Seba Sakhi Prakalpa – রাজ্য সরকারের নতুন প্রকল্প। বাংলার মহিলারা প্রতিমাসে পাবে 9000 টাকা।

রাজ্য সরকার বাংলার মহিলাদের জন্য অনেক প্রকল্পের (Seba Sakhi Prakalpa) ব্যাবস্থা করেছেন সাধারণ জনসাধারণের জন্য। তারমধ্যে যেই প্রকল্প সবচেয়ে বেশি সাড়া ফেলেছে সেটি হলো লক্ষ্মীর ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে 500 টাকা করে এবং এস সি ও এস টি ক্যাটাগরির মহিলারা 1000 টাকা করে পেয়ে থাকেন প্রতি মাসে। মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক প্রকল্প এনেছেন সাধারণ মানুষের জন্য। এই প্রকল্পগুলোর মাধ্যমে বিশেষত মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলারা নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাবতে পারছেন।

WB Seba Sakhi Prakalpa for Women

প্রতিমাসের টাকা জমিয়ে ছোট ব্যবসা করতে পারছেন। তবে এবার আরও বড় অ্যামাউন্টের অর্থ পেতে চলেছেন বাংলার মহিলারা। সেই ব্যবস্থাই করেছেন মুখ্যমন্ত্রী। নতুন প্রকল্পের মাধ্যমে 500, 1000 নয় একবারে 9000 টাকা পেয়ে যাবেন বাংলার মহিলারা। জেনে নেওয়া যাক সেই বিশেষ প্রকল্প সমন্ধে কিছু কথা

  • প্রকল্পের নাম
  • প্রশিক্ষণের শূন্যপদ
  • প্রশিক্ষণের বিষয়
  • প্রশিক্ষণের স্থান
  • প্রশিক্ষণের মূল্য

প্রকল্পের নাম

এই প্রকল্পের নাম সেবা সখী প্রকল্প তথা Seba Sakhi Prakalpa. এই প্রকল্পের আওতায় বয়স্ক বা শয্যাশায়ী অন্য কোনও ব্যক্তির যত্ন নেওয়ার জন্য মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে রাজ্য থেকে। অর্থাৎ এই প্রকল্প কিছুটা অন্যরকম। রাজ্য সরকার থেকে এই প্রকল্পে যারা নিযুক্ত হবেন তাদের একটা সেবা মূলক ট্রেনিং দেওয়া হবে। সেই ট্রেনিং পিরিয়ডে টাকা দেওয়া হবে। বয়স্ক মহিলা, অসুস্থ ব্যক্তির সেবা কিভাবে করতে হয় সেই টেনিংয়ের মাধ্যমে মহিলাদের প্রশিক্ষিত করে মহিলাদের কর্মসংস্থান করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য।

প্রশিক্ষণের শূন্যপদ

গ্রামীণ জীবিকা মিশন থেকে এই সেবা সখী প্রকল্প তথা Seba Sakhi Prakalpa এর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি জেলার প্রতিটি ব্লক থেকে 20-40 জন মহিলা এই প্রশিক্ষণের সুযোগ পাবেন।

প্রশিক্ষণের বিষয়

ড্রেসিং করা, ব্যান্ডেজ করা, রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিসের মতো সাধারণ রোগের পরিচর্যা ও চিকিৎসা ইত্যাদি বিষয়ে বিস্তারে প্রশিক্ষণ পাবেন মহিলারা।

প্রধানমন্ত্রীর তরফে নতুন প্রকল্প! মহিলাদের জন্য দেওয়া হবে 12000 টাকা।

প্রশিক্ষণের স্থান

আপাতত, বারুইপুর, রাজারহাট, পাঁশকুড়া ও আমতা এই চারটি ব্লকে এই সেবা সখী প্রকল্প তথা Seba Sakhi Prakalpa পাইলট প্রকল্প চলবে। প্রতিটি ব্লক থেকে 20 জন মহিলাকে নির্বাচন করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কলকাতার মধ্যে ইনস্টিটিউট অফ জেরোন্টোলজিতে প্রশিক্ষণ দেওয়া হবে।

স্বনির্মা প্রকল্প তথা Swarnima Scheme

প্রশিক্ষণের মূল্য

প্রশিক্ষণে যদি শহুরে অঞ্চলে কাজ পায় তাহলে প্রতিদিন 300 টাকা এবং গ্রামাঞ্চলে নিযুক্ত হলে প্রতিদিন 255 করে টাকা পাবেন। দিনে 255 টাকা করে হলে মাসিক 7650 এবং 300 টাকা দিনে পেলে মাসিক 9000 টাকা আয়ের সুযোগ পাচ্ছেন।

পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম! বিনিয়োগ করলেই কয়েক মাসেই হবে টাকা ডবল।

আবেদন পদ্ধতি সমন্ধে এখনো কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি। তবে খুব তাড়াতাড়ি এই বিষয়ে বিজ্ঞপ্তি বেরোবে। আপনারা যদি আবেদন করতে চান করে ফেলবেন। এই প্রকল্পে অর্থের পাশাপাশি কর্মসংস্থান হবে এবং সেবা মূলক ট্রেনিং ও পাওয়া যাবে। তাই এই সুযোগ হাতছাড়া না করাই ভালো। আমাদের পেজ নিয়মিত ফলো রাখুন। আমরা পরিবর্তী আপডেট পেলেই এই পেজে দিয়ে দেব।
Written by Shampa Debnath.

Leave a Comment