এবারে মাধ্যমিক পরীক্ষা দিতে মানতে হবে 10 টি নিয়ম, না জানলে পরীক্ষা বাতিল।

অতিমারীর পর জোর কদমে চলছে, মাধ্যমিক পরীক্ষা ২০২৩ (Madhyamik Exam 2023) এর প্রস্তুতি। এই পরীক্ষার জন্য ১০ দফা নতুন নিয়ম ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE). পরীক্ষা দিতে হলে মানতে হবে এই সমস্ত নিয়ম, তাই না জানলে জেনে নিন।
এই নিয়ম না মানলে বাতিল হতে পারে পরীক্ষা। আগামী বছরে ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এরই সঙ্গে সারা রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত ভোট। এই দুই সরকারী আয়োজন নিয়ে সতর্ক প্রশাসন।

২৩ শে ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত এই মাধ্যমিক পরীক্ষা চলবে বলে আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। এছাড়াও ৬, ৯, ১০, ১১, ১৩ ই মার্চ ২০২৩ ফিজিক্যাল এডুকেশন ও সোশ্যাল সার্ভিসের জন্য পরীক্ষা হতে চলেছে। ওয়ার্ক এডুকেশান এর পরীক্ষা ২৮, ২৯, ৩০, ৩১ মার্চ ও ১ লা এপ্রিল ২০২৩ এ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে পর্ষদের পক্ষ থেকে।

উপরোক্ত নিয়ম ছাড়াও বিগত ১৬ ই ডিসেম্বর ২০২২ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষা নিয়ে নতুন করে কিছু নিয়মের নির্দেশিকা ঘোষণা করা হয়েছে। এই নির্দেশিকা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে এই পরীক্ষা করানো নিয়ে সতর্ক রাজ্য সরকার সহ পর্ষদের শীর্ষ কর্তারা।

2023-2024 এর উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ নিয়ম বদলে দিল পর্ষদ।

এই জন্য রাজ্যের প্রতি জেলায় একটা মাধ্যমিক পরীক্ষা মনিটরিং কমিটি গঠন করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এই কমিটিতে উপস্থিত সকল সদস্যদের কি করে কাজ করতে হবে সেই নিয়েও তথ্য দেওয়া হয়েছে। ছাত্র জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা হল এই মাধ্যমিক। তাই এর নাম শুনলেই ভয়ে হাত পা ঠাণ্ডা হয়ে যায় অনেক ছাত্র – ছাত্রীর। কিন্তু WBBSE অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফে রাজ্যের সকল স্কুল গুলিতেও কিছু নিয়ম মানার কথা বলা হয়েছে। যাতে পরীক্ষার্থীরা নির্ভয়ে কোন ধরনের সমস্যা ছাড়া পরীক্ষা দিতে পারে।

মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর নিয়ম

১. পরীক্ষা কেন্দ্রের সকল ঘর পরিস্কার পরিছন্ন রাখতে হবে।
২. প্রত্যেক স্কুলে CCTV – Close Circuit Television ক্যামেরা রাখা বাধ্যতামূলক।
৩. প্রত্যেক স্কুলের টয়লেট এর ব্যবস্থা রাখতে হবে।
৪. পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে।

৫. যেই কজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসবে তাদের হিসাবে পর্যাপ্ত বেঞ্চ, টেবিল এর বন্দোবস্ত রাখতে হবে।
৬. পরীক্ষা চলাকালীন যাতে বিদ্যুৎ সংযোগ অবিচ্ছিন্ন থাকে সেই বিষয় স্কুলের নজর রাখতে হবে।
৭. পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত ফাকা ঘর রাখতে হবে, যাতে কোন পরীক্ষার্থী অসুস্থ হলে তার চিকিৎসা যাতে করা যায়।
৮. ছাত্র – ছাত্রীদের ব্যাগ রাখার জন্য আলাদা ঘর দিতে হবে।

৯. যে কয়টি ঘরে পরীক্ষা হবে সেই সকল ঘরে পরিদর্শক থাকতে হবে।
১০. সকল পরিদর্শকের কাছে নিজের সচিত্র পরিচয় পত্র থাকতে হবে।
মধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জেলা স্তরে যেই কমিটি গঠন করা হয়েছে তাদের কাজ হবে পরীক্ষা চলাকালীন বিভিন্ন স্কুল গুলিতে পরিদর্শন করতে গিয়ে দেখা যে এই সকল নিয়ম মানা হচ্ছে কিনা।

মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে নয়া বিজ্ঞপ্তি পর্ষদের, মানতেই হবে সকলকে।

পর্ষদের পক্ষ থেকে সকল পরীক্ষার্থী সহ তাদের অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলা হয়েছে। কোন ধরনের গুজবে কান দেবেন না। কিছু জানার থাকলে নিজেদের স্কুলে বা পর্ষদের ওয়েবসাইট www.wbbse.org এখানে ভিজিট করতে পারেন।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরনের আরও খবরের জন্য।

Leave a Comment