Reliance Foundation Scholarship দেশের সকল পড়ুয়াদের দিচ্ছে লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ।

Reliance Foundation Scholarship গরিব ছাত্রছাত্রীদের দিকে সাহায্যের জন্যে হাত বাড়াল। প্রাচীনকালে যুব সমাজকে দেশের প্রধান সম্পদ বলে মনে করা হত। বর্তমান যুগেও তার পরিবর্তন হয়নি, আমাদের দেশের সরকার এই যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টা করে চলেছে। এই জন্য বিভিন্ন সময়ে অনেক ধরণের স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে কেন্দ্রীয় সহ রাজ্য সরকারের তরফে যেমন – কৌশল ভারত, কন্যাশ্রী, যুবশ্রী ইত্যাদি। Reliance Foundation এর পক্ষ থেকে ২০২৩ সালে দেশের সকল স্নাতক পড়ুয়াদের জন্য ২ লক্ষ টাকা Scholarship নিয়ে আসা হয়েছে।

Advertisement

Reliance Foundation Scholarship এ আবেদন পদ্ধতি দেখে নিন।

Reliance Foundation এর প্রতিষ্ঠাতা শ্রীমান ধীরুভাই আম্বানির ৯০ তম জন্মদিন উপলক্ষ্যে এই সংস্থার চেয়ারম্যান নীতা আম্বানি জানিয়েছেন। দেশের স্নাতক ছাত্র – ছাত্রীদের বার্ষিক ২ লক্ষ টাকা স্কলারশিপ দেওয়া হবে। এছাড়াও স্নাতকোত্তর ১০০ জন পড়ুয়াকে বার্ষিক ৬ লক্ষ টাকা Scholarship দেওয়া হবে। নীতা আম্বানি আরও বলেছেন ধীরুভাই আম্বানি নিজের জীবনকালে সর্বদা যুব সমাজের উন্নতির জন্য কাজ করে গেছেন।

Advertisement

তিনি মনে করতেন দেশের ভবিষ্যৎ হল যুব সমাজ। যুব সমাজ এগলে তবেই দেশ এগবে। এক সরকারী পরিসংখ্যান অনুসারে দেশের ৬০ কোটি জনসংখ্যা ২৫ বছরের নিচে বসবাস করে। এই Reliance Foundation এর পক্ষ থেকে দেওয়া Scholarship এর মাধ্যমে উপকৃত হতে চলেছেন অনেকে।

AMAZON SCHOLARSHIP 2022 এ ছাত্র-ছাত্রীরা পাবেন 1,60,000 টাকা আবেদন করুন এখনই।

Reliance Foundation Scholarship এর জন্য কীভাবে আবেদন করবেনঃ-
১. Google Chrome এ গিয়ে Reliance Foundation Scholarship লিখে সার্চ করতে হবে।
২. Application Form লেখা অপশনে ক্লিক করতে হবে।
৩. এরপরে যেই ফর্ম খুলবে সেখানে জানতে চাওয়া সমস্ত তথ্য দিয়ে দিতে হবে।
৪. নিজের মোবাইল নম্বর ও ই – মেল আইডি দেওয়া বাধ্যতামূলক। কারন স্কলারশিপের সকল তথ্য আপনি এর মাধ্যমেই জানতে পারবেন।
৫. নির্ভুল ভাবে এই ফর্ম ফিল করতে হবে। কোন ভুল থাকলে আপনার আবেদন বাতিল করে দেওয়া হতে পারে।
৬. সর্বশেষে নিচে দেওয়া সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। এই করলে আপনার আবেদন সম্পূর্ণ হবে।

Reliance Foundation Scholarship আবেদনের জন্য কি নথি লাগবেঃ-
১. দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণির মার্কসিট।
২. নিজের স্থায়ী ঠিকানার জন্য আধার কার্ড বা ভোটার কার্ড।
৩. দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার প্রমানপত্র।
৪. পরিবারের আয়ের প্রমানপত্র কোন সরকারী প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত।
৫. বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী হলে সেই প্রমানপত্র।
৬. নিজের একটা রঙিন পাসপোর্ট সাইজ এর ফটো।

Reliance Foundation Scholarship আবেদনের যোগ্যতা কি থাকতে হবেঃ-
১. শুধুমাত্র স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়ারা এই আবেদন করতে পারবেন।
২. যেই সকল পড়ুয়ার পারিবারিক আয় বার্ষিক ১৫ লক্ষ টাকার কম তারা আবেদন করতে পারবে।
৩. মূল রূপে ভারতীয় নাগরিক হতে হবে।
৪. প্রথম বর্ষে পাঠরত স্নাতকোত্তর পড়ুয়ারাও এই আবেদন করতে পারবে।
৫. কারিগরি শিক্ষার পাঠরত পড়ুয়ারাও আবেদন করতে পারবেন।

মেয়েরা পাবেন 1 লক্ষ 50 হাজার টাকা, কোটাক Kanya Scholarship এ আবেদন করলেই। জানুন সম্পূর্ণ আবেদন পদ্ধতি।

এই Reliance Foundation Scholarship এর জন্য আবেদন আগামী ২০২৩ সালের ১৪ ই ফেব্রুয়ারি থেকে শুরু করা হবে।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button