Ration Card – রেশন কার্ডের নিয়মে ঐতিহাসিক পরিবর্তন আনলো সরকার, এতো দিন ধরে সবাই এটাই চাইছিল।

Ration Card – রেশন কার্ডে বড়ো পরিবর্তন, কিভাবে উপকৃত হবে সাধারণ মানুষ জানতে হলে পড়ুন বিস্তারিত।

রেশন কার্ড (Ration Card) একটি খুবই গুরুত্বপূর্ণ নথি। রেশন কার্ডের মাধ্যমে সরকার থেকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। রাজ্যে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের সংখ্যা কম না। তাদের দু বেলা খাবার জোগাড় করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এই রেশনে মাধ্যমেই তারা চাল, গম পেয়ে থাকেন। সেই অন্ন সংস্থানের দায়িত্ব সরকার নিয়েই আসছে। সরকার থেকে ইতিমধ্যে এটাও ঘোষনা করেছেন পূজার সময় আরও বেশি পরিমাণ খাদ্য দ্রব্য বণ্টন করবেন। আসলে দেশের মানুষের দারিদ্র্যতা যাতে দূর হয় সেদিকে সরকার নজর দেন বরাবরই।

Advertisement

এই রেশন কার্ড (Ration Card) বানানোর সময় কিছু নিয়ম থাকে। পরিবারের কর্তা যিনি হন তার নাম লিখতে হয় কার্ড। পরিবারের অন্য কোনো সদস্যের কার্ডেও পরিবারের কর্তার নাম লেখা বাধ্যতামূলক। আর এই কারণে অনেক পরিবারের মধ্যে চাপা অসন্তোষ সৃষ্টি হচ্ছে। এছাড়া পরিবারের মধ্যে কে পরিবারের সর্বময় কর্তা সেটা নিয়ে নিজেদের মধ্যে চাপা উত্তেজনা লেগেই রয়েছে । তাই তারা রেশন কার্ড করাতে এলে কার নাম লিখবে কর্তা হিসাবে সে ব্যাপারে সমস্যায় পরে।

Advertisement

পুজোর মুখে দ্বিগুন হারে বাড়তে চলেছে চিনির দাম! জেনে নিন নতুন রেট।

তাদের কথা অনুযায়ী, একজন সদস্যের রেশন কার্ডে (Ration Card) নিজের নাম লেখা ছাড়া পরিবারের কর্তার নাম লেখা কোনো প্রয়োজন মনে করছেন না তারা। কারোর বাড়িতে অনেক রকম বিবাদ থাকতেই পারে। তাই তাদের পক্ষে কর্তার নাম লেখা মন থেকে মেনে নিচ্ছেন না। এই নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে।
এবার সরকার থেকে সেই নিয়েই একটি সিদ্ধান্ত জারি হলো। একটি শিবিরে গিয়ে খাদ্য মন্ত্রী রথীন ঘোষ জানতে পারেন রেশন কার্ড নিয়ে জনগণের মধ্যে কিছু সমস্যা হচ্ছে। খোঁজ নিয়ে জানতে পারেন রেশন কার্ডে পরিবারের কর্তার নাম লেখা নিয়ে অসন্তোষের সৃষ্টি। তাই তিনি সরকারের সাথে এই ব্যাপারে আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হন।

আর সেই সিদ্ধান্ত অনুযায়ী জানা যায় এবার থেকে রেশন কার্ডে পরিবারের কর্তার নাম লেখা নিয়ে আর কোনো সমস্যার সৃষ্টি হবে না। কারণ পরিবারের কর্তার নাম লিখতেই হবে না। শুধু যার নামে রেশন কার্ড তার নাম লিখলেই হবে । এহেন সিদ্ধান্তে আশা করা যায় আর কোনো সমস্যায় পড়তে হবে না সাধারণ মানুষের।

পশ্চিমবঙ্গে চালু হলো দুয়ারে দলিল প্রকল্প। জমি দলিল ও ট্যাক্স, খাজনা সংক্রান্ত সমস্ত পরিষেবা বাড়ি বসে।

সাধারণ মানুষ যখনই কোনো সমস্যায় পড়েছে সরকার থেকে সেই সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা করেছে। এবারও সেটার অন্যথা হলনা। রেশন কার্ডে যে সমস্যার কথা বলা হচ্ছিল আশা করা যায় সরকারের এই সিদ্ধান্তের পর সাধারণ মানুষ খুশিই হবেন।
Written by Shampa Debnath

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button