Aadhaar Card – আধার কার্ড চালু রাখতে এই ডকুমেন্টস গুলো জমা দিন। নইলে সমস্ত প্রকল্পের টাকা বন্ধ।

আধার কার্ড তথা Aadhaar Card হলো একটি প্রয়োজনীয় নথি যেটি সর্বক্ষেত্রে ডকুমেন্ট হিসাবে দেখাতে হয়। যে কোনো অফিসিয়াল কাজ থেকে শুরু করে ব্যাংক একাউন্ট খোলার ক্ষেত্রে, স্কুল কলেজে ভর্তির সময়, চাকরির ক্ষেত্রে, সরকারি পরিষেবা পেতে এমনকি ঘুরতে গিয়ে হোটেল বুকিং, পাসপোর্ট করার সময় সবক্ষেত্রেই আধার কার্ড অত্যন্ত জরুরি একটি নথি।

Advertisement

This Documents Must Be Required to Active Aadhaar Card

Aadhaar Card তথা আধার কার্ড আপডেট করার কথা আমরা শুনেছি আগেই। এছাড়া রেশন ও ব্যাংক একাউন্ট এর সাথে লিংক করার কথাও বলা হয়েছে সরকার থেকে। বিভিন্ন কারচুপি রুখতে এই লিংক করানোর প্রয়োজন মনে করেছে সরকার। এছাড়া আধার কার্ড ১০ বছর অন্তর বায়োমেট্রিক আপডেট করার কথাও বলা হয়েছিল।

Advertisement

ছুটির বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

কারণ Aadhaar Card তথা আধারে ফোন নাম্বার, ঠিকানা এগুলো আধারে উল্লেখ থাকে। কোনো ব্যক্তির যদি ফোন হারিয়ে যায় বা নম্বর চেঞ্জ করেন এছাড়া বাড়ি পরিবর্তন করে তাহলে তার অ্যাড্রেস ও পরিবর্তন হয়ে যায়। সেই নতুন সংযোজিত ঠিকানা ও মোবাইল নম্বর আধারে আপডেট করা প্রয়োজন তাই UIDAI এই নিয়ম চালু করেছিল।

তবে সম্প্রতি UIDAI আরেকটি নিয়ম চালু করলো সেটা হলো Aadhaar Card তথা আধার কার্ড সক্রিয় রাখতে হলে এবার থেকে আরো নতুন করে দুটো নথি আপডেট করতে হবে। জেনে নেওয়া যাক সেই আরও দুটি নথি কি কি?

Aadhaar Card তথা আধার কার্ড আপডেটের সময় অনেক আগেই থেকেই ছিল কিন্ত অনেক সংখ্যক ব্যক্তি আপডেট না করানোর জন্য ১৪ মার্চ ২০২৪ অবধি সময় দেওয়া হয়েছিল। কিন্ত সেই সময় বাড়িয়ে এখন ১৪ জুন ২০২৪ অবধি করা হয়েছে। আধার আপডেটের জন্য কোনো রকম মুল্য দিতে হয়না।

তাই নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্যক্তি যদি ১০ বছরের পুরনো Aadhaar Card তথা আধার কার্ড আপডেট যদি কেউ না করিয়ে থাকে তাহলে তার জরিমানা হতে পারে। UIDAI থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় ১৩৬ কোটি মানুষের আধার কার্ড রয়েছে।

কিন্তু তাদের আধার কার্ডের বয়স ইতিমধ্যে ১০ বছর অতিক্রম করেছে ফলে তাদের বাসস্থানের ঠিকানা, ফোন নাম্বার মুখের ছবি বায়োমেট্রিক ইত্যাদি বিভিন্ন তথ্য পরিবর্তন ঘটেছে। তাই আধার আপডেট অতি অবশ্যই করতে হবে। আপনারও যদি আধার আপডেট ১০ বছর ধরে করেন নি তাহলে খুব দ্রুত সেই কাজ সম্পন্ন করুন নইলে আপনার আধার বাতিল হতে পারে।

এখন রেশন কার্ড বানান বাড়ি বসে অনলাইনে নিজের মোবাইলে সামান্য কিছু টিপস ফলো করে।

আধার আপডেটের পদ্ধতি

  • আধার কার্ড আপডেট করার জন্য প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে।
  • সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সেখানে আপনার রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নাম্বার দিয়েছেন সেই নম্বরে একটি OTP আসবে।
  • এরপর একটি পেজ আসবে সেখানে আপনার আধার সংক্রান্ত যাবতীয় তথ্য দেখা যাবে সেগুলি সঠিক কিনা তা মিলিয়ে নিতে হবে।
Aadhar Card - আধার কার্ড
  • আর যদি কোন তথ্য ভুল থাকে তাহলে নিচে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করতে হবে।
  • এরপরে আপনি যে ভুল তথ্যটি নতুন করে আপডেট করতে চান সেখানে ক্লিক করে তার জন্য একটি উপযুক্ত নথি জমা করতে হবে। তবে নথি আপডেট করার সময় মনে রাখবেন যে ফাইলের সাইজ 2MB-র কম যেনো হয়। আর এটি যেন JPEG. PNG অথবা PDF ফরম্যাটে থাকে।
  • এরপরে সমস্ত তথ্য যাচাই করতে হবে যদি সবকিছু ঠিক থাকে তাহলে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

আবেদনের 3 মাসের মধ্যে দিতে হবে রেশন কার্ড। কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের।

তবে এই সমস্ত ভুল ছাড়াও যদি আপনার Aadhaar Card তথা আধার কার্ডের জন্ম তারিখ বা ঠিকানা ভুল থাকে তাহলে সেটিও বাড়িতে বসে কোনরকম টাকা ছাড়াই ঠিক করতে পারবেন। এক্ষেত্রে আধার কার্ডের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও mAadhaar app এ গিয়ে আপডেট করতে পারবেন।

বাড়িতে ছাড়াও আপনি এই আধার আপডেটের জন্য নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে এই কাজটি করতে পারবেন। আপনার আধার কার্ড সচল রাখতে দ্রুত এই আধার আপডেট প্রক্রিয়াটি সম্পন্ন করুন নির্ধারিত তারিখের মধ্যে।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button