এই দামে কম করা হতে পারে। এছাড়াও, জানুয়ারি থেকে মার্চ মাসের সময়সীমার মধ্যে পরিমাণগতভাবে সিমেন্টের বিক্রি বার্ষিক হারে 6 থেকে 8 শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Summer Vacation বা গরমের ছুটি

কারণ এই সময় বাড়ি বানানো বেশি হয় তাই এই সময়টি বরাবরই সিমেন্ট বিক্রির জন্য একটি খুব ভালো সময়। এর আগেও Cement Price বা সিমেন্টের দামে বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। দক্ষিণ ভারতে 50 কেজি সিমেন্টের বস্তার দামে 30 থেকে 50 টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছিল। মধ্য ভারতে বস্তা পিছু সিমেন্টের দাম বেড়েছে 15-20 টাকা। পশ্চিম ভারতে দাম বেড়েছে 20-25 টাকা।

রান্নার গ্যাস পাবেন মাত্র 529 টাকায়। গরীব মধ্যবিত্তের জন্য দারুণ সুখবর।

পূর্ব ভারতেও সিমেন্টের (Cement Price) বস্তার দামে 30 টাকার কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। মূল্যবৃদ্ধির বাজারে এমন প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ার ফলে সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মধ্যবিত্ত মানুষদের। সিমেন্টের মতন আরও কিছু দ্রব্যের দামের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। ফলে ২০২৪ সালে প্রত্যেকের পকেট গড়ের মাঠ হবার জোগাড়।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button