Yatri sathi app – পুজো দেখুন লাইন ছাড়াই, বিরাট সুবিধা দিচ্ছে সরকার। আগে এলে আগে পাবেন।

Yatri sathi app – মমতা বন্দ্যোপাধ্যায় পুজোয় নতুন উদ্ধোধন করলেন যাত্রী সাথী অ্যাপ, পূজোয় কম খরচে এই ক্যাবে করে ঘুরে ঠাকুর দেখুন।

দুর্গাপুজোয় আজ দ্বিতীয়া। এখন থেকেই কলকাতার রাস্তায় মানুষের ঢল। মহালয়া থেকেই অনেক প্যান্ডেলের দরজা (Yatri sathi app) সাধারণ মানুষের জন্য খোলা হয়েছে। এই দুর্গাপুজোয় জনজোয়ার সামলানোর জন্য যেমন সিভিক পুলিশ, ভলান্টিয়ার নিয়োগ করা হয় তেমনি এবছর মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রী সাথী ক্যাবের উদ্ধোধন করবেন আজ। যাতে বয়স্ক মানুষ থেকে শুরু করে যে কেউ কম খরচে ঠাকুর দেখতে পারে ঘুরে ঘুরে।

Advertisement

কলকাতা শহরের বুকে যে হলুদ ট্যাক্সি, মিটার ট্যাক্সি দেখা যায় সেগুলোকেই ক্যাব (Yatri sathi app) হিসাবে চালানো হবে। ওলা, উবেরের চেয়ে আরও কম ভাড়ায় বুক করতে পারবেন যাত্রীরা। এছাড়া খুবই নিরাপদে নির্দিষ্ট জায়গায় যেতে পারবেন। ক্যাব বুক করতে হলে কোথাও যেতে হবে না । বাড়িতে বসেই অনলাইনে আপনি বুক করতে পারবেন।

Advertisement

রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন “এই প্রথম রাজ্যে সরকারি ক্যাবের উদ্ধোধন হতে চলেছে। সোমবার মুখ্যমন্ত্রী নিজেই এই ক্যাবের উদ্ধোধন করবেন। খুব কম খরচে বাড়িতে বসেই যে কোনো ব্যক্তি এই ক্যাব বুক করতে পারবেন। তবে এক্ষেত্রে সরকারের কোনো লাভ হবেনা। সরকার চায় এই পুজোয় বয়স্ক মানুষদের মনের আনন্দে গাড়িতে করে যাতে ঠাকুর দেখতে পারেন।”

সরকার মূলত সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য এই অ্যাপের (Yatri sathi app) উদ্ধোধন করবেন। সাধারণ মানুষদের সুবিধার পাশাপাশি যারা গাড়ি দেবেন তারাও লাভজনক ভাড়া পাবেন। ফলে তারাও উপকৃত হবেন। আরও জানান, এখন অবধি ২১ হাজার গাড়ির সাথে এই অ্যাপ যুক্ত করা হয়েছে। এখন সাড়ে ৪ হাজারের মতন রাইড চলছে। সরকার থেকে ৩ মাস ধরে পরীক্ষা ও যথাযথ পর্যবেক্ষণ করেই এই অ্যাপ ব্যাবহার করেছেন।

JIO-র পুজো ধামাকা অফার, জলের দরে স্মার্ট ফোন, পঞ্চমী অব্দি থাকছে এই অফার।

এতদিন যে বেসরকারি ক্যাব গুলো চলছিল তাতে নানা অভিযোগ উঠত। ভাড়া বেশি করে নেওয়া হতো এছাড়া ক্যাব বুক করার পরও অনেক সময় চালকরা ক্যানসেল করে দিত। এছাড়া ক্যাব চালকের বিরুদ্ধে অশালীন ইঙ্গিত অনেক সময় শোনা যেত। সেদিক দিয়ে দেখলে সরকারি এই ক্যাব এই সব দিক দিয়েই অনেক ভালো। ভাড়া কম ও নিরাপত্তার অভাব থাকবে না।

Gold Price(সোনার দাম)

এই ক্যাব অনলাইনে বুক করে গন্তব্য স্থলে পৌঁছে ইউ পি আই মাধ্যমে পেমেন্ট করা যাবে কিংবা আপনি চাইলে নগদ টাকাও দিতে পারবেন। এছাড়া ক্যাবে (Yatri sathi app) এসি, নন এসি দুই ধরনের সুবিধা থাকবে। সেই অনুযায়ী ভাড়া ধার্য হবে। রাজ্যের পরিবহন দপ্তর ও তথ্য প্রযুক্তি সংস্থা অনেক ওয়ার্কশপ করে কিভাবে অ্যাপটি কাজ করবে সেটা দেখেছেন এবং তাদের যৌথ উদ্যোগে এই অ্যাপটি কাজ করবে।

রাজ্যে টোটো নিয়ে আইন চালু। কোন টোটো রাস্তায় চলবে, কোন টোটো চলবে না জেনে।

সব মিলিয়ে পুজোয় কোনো ঝামেলা ছাড়া কম খরচে সরকারি ক্যাবে করে ঘুরে বেড়ান কলকাতার ঠাকুর পরিদর্শন করুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button