School Teacher – শিক্ষকদের জন্য সুখবর! একসঙ্গে 2 মাসের বেতন একাউন্টে ঢুকছে নববর্ষের আগেই।
শিক্ষকদের বা School Teacher দের জন্য এটি সুখবর বটেই। একইসঙ্গে ২ মাসের বেতন পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। এই খবর সামনে আসতেই শিক্ষক মহলে জোর আলোচনা চলছে। তবে এই সুবিধা পাবেন না এই রাজ্যের সরকারি শিক্ষকরা। মুম্বাইতে কিছু সরকারি কলেজের শিক্ষককে এই সুবিধা দেওয়া হবে। তবে মনে প্রশ্ন আসতেই পারে দু মাসের বেতন একসঙ্গে দেওয়ার কারণ কি? সেই সব কিছু জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
School Teachers were Given 2 Months Salary at Once
আসলে জানা যাচ্ছে, মহারাষ্ট্রের উচ্চ শিক্ষা দফতর জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে মুম্বইতে বেশ কিছু সরকারি কলেজের শিক্ষককে বা School Teacher কে গত দুই মাস ধরে বেতন দেওয়া হয়নি। সেই প্রযুক্তিগত ত্রুটি ঠিক হয়েছে তাই আগামী ১৫ই এপ্রিল একসঙ্গে দুমাসের বেতন দেওয়া হবে। এই খবরে খুবই খুশি সেই কলেজের শিক্ষকরা।
নববর্ষের আগে হাতে বেতন আসায় খুবই উপকৃত হলেন School Teacher বা স্কুলের শিক্ষকরা। কারণ এমনিতেই রোজকার খরচ সামলানো তারসাথে কোনো অনুষ্ঠান থাকলে অর্থ খরচ একটু বেশি হয়। নববর্ষ মানেই নতুন পোশাক, খাওয়া দাওয়া ঘোরাফেরা একটা ব্যাপার থাকে। এই বেতন হাতে আসায় তাই সমস্যার সমাধান হয়েছে।
অবশেষে রাজ্য সরকারি কর্মীদের হলো জিত! 6 মাসের মধ্যেই মেটাতে হবে বকেয়া DA এর সমস্ত টাকা।
গত দুমাস বেতন না মেলায় বহু সমস্যায় পড়তে হয়েছে সেই রাজ্য সরকারি কর্মীদের। School Teacher বা স্কুলের শিক্ষকরা এই দুমাসের মধ্যে অনেকবার অভিযোগ জানিয়েছন। শেষ পর্যন্ত শিক্ষা দফতর চলতি মাসেই তাদের সমস্ত টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছেন।
এই বেতন আটকে থাকা প্রসঙ্গে সেই কলেজের কর্মী জানিয়েছেন ‘প্রথমে আমরা ভেবেছিলাম, এমনিতেই একটু দেরি হচ্ছে। চলে আসবে ঠিকই। তবে তারপর থেকে টানা দু’মাস বেতন ঢোকেনি। সবার মধ্যে চিন্তা শুরু হয়। সরকারের তরফেও এই সমস্যা নিয়ে আমাদের কিছু জানানো হয়নি।’ এইভাবে দুমাসের বেতন ছাড়া একটা সংসার চালিয়ে নিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য।
সরকারি কর্মীরা পাবে ডবল বেতন একসাথে। ভোটের আগে দারুণ সিদ্ধান্ত সরকারের।
কোনো প্রযুক্তিগত ত্রুটির জন্য এভাবে কর্মীদের এভাবে টানা দুমাস বেতন ছাড়া কাটাতে হবে ভাবতেও পারেনি। এমন যদি আবার হয় সেই নিয়ে একটা আতঙ্ক দেখা দিয়েছে। যদিও এই বেতন পাওয়ার খবরে কর্মীদের চিন্তামুক্ত হয়েছে। নতুন বছর শুরুর আগেই শুভ খবর পাবেন বলে School Teacher বা স্কুলের শিক্ষকরা আশা করতে পারেননি। তাও একসঙ্গে দুমাসের বেতন পাওয়াতে সকল কর্মী খুশি।
Written by Shampa Debnath.