Public Holiday – লোকসভা ভোটের জন্য রাজ্য জুড়ে 7 দিন ছুটি ঘোষণা। সরকারী বেসরকারি সমস্ত অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান ছুটি।
আগামী ১৯শে এপ্রিল থেকে সারা দেশ জুড়ে শুরু হচ্ছে ১৮ তম সাধারণ নির্বাচন। আর এই কারনে রাজ্য জুড়ে সাধারণ ছুটি তথা Public Holiday ঘোষণা করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। কবে কবে ছুটি, কাদের জন্য এই ছুটি, কি কি বন্ধ থাকবে, এক নজরে দেখে নিন।
7 Days Public Holiday for Lok Sabha Election 2024
আজ পশ্চিমবঙ্গ অর্থদপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের অনুমতিক্রমে ‘সাধারণ ছুটি’ তথা Public Holiday ঘোষণার এই সিদ্ধান্ত। প্রসঙ্গত সারা দেশে ৭ দফা নির্বাচন, আর ঘটনাক্রমে পশ্চিমবঙ্গে ও সব দিন ভোট রয়েছে। অর্থাৎ রাজ্যের সাত দফা বা 7th Phase নির্বাচনে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রগুলির এলাকার সমস্ত কর্মক্ষেত্রে ছুটি দেওয়ার কথা ঘোষণা (Public Holiday) করল রাজ্য সরকার।
Public Holiday for 18th Lok Sabha Election
অর্থাৎ এই ৭ দিনের ছুটি কিন্তু সকলের জন্য নয়। যে কেন্দ্রে যেদিন ছুটি থাকবে, সেই দিনের জন্য সেই কেন্দ্রে ছুটি থাকবে। পাশাপাশি, ওই লোকসভাগুলির যে ভোটারদের কর্মক্ষেত্র বিধানসভা এলাকার বাইরে, তাঁদেরও ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ কারো যদি অন্য কেন্দ্রে কর্মক্ষেত্র হয়ে থাকে তবে তার নির্বাচনের দিন ও তিনি ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি পাবেন।
আরও পড়ুন, মাধ্যমিক ও HS পরীক্ষার খাতা দেখতে গিয়ে চক্ষু চড়কগাছ শিক্ষকদের। এমন কি ঘটনা ঘটল?
এদিকে শুধু সঙ্গথিত ক্ষেত্র বা অফিস আদালত ই নয়, দোকান বাজার ও ছুটি রাখার কথা বলা হয়েছে। তবে জরুরী পরিষেবার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। এই বিষয়ে বিস্তারিত জানতে নিচে কমেন্ট করুন। এবং বিজ্ঞপ্তি ডাউনোড করতে এখানে ক্লিক করুন।