JIO-র পুজো ধামাকা অফার, জলের দরে স্মার্ট ফোন, পঞ্চমী অব্দি থাকছে এই অফার।
JIO-র এই ফোনে কি কি সুবিধা পাবেন, জানুন বিস্তারিত।
Jio হলো ভারতের মধ্যে নামকরা ও একচ্ছত্র ব্যাবসা করা একটি টেলকম সংস্থা। জিও মানুষের সুবিধার জন্য প্রায়ই নতুন নতুন ফিচার, রিচার্জ প্ল্যান নিয়ে আসে। জিও 4G 5G পরিষেবাও দিয়ে থাকে। এছাড়া কিছু বছর আগেও জিও ফোন লঞ্চ হয়েছিল। নতুন করে পূজোর মধ্যে জিও আবারও অনেক ফিচার যুক্ত জিও ফোন লঞ্চ করলো। যার দাম কম হলেও এই ফোন পাওয়া যাবে একাধিক সুবিধা। ফোন ছাড়াও জিও এখন বিভিন্ন বৈদ্যুতিক গ্যাজেট এখন বিক্রি করছে। যাইহোক যে নতুন ফোন লঞ্চ করলো জিও সেই সম্পর্কে জানা যাক।
জিও থেকে যে নতুন ফোনটি লঞ্চ হয়েছে সেটির দাম এতটাই কম যে যে কোনো মধ্যবিত্তদের হাতের নাগালের মধ্যেই। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের জন্য এই ফোনটি আদর্শ ভূমিকা গ্রহণ করবে। এই ফোনটির নাম JioBharat B2 । JioblBharat B2 হলো jioBharat V1 ও K1 Karboon এর নিউ আপগ্রেড ভার্সন।
LIC এর সেরার সেরা স্কীম, এবার থেকে একসাথে পেয়ে যাবেন সঞ্চয় ও বীমার সুবিধা।
সবচেয়ে উল্লেখযোগ্য হলো এই ফোনটির ডিসপ্লে অনেকটাই বড়ো আগের ফোনগুলোর থেকে। এই ফোনের ডিসপ্লে হলো ২.৪ ইঞ্চির। ভাবা যায় এত কম দামে এত বড়ো ডিসপ্লে। এছাড়া রয়েছে ২০০ mAh ব্যাটারি। এত কম দামে এত বড়ো ডিসপ্লে পাওয়ার সুযোগ এই ফোনের বৈশিষ্ট্য। এছাড়া জিওতে যে সব অ্যাপ রয়েছে তার সবকটি এই নতুন লঞ্চ করা ফোনটিতে বর্তমান থাকবে। বিভিন্ন ধরনের বিনোদনের অ্যাপও থাকবে যাতে বয়স্ক মানুষেরা এই ফিচার ফোন ব্যবহার করে সব ধরনের বিনোদন সহ সুবিধা উপভোগ করতে পারবেন।
JioBharat B1 ফোনটিতে জিওর যে সকল অ্যাপ রয়েছে সেই সকল অধিকাংশ অ্যাপ প্রি ইন্সটল হিসাবে ফোনের মধ্যে রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপও এই ফোনটিতে প্রি ইনস্টল হিসাবে রাখা হয়েছে। তবে এই ফোনটির ক্যামেরা কত মেগাপিক্সেলের সেই সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে বয়স্ক মানুষ হোক কিংবা সাধারণ মধ্যবিত্তদের জন্য মাত্র ১২৯৯ টাকায় এত কম দামে ফোন যখন পাওয়া যাচ্ছে আর দেরি কেনো ঝটপট কিনে ফেলুন। কারণ এই সমস্ত্র সুযোগ হয়তো বেশিদিন স্থায়ী থাকে না।
এইবার আসল কথায় আসা যাক, ফোনটির দাম কত শুনলে নিজেই বিশ্বাস করতে পারবেন না। আপনি যে টাকায় জিও রিচার্জ করেন বা জিও থেকে সবচেয়ে বেশি টাকার যে রিচার্জ প্ল্যান গুলো রয়েছে তারও হাফ দামে পেয়ে যাবেন এই ফোন।
এই ফোনের দাম হলো ১২৯৯ টাকা। এতটা কম দাম রাখার কারণ এখনো অনেক পরিবার আছেন যারা 4G নেট ওয়ার্ক ব্যাবহার করার মতন সাধ্য নেই। সেইসব গ্রাহকদের কথা মাথায় রেখে এত কম দামে ফোন লঞ্চ করেছে জিও।
Written by Shampa Debnath
রাজ্যে টোটো নিয়ে আইন চালু। কোন টোটো রাস্তায় চলবে, কোন টোটো চলবে না জেনে।