AXIS Bank Recruitment – রাজ্য জুড়ে এক্সিস ব্যাংকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, শুধু মাত্র ইন্টারভিউ দিয়েই চাকরি।

AXIS Bank Recruitment – কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত।

পুজো শেষ হতে না হতেই পশ্চিমবঙ্গের সকল বেকার যুবক যুবতীদের জন্য বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি বের করলো অ্যাক্সিস ব্যাঙ্ক (AXIS Bank Recruitment). এইচআর সেগমেন্ট দ্বারা পরিচালিত বেঞ্চের মাধ্যমে সরাসরি সাক্ষাৎকারের পর করা হবে নিয়োগ। ইন্টারভিউ শুরু হবে 6ই নভেম্বর 2023 থেকে। পশ্চিমবঙ্গের যে কোন জন্য জেলা থেকে আবেদন করতে পারবেন।

আপনাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ। দেশের সর্ববৃহৎ তথা জনপ্রিয় ব্যাংকের (AXIS Bank Recruitment) কর্মী নিয়োগ সংস্থা এবার কর্মী নিয়োগ করতে চলেছে। ১ টা বা ২ টো নয়, এবার একসাথে ৫৭টি শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে এই সব ব্যাংকে। সেই মর্মে জারি হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি চাইলে সহজেই ব্যাংকে চাকরির জন্য আবেদন করতে পারেন। সেই ব্যাপারে আজ বিস্তারিত ভাবে আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন।

এবার থেকে ট্রেনের মধ্যে ধূমপান করলেই থেমে যাবে ট্রেন, নয়া প্রযুক্তি চালু করলো ভারতীয় রেল।

মোট শুন্যপদঃ
এই কাজের জন্য মোট শূন্যপদ 57.
নিয়োগ পদ্ধতিঃ
মুখোমুখি সরাসরি সাক্ষাৎকার। ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের অবশ্যই 1 কপি আপডেট করা (AXIS Bank Recruitment) বায়োডাটা, আধার কার্ড এবং শেষ যোগ্যতার মার্কশিটের ফটোকপি বহন করতে হবে। সাক্ষাত্কারের জন্য প্রার্থীদের অবশ্যই সমস্ত ডকুমেন্টস নিতে হবে।

চাকরির অবস্থান হলঃ
কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পিজিএস, নদীয়া, বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার এবং অন্যান্য।
প্রার্থীদের মানদণ্ডঃ
এইচ এস পাস বা স্নাতক, পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন, বয়স -18 বছর থেকে 34 বছর। প্রার্থীদের অবশ্যই ভালো ভাবে বাংলা, হিন্দি ও ইংরাজি বলতে ও লিখতে জানতে হবে।

চাকরির মানদণ্ডঃ
শাখা ব্যাঙ্কিং, kyc যাচাইকরণ, ডেটা এন্ট্রি, নো সেলস বা নো টার্গেট বেসিস চাকরি। কোন বাইকের প্রয়োজন নেই।
বেতনঃ
14350/- থেকে 21450/- প্রতি মাসে, সাথে থাকছে esic এবং pf এর সুবিধা।
বিষদ বিবরনের জন্য অফিশিয়াল সাইট ভিজিট করুন।

প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেপ্তার হতেই পশ্চিমবঙ্গে বাতিল হলো 2 কোটি রেশন কার্ড। আরও কাদের কার্ড বাতিল হবে, জেনে নিন।

Leave a Comment