2023 সালে এই রাশির জাতকেরা নতুন করে প্রচুর অর্থ উপার্জন করতে চলেছে।

২০২৩ সালে নতুন করে প্রচুর অর্থ উপার্জন করতে চলেছে এই রাশির জাতকেরা। আর মাত্র ৩ দিনের অপেক্ষা আর আমাদের বিদায় জানাতে হবে ২০২২ কে ও স্বাগত জানানো হবে ২০২৩ কে। ২০২০ ও ২০২১ সাল করোনা মহামারীর জন্য খুব একটা ভাল যায়নি সকলের। ২০২২ সালেও কোন ধরনের বেশি পরিবর্তন দেখা যায়নি। এই জন্য ২০২৩ সালে নিজেদের আর্থিক স্থিতির উন্নতি নিয়ে সকলের অনেক আশা ও আকাঙ্খা রয়েছে। আজকের আলোচনায় আমরা কয়েকটা জাতক – জাতিকাদের কথা বলতে চলেছি যারা ২০২৩ সালে মালামাল হতে চলেছেন।

Advertisement

দেখে নিন এই রাশি আপনারও নয়তো।

১. মিথুন –
জাতক – জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ। ২০২৩ সালে এই জাতক – জাতিকাদের অনেক আর্থিক উন্নতি করবে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ জ্যোতিষী। তাদের কথা অনুসারে সারা বছর শুক্রের গোচরের ফলে উন্নতি হবে মিথুন জাতকদের। কারন শুক্র মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের মালিক। নতুন বছরে শুক্রের প্রভাবে জ্ঞান, বুদ্ধি, অর্থ আমদানি হতে চলেছে।

রাশিফল অনুযায়ী আজ এবং আগামী দিন গুলি ভালো করতে এই জিনিস গুলি করুন।

২. তুলা-
জাতক – জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র। নতুন বছরে ন্যায়পতি শনির পঞ্চম ঘরে গোচরের ফলে তুলার লোকেদের খুব উন্নতি হতে চলেছে। শনি এই রাশির চতুর্থ ও পঞ্চম ঘরের মালিক হয়ে পঞ্চমে গোচর এর ফলে ব্যবসা, চাকরি, শিক্ষা, আর্থিক দিকে অনেক উন্নতি করতে চলেছে।
৩. সিংহ-
জাতক – জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি। ২০২৩ সালে সপ্তম ঘরে শনি অবস্থান করতে চলেছে। এর প্রভাবে জাতকদের ব্যাবসা, কর্ম ও পরাক্রমে বৃদ্ধি হতে চলেছে। এরই সঙ্গে অষ্টমে বৃহস্পতি গ্রহের অবস্থান করে দ্বিতীয়ে দৃষ্টি দেওয়ার ফলে ধন – ধান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে সব থেকে বেশি লাভবান হবে এই রাশি।

৪. বৃশ্চিক-
জাতক – জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল। নতুন বছরে বৃহস্পতি গ্রহের পঞ্চমে ও শনির চতুর্থে গোচরের ফলে মানসিক শান্তি, গৃহে উন্নতি, বিদ্যা বুদ্ধিতে উন্নতির ফলে আর্থিক উন্নতি হওয়া সম্ভব হবে। কিন্তু অনেক পরিশ্রম এর সম্মুখীন হতে হবে।
৫. কুম্ভ-
জাতক – জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি। ২০২৩ সালে শনির লগ্নে গোচর করবে। এর ফলে সকলে নিজেদের সব কাজ সম্পন্ন করতে পারবে। বিভিন্ন জায়গায় আর্থিক বিনিয়োগ করলে লাভবান হতে হবে।

প্রেমের জন্য শুভ দিন নয় এই 8 টি রাশির, দেখে নিন

৬. মীন –
জাতক – জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি। নতুন বছরে সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন এই জাতকেরা। বৃহস্পতি গ্রহের লগ্নে গোচরের ফলে জাতক – জাতিকাদের সকল দিক থেকে উন্নতি হতে চলেছে। স্বাস্থ্য, সন্তান, কর্ম, শিক্ষা, অর্থ সকল দিক থেকে উন্নতি হতে চলেছে।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button