Cooking Gas – এবার ফ্রী রান্নার গ্যাস পাবে সবাই! অবশেষে উজ্জ্বলা যোজনাকে টেক্কা দিলো মমতা। ভোটের আগে TMC এর প্রতিশ্রুতি।

প্রধানমন্ত্রী দেশের আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের জন্য (Cooking Gas) উজ্জ্বলা যোজনা চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে অনেকটাই কম দামে গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। ৩০০ টাকা ভর্তুকি প্রদান করে সরকার। সেই ৩০০ টাকা প্রতিমাসে উজ্জ্বলা যোজনার গ্রাহকের ব্যাংকে জমা হয়। এই প্রকল্পের ফলে দেশের অত্যন্ত গ্রাম গুলোতে যেখানে মহিলারা কাঠ কয়লায় রান্না করতেন তারাও গ্যাস চালোনোতে অভ্যস্ত হয়ে উঠেছে।

TMC is Giving Free LPG Cooking Gas Cylinder

বিশেষ করে কাঠ কয়লায় রান্না করলে পরিবেশ দূষণ হয় খুব। উজ্জ্বলা যোজনা (Cooking Gas) আসার পর পরিবেশ দূষণ অনেকটাই কমানো গেছে। এদিকে লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করার সময় তৃণমূল তরফ থেকে ঘোষনা করা হয়েছে একাধিক লিস্ট। সেইসব লিস্টের মধ্যে কি কি রয়েছে জেনে নিন।

২০২৪ লোকসভা নির্বাচনে যদি তৃণমূল জয়ীর আসন পান তাহলে বিভিন্ন প্রতিশ্রুতি পূর্ণ করবেন। এই প্রতিশ্রুতি গুলোর মধ্যে রান্নার গ্যাস সিলিন্ডার (Cooking Gas) দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে বছরে বিনামূল্যে ১০ টি করে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। এর জন্য এক টাকাও খরচ করতে হবে না।

রাজ্যের সমস্ত APL কার্ড BPL কার্ডে বদলে যাবে। সবাই পাবে বিনামূল্যে ডবল রেশন। কীভাবে আবেদন করবেন? জেনে নিন

এই বিনামূল্যে ১০ টি করে গ্যাস সিলিন্ডার (Cooking Gas) পাবেন BPL ক্যাটাগরির মানুষেরা। গ্যাস সিলিন্ডার দেওয়ার পাশাপাশি আরও কিছু প্রতিশ্রুতি দেয় তৃণমূল সেগুলো হলো – সমস্ত রেশন গ্রাহকদের ৫ কেজি করে বিনামূল্যে রেশন দেওয়া হবে এবং রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানো হবে।

School Holiday - স্কুলে ছুটি

পেট্রোল-ডিজেলের দাম কমানো হবে, বার্ধক্য ভাতার পরিমাণ বৃদ্ধি করা হবে, দেশের সকল দরিদ্র পরিবারের জন্য পাকা বাড়ির নিশ্চিত করা হবে। দেশের সমস্ত জব কার্ড (Cooking Gas) হোল্ডারদের ১০০দিনের কাজ নিশ্চিত করা হবে এবং আর ন্যূনতম মজুরি হবে ৪০০ টাকা ।

বছরে 10টি করে রান্নার গ্যাস বিনামূল্যে দেবে তৃণমূল সরকার। কারা এই সুবিধা পাবেন?

সবমিলিয়ে বোঝা যাচ্ছে তৃনমূল যদি আসন লাভ করে তাহলে বিভিন্ন নতুন প্রতিশ্রুতি কার্যকর হবে এমনটাই তারা বলছেন। তবে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন জয়ের পরে এসব প্রতিশ্রুতি (Cooking Gas) কার্যকর হবে কিনা সেটাই দেখার।
Written by Shampa Debnath.

Leave a Comment