গ্রাহক বাড়াতে অ্যান্ড্রয়েড ফোনের দামেই মিলবে iPhone, দিওয়ালীর আগে অবশ্যই কিনুন।

iPhone – ভারতেই তৈরি হতে চলেছে স্বপ্নের আইফোন। আর এই নজির গড়বে টাটা গোষ্ঠী।

অ্যাপল ফোন বা iPhone দামে অনেক বেশি যা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। তবে আর কিছু বছর পরেই সাধারণ মানুষের হাতের ধরাছোঁয়ার মধ্যেই এই ফোন থাকবে। কারণটা কি জানেন? কারণ এবার দেশের টাটা গোষ্ঠীর সাথে এই প্রথম কাজ করতে চলেছে অ্যাপল কোম্পানি।
সূত্র মারফত জানা যাচ্ছে, টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেডের সাথে কর্নাটকের উইস্ট্রন ইনফোকম ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর এই জন্যই এই প্রথম ভারতে তৈরি হতে চলেছে আইফোন।

Advertisement

এতদিন চিনেই এই ফোন উৎপাদন হত। কিন্ত এখন দেশেই উৎপাদিত হবে। আর আড়াই বছরের মধ্যেই দেশে এই ফোন উৎপাদন শুরু হয়ে যাবে। ভারতের মানুষ তার নিজের দেশের তৈরি করা ফোন ব্যাবহার করবে। এতদিন iPhone-র পিছনে মেড ইন চায়না লেখা থাকতো। ভবিষ্যতে এমন দিন আসতে চলেছে যেখানে আইফোনের পিছনে মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে।

Advertisement

নভেম্বর মাসে কত দিন বন্ধ থাকছে স্কুল, কলেজ সহ সকল সরকারি অফিস, জেনে নিন সঠিক খবর।

২৭ অক্টোবর সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম X এর মাধ্যমে ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর এই বিষয়ে বলেছেন “আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ উইস্ট্রন। ভারতকে বিশ্ববাজারে সেরার সেরা করে তুলতে এটি অ্যাপলের একটি খুব ভাল পদক্ষেপ হবে বলে মনে করা হচ্ছে।” ভারতীয় কোম্পানি টাটা এবার দেশেই iPhone তৈরি শুরু করবে। টাটা গ্রুপ আড়াই বছরের মধ্যে দেশীয় এবং বিশ্ব বাজারের জন্য ভারতে অ্যাপল আইফোন তৈরি শুরু করবে।

আর তারপরেই এই বার্তা ছড়িয়ে পড়ে দেশে বিদেশে। দেশের মানুষ এই খবরে উচ্ছসিত হয়ে পড়ে। কারণ ভারতে তৈরি হলে এই ফোনের দাম অনেকটাই সহজলভ্য হয় উঠবে সেই আশা করা যায়।
এবার থেকে টাটা গোষ্ঠী দেশের ও বিদেশের দুই তরফেই আইফোন তৈরি করবে। এতদিন উৎপাদন ও বিপণন সব ক্ষেত্রেই সিংহভাগ দখল করেছিল চিন। এখন সেইখানে ভাগ বসাবে ভারত।

এতদিন অ্যাপল আইফোনের সাপ্লাই করতো তাইওয়ানের উইস্ট্রন ইনফোকম ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড। কর্নাটকে ও ছিল একটি প্লান্ট । টাটা গোষ্ঠী ১২৫ মিলিয়ন ডলার খরচ করে সেই প্ল্যান্ট কিনে নিয়েছে। উইনস্ট্রন কর্পও প্রেস বিজ্ঞপ্তি দিয়ে টাটা গোষ্ঠী কিনেছেন সেকথা জানিয়েছেন। স্মার্টফোন উৎপাদনের ক্ষেত্রে সবার প্রথম নাম থাকত চীনের। আর সেই চিনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অ্যাপল কোম্পানি। সম্প্রতি ভারতে টাটা গ্রূপের সঙ্গে বড় চুক্তি করেছে আইফোন প্রস্তুতকারী সংস্থা Wistron।

তবে ইতিমধ্যে চিন বিভিন্ন ওয়েবসাইট অ্যাপলের এই সিদ্ধান্তকে ভুল বলে উল্লেখ করেছেন। এবং ভারতে iPhone বানানোর জন্য চয়েজ করার জন্য অনেক বিকৃতিকর মন্তব্য উঠে আসছে। তবে এই নিয়ে অ্যাপল কোম্পানি অতটা চিন্তিত নন। তাদের সিদ্ধান্তে তারা অনড়। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, দক্ষিণ ভারতে বহুকাল ধরেই আইফোন উৎপাদন করছে Wistron।

তাদেরই কারখানা অধিগ্রহণ করতে চলেছে টাটা গ্রূপ। দুই কোম্পানির মধ্যে প্রায় 1040 কোটি টাকার চুক্তি ফাইনাল হয়েছে। অধিগ্রহণ প্রক্রিয়া সুসম্পন্ন হলেই ভারতে আইফোন বানানো শুরু করবে টাটা গ্ৰুপ। আর তারপরেই ভারতের কাছে একটি নতুন দরজা উন্মোচন ঘটবে।
Written by Shampa Debnath.

বাড়ি বসে অনলাইনে সরকারি প্রজেক্টে কাজ করে প্রতিদিন 1500 টাকা রোজগারের সুযোগ দিচ্ছে ভারত সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button