TET – প্রাইমারি টেট নিয়ে নয়া তথ্য,জানুন কি জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ।
প্রাথমিক টেট (TET) নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল, যে প্রাথমিক শিক্ষক নিয়ে নিয়োগ দুর্নীতি ও রাস্তায় মিছিল মিটিং। এছাড়া এখনো কোর্টে বিচারাধীন সেই মামলা। তারমধ্যেই নতুন করে কিছুদিন আগেই টেট এক্সামের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ১০ই ডিসেম্বর টেট এক্সাম হওয়ার কথা।
ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া চলছে অনলাইনে। প্রায় এক লক্ষ আবেদন জমা পড়েছে এবং তার সাথে আবেদন ফ্রি। কিন্তু প্রায় ২ লাখ আবেদনের ফিস এখনো জমা পড়েনি। যেটা একটা চিন্তার বিষয়। আগের বছর প্রায় ৭ লাখ আবেদন জমা পড়েছিল। আর পরীক্ষায় বসেছিল ৬ লাখ ২০ হাজার জন। যদিও এখনো সময় চলে যায়নি। দেখা যাক কতদূর সংখ্যাটা এগোয়।
আগের বারের চেয়ে এবার টেট (TET) এক্সামে অনেক তফাৎ রয়েছে । পর্ষদ সভাপতি জানায় প্রতি বছর দুবার টেট হবে। এছাড়া এবার আগের বরের চেয়ে অনেক নজরদারি দেওয়া হবে।ফলে কোনো রকম কারচুপি কেউ যেন করতে না পারে। প্রাইমারি টেট নিয়ে নয়া তথ্য, কি জানালো মধ্যশিক্ষা পর্ষদ।
প্রাথমিক টেট নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল, যে প্রাথমিক শিক্ষক নিয়ে নিয়োগ দুর্নীতি ও রাস্তায় মিছিল মিটিং। এছাড়া এখনো কোর্টে বিচারাধীন সেই মামলা।
তারমধ্যেই নতুন করে কিছুদিন আগেই টেট এক্সামের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ১০ই ডিসেম্বর টেট এক্সাম হওয়ার কথা।
ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া চলছে অনলাইনে। প্রায় এক লক্ষ আবেদন জমা পড়েছে এবং তার সাথে আবেদন ফ্রি। কিন্তু প্রায় ২ লাখ আবেদনের ফিস এখনো জমা পড়েনি। যেটা একটা চিন্তার বিষয়। আগের বছর প্রায় ৭ লাখ আবেদন জমা পড়েছিল। আর পরীক্ষায় বসেছিল ৬ লাখ ২০ হাজার জন। যদিও এখনো সময় চলে যায়নি। দেখা যাক কতদূর সংখ্যাটা এগোয়।
আগের বারের চেয়ে এবার টেট এক্সামে (TET) অনেক তফাৎ রয়েছে । পর্ষদ সভাপতি জানায় প্রতি বছর দুবার টেট হবে। এছাড়া এবার আগের বরের চেয়ে অনেক নজরদারি দেওয়া হবে।ফলে কোনো রকম কারচুপি কেউ যেন করতে না পারে। পর্ষদ থেকেও এবার টেট পরীক্ষার কিছু নির্দেশ দিয়েছে। এগুলো হলো আগে যেমন বি এড প্রশিক্ষণ নেওয়া পড়ুয়ারা পরীক্ষা দিতে পারতো।
কিন্তু এবার তারা দিতে পারবেনা। শুধুমাত্র ডি এল এড বা ডি এড পাশ করা ব্যক্তিরাই টেট এক্সামে বসতে পারে। এরফলে সংখ্যা টা একধাক্কায় অনেক কমে গিয়েছে । বিশেষ করে অনেকেই বি এড ও ডি এড দুটোই প্রশিক্ষণ প্রাপ্ত। তারাও এই পরীক্ষায় বসতে পারে। এরফলে আগের বারের তুলনায় অনেকটাই কম আবেদন। ফ্রম জমা পড়েছে।
আগামী ১০ই ডিসেম্বর টেট হবে। সেইলমতন এখন থেকেই নিজেকে তৈরি করার চেষ্টায় লেগে পড়েছে অনেকেই। এখন দেখা যাক টেট এক্সাম (TET) কতটা কি পর্ষদের নিয়ম মেনে পরীক্ষা হয় ।
Written by Shampa Debnath
জরুরী ভিত্তিতে 50000 গ্রামীন ডাক সেবক ও পোস্ট মাস্টার নিয়োগ। অনলাইনে আবেদন করুন।