DA Hike – পশ্চিমবঙ্গের ডিএ নিয়ে সবচেয়ে বড় আপডেট, 3 তারিখেই দফারফা, বেজায় খুশি সরকারি কর্মীরা।
DA Hike news for WB Employees
রাজ্য সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি তথা DA Hike কে কেন্দ্র করে একের পর এক অবস্থান বিক্ষোভ, মিছিল হয়েই চলেছে বিগত কিছু মাস ধরে। তাদের একটাই দাবি কেন্দ্রের কর্মচারীদের AICPI বা যে হারে DA দেওয়া হয় তাদেরকেও দিতে হবে। কিন্তু রাজ্য সরকারী কর্মীদের অভিযোগ পশ্চিমবঙ্গ সরকার তাদের দাবী দাওয়া মেটাতে নারাজ। এদিকে কেন্দ্রীয় সরকার পূজার মধ্যেও তাদের কর্মচারীদের জন্য DA আরও বাড়িয়েছেন।
তাই রাজ্য সরকারি কর্মচারীদের ভাবনাই ছিল পূজোর পর এই বিক্ষোভ আরও জোরদার করবে। সেই হিসাবে প্রস্তুতিও ছিল তুঙ্গে। এদিকে এখনো সুপ্রিমকোর্টে ডিএ মামলা (DA Case) বিচারাধীন। একের পর এক শুনানির ডেট পিছিয়ে গেছে কিন্ত শুনানির ফল প্রকাশ হয়নি। শেষ পর্যন্ত নভেম্বরেই শুনানি হবে বলে শেষ পর্যন্ত জানা যাচ্ছে। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মনে DA Hike বা বেতন বৃদ্ধির কিছুটা আশার সঞ্চার হয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) পান ৬ শতাংশ হারে। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পান ৪৬ শতাংশ করে। কিছুদিন আগেই কেন্দ্র সরকার আরও ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধি (DA Hike) করেছে। অতএব, রাজ্য ও কেন্দ্রের মহার্ঘ্য ভাতার পার্থক্য ৪০ শতাংশ। এই জন্যই রাজ্য সরকারি কর্মচারীদের এত বিক্ষোভ ও মিটিং মিছিল। কর্মীদের একাংশের অভিযোগ তবুও রাজ্য সরকারের DA Hike নিয়ে এতে কোনো হেলদোল নেই। তাদের একটাই কথা রাজকোষে বরাদ্দ অর্থ নেই যেটা দিয়ে DA মেটাবে।
নভেম্বর মাসে কত দিন বন্ধ থাকছে স্কুল, কলেজ সহ সকল সরকারি অফিস, জেনে নিন সঠিক খবর।
DA মামলার শুনানির আপডেট
তবে শেষ পর্যন্ত ৩রা নভেম্বর অনেক বাঁধা পেরিয়ে সুপ্রিমকোর্টে শুনানি হচ্ছে। DA সংগঠনের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য অনেকদিন ধরেই অসুস্থ থাকায় এই ডিএ মামলার শুনানি হবে কিনা আদৌ সেই নিয়ে দ্বন্দ্ব নিয়ে ছিলেন একপ্রকার রাজ্য সরকারি কর্মীরা। কিন্তু সামাজিক মাধ্যমে পাওয়া খবরে জানা যায় ৩ নভেম্বরই শুনানি হবে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য তিনিও থাকবেন।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের পক্ষে এবং নির্দেশ দেওয়ার তিন মাসের মধ্যে বকেয়া DA মিটিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। রাজ্য এই আবেদন পুনর্বিবেচনার আর্জি (Review Petition) জানিয়ে ফের একবার দ্বারস্থ হয়েছিল ডিভিশন বেঞ্চে। সেই আবেদনও খারিজও হয়ে যায়।
স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (SAT) থেকে কলকাতা হাইকোর্টে রায় গিয়েছিল রাজ্য সরকারি কর্মচারিদের পক্ষে। এরপরেই মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। এর আগে ৮ টির মত তারিখ পিছিয়েছে শুনানির। গত ১৪ জুলাই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু, তাও পিছিয়ে যায়। এখন ৩ নভেম্বরের দিকে তাকিয়ে রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
বাড়ি বসে অনলাইনে সরকারি প্রজেক্টে কাজ করে প্রতিদিন 1500 টাকা রোজগারের সুযোগ দিচ্ছে ভারত সরকার।
আর এরই মধ্যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই ডিএ মামলায় নাকি বাঘা বাঘা আইনজীবী নিয়োগ করেছেন। যার জেরে এই মামলা দ্রুত নিস্পত্তি হওয়ার আশা দেখছেন কর্মীদের একাংশ। দেখা যাক সেদিন শুনানি ও মামলার গতি তাদের দিকেই যায় কিনা, সেই আশায় (DA Hike) বুক বেঁধে রয়েছে হাজার হাজার রাজ্য সরকারি কর্মী।
Written by Shampa Debnath.