Dearness Allowance – অবশেষে রাজ্য সরকারি কর্মীদের হলো জিত! 6 মাসের মধ্যেই মেটাতে হবে বকেয়া DA এর সমস্ত টাকা।
রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রের হারে Dearness Allowance তথা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে সরকারের বিপক্ষে আন্দোলন মামলা পর্যন্ত রূপ নিয়েছে। দীর্ঘ একবছরের বেশি সময় ধরে পথ অবরোধ, মিছিল, মিটিং করে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। কিন্ত মুখ্যমন্ত্রীর এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। যেখানে কেন্দ্রীয় সরকার কেন্দ্র সরকারি কর্মীদের জন্য একের পর এক DA বৃদ্ধির খবর দিচ্ছে অন্যদিকে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী “DA দেওয়া বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক বিষয়” এমনই মন্তব্য শোনা গেছে।
Govt Employees Dearness Allowance Paid within 6 Months
যদিও এই মন্তব্যের পরে পিছু হটেনি সরকারি কর্মীরা। তারা তাদের আন্দোলন চালিয়ে গেছেন। রাজ্য সরকারি কর্মীরা ১০ শতাংশ Dearness Allowance তথা মহার্ঘ ভাতা পেতেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪৬ শতাংশ DA পেতেন। বাজেট পেশের সময় মুখ্যমন্ত্রী মাত্র ৪ শতাংশ DA বৃদ্ধি করেন ফলে বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের DA ১৪ শতাংশ হয়ে দাড়ায়।
এদিকে কেন্দ্রীয় সরকার আরও ৪ শতাংশ Dearness Allowance তথা মহার্ঘ ভাতা বাড়িয়ে ৫০ শতাংশ করে দিলেন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের অনেকদিন ধরেই ৫০ শতাংশ DA করার জন্য বলেছিলেন। অবশেষে সেই আশা পূরণ হলো। তবে রাজ্য সরকারি কর্মীদের এই ৪ শতাংশ DA বৃদ্ধি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।
তাদের আন্দোলনের মূল কথা কেন্দ্রীয় হারে Dearness Allowance তথা মহার্ঘ ভাতা সেটা না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে এই আন্দোলনকে আরও জোরদার করার পূর্বাভাস পাওয়া যাচ্ছে এদিকে গোয়ার সরকারি কর্মীদের মুখে অবশেষে হাসি ফুটলো। দীর্ঘ ৬ মাসের বকেয়া বেতন পাওয়াতে খুবই খুশি কর্মীরা।
প্রসঙ্গত, গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটি সরকারি সংস্থা কর্মীদের বেতন দেওয়া বন্ধ করে দিয়েছিল। এর কারণ স্বরূপ জানা যায় যেহেতু সরকারি কর্মীরা ন্যায্য পাওনার দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন এবং সেই মামলা আদালতে চলাকালীন কোনো বেতন পাবেন না কর্মীরা এমনটাই বলেন সেই সরকারি সংস্থা।
ন্যায্য বকেয়া বেতনের দাবিতে গোয়া সরকারের এই সংস্থাটির কর্মীরা মুম্বাই হাইকোর্টে মামলা করেন। সেই মামলার রায় কর্মীদের পক্ষেই ছিল। মামলার রায় অনুযায়ী মুম্বাই হাইকোর্ট জানায় আগামী ৬ মাসের মধ্যে সরকারি কর্মীদের বেতন, DA সহ সকল ভাতা মেটাতে হবে। এরপর সংস্থাটি ২০২৩ সালের ২১ জুন পাল্টা বিজ্ঞপ্তি জারি করে জানায়।
যেহেতু মামলাটি বিচারাধীন তাই কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন, পেনশন দেওয়া হবে না। সংস্থার চাপে পড়ে বেশ কিছু কর্মী মামলা থেকে অব্যাহতি দিলেও তারমধ্যে কিছু জন মামলা চালিয়ে যায় আর তার ফল পজিটিভ আসে। মুম্বাই হাইকোর্ট সমস্ত বিষয় পর্যালোচনা করে এই রায় জানায় যে আগামী ৬ মাসের মধ্যে কর্মীদের বকেয়া বেতন, DA মিটিয়ে দিতে হবে।
6 মাসের মধ্যেই বকেয়া DA মিটিয়ে দেওয়ার রায় জানালো সুপ্রিমকোর্ট। খুশি সরকারি কর্মীরা।
Dearness Allowance তথা মহার্ঘ ভাতা নিয়ে এই রায়ের পরে সেই সংস্থা অনেকটাই চাপের মুখে পড়ে। এদিকে গোয়ার এই সংস্থার কোম্পানির কর্মীদের করা মামলার রায় তাদের দিকে হওয়ায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মনে নতুন করে আশা জেগেছে। তারাও নিশ্চিত একদিন সুপ্রিম কোর্ট থেকে রায় তাদের পক্ষেই যাবে।
শুধুই সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরাও প্রথম এই Dearness Allowance তথা মহার্ঘ ভাতা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলে সেই রায় তাদের দিকেই ছিল কিন্ত সরকার ফের সুপ্রীম কোর্টে মামলা দায়ের করে। আর সেই মামলার শুনানির ডেট বারবার পিছিয়ে যাওয়ার কারণে রায় আটকে আছে।
সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ। DA আন্দোলনের মাঝেই সুখবর।
একটা সময় মনোবল হারিয়ে ফেললেও গোয়ার এই সংস্থার সরকারি কর্মীদের করা মামলায় যদি তারা জিততে পারে তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মনেও ভরসা দেখা দিয়েছে তারাও নিশ্চিত জিতবে। তারা তাদের ন্যায্য অধিকার ঠিক পাবেন। বলা যায় গোয়ার এই সংস্থার সরকারি কর্মীদের করা মামলার জয় আরেকবার নতুন করে অনুপ্রেরণা জাগালো পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের।
Written by Shampa Debnath.