রাজ্য সরকার প্রায় সব ধর্মের অনুষ্ঠানে Holidays বা ছুটি ঘোষণা করেন। দুইবছর ধরে বেশ কিছু নতুন ছুটি ছুটির তালিকায় যুক্ত হয়েছে। এবছর তেমনি আরেকটা ছুটি ঘোষণা করলেন রাজ্য সরকার। আগামী ১৭ এপ্রিল রাম নবমী। আর এই প্রথম রাম নবমীতে ছুটি ঘোষণা করলেন রাজ্য সরকার। ছুটি মানেই আনন্দ। সে শিশু হোক কিংবা বড়ো। ছুটি পেতে কার না ভালো লাগে। তবে রাজ্য সরকারি কর্মীরা প্রায় সকল অনুষ্ঠানেই Holidays বা ছুটি পেয়ে থাকেন।
West Bengal Govt Holidays Declear by Nabanna
এছাড়া নতুন নতুন কিছু ছুটি যুক্ত হওয়ার কারণে আরও Holidays বা ছুটির সংখ্যা বেড়ে গিয়েছে। যেমন করম পূজা, পঞ্চানন বর্মার জন্মদিন এছাড়া বিরসা মুন্ডার জন্মদিন, হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন ছুটি গুলো নতুন সংযোজন হয়েছে। তেমন এই বছর থেকে রাম নবমী যুক্ত হলো ছুটির তালিকায়।
শনিবার মুখ্যমন্ত্রী নবান্নে একটি বিজ্ঞপ্তি জারি করে এই ছুটির কথা জানায়। ১৭ এপ্রিল জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানে Holidays বা ছুটি থাকবে। বস্তুত, গত কয়েক বছর ধরেই রামনবমীকে কেন্দ্রে করে রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে।
প্রায় 14 দিন বন্ধ থাকবে ব্যাংক! এক নজরে ছুটির তালিকা দেখে নিন।
গত বছরও রিষড়া এবং হাওড়ায় হিংসার ঘটনা ঘটেছিল। তার জেরে আদালতের নির্দেশে হনুমান জয়ন্তীতে বেশ কিছু স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। লোকসভা ভোটের আগে যাতে কোনরকম হিংসাত্মক ঘটনা না ঘটে তাই রাজ্য সরকারের এই Holidays বা ছুটির সিদ্ধান্ত অনেকেই সঠিক বলে মনে করছেন।
তবে বিরোধী দল এই ছুটির কারণ কে রাজনৈতিক মতাদর্শে কটাক্ষ করেছেন। বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘‘ভোটের আগে কেন এই ঘোষণা নবান্ন করল, তা সবাই বুঝতে পারছে। মানুষ অত বোকা নয়।’’ যদিও তৃণমূলের বক্তব্য, বিজেপি বিভেদকামী বলেই এ সব মন্তব্য করছে।
পশ্চিমবঙ্গে এই প্রথম নতুন সরকারি ছুটি ঘোষণা। নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশ। কারা ও কবে এই ছুটি পাবে?
যদিও মুখ্যমন্ত্রীর কথায় রাজ্যে সকল ধর্মের সকল অনুষ্ঠানেই ছুটি ঘোষণা করা হয়। সেইসাথে নতুন কিছু ছুটি যুক্ত করা হয়েছে। এটা তেমনি একটি নতুন ছুটি সংযুক্ত হলো। এরসাথে ভোটের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এইবছর থেকে রাম নবমী একটি সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো।
Written by Shampa Debnath.