Salary Hike – সরকারি কর্মচারীদের 25 লাখ টাকা গ্র্যাচুইটি ছাড়াও আরও কিছু ভাতার বাড়ানো হচ্ছে।
কেন্দ্রীয় সরকার বরাবরই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি বা Salary Hike করে চলেছেন। তবে সামনেই লোকসভা নির্বাচন এদিকে প্রধানমন্ত্রী একের পর এক সুখবর দিয়ে চলেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারীদের। মহার্ঘ্য ভাতা নিয়ে অনেকদিন ধরেই একটা জল্পনা চলছিল। সেই জল্পনা সত্যি হল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী ঘোষনা করেন আরও ৪ শতাংশ DA বৃদ্ধি পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।
7 Pay Commission Salary Hike of Govt Employees
সেইসাথে আরও অন্যায় ভাতা বাড়ানোর হচ্ছে। মহার্ঘ ভাতা তো বাড়ানো হল। সেইসঙ্গে গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে। লোকসভা ভোটের আগে সেইসব সিদ্ধান্তের ফলে এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী লাভবান হবেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এতদিন ৪৬ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পেতেন।
যদিও তাদের দাবি ছিল এটা ৫০ শতাংশ করার। অবশেষে মন্ত্রিসভার বৈঠকের পর বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানান, আরও ৪ শতাংশ DA বৃদ্ধি বা Salary Hike করা হলো। এখন থেকে ৫০ শতাংশ DA পাবেন সরকারি কর্মীরা। এছাড়াএতদিন গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ছিল ২০ লাখ টাকা। এবার থেকে সেটা ৫ লাখ টাকা বাড়ানো হল।
অর্থাৎ এবার থেকে গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বেড়ে ২৫ লাখ টাকা হয়ে গেল। শুধু তাই নয়, মহার্ঘ্য ভাতা বৃদ্ধির বা Salary Hike এর ফলে যাতায়াত সংক্রান্ত ভাতা, ক্যান্টিন সংক্রান্ত ভাতা এবং ডেপুটেশন অ্যালোওয়েন্স-সহ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে যে ভাতা পান, সেগুলি ২৫ শতাংশ হারে বাড়িয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
তারফলে হাউস রেন্ট অ্যালোওয়েন্স বৃদ্ধি পেয়েছে। এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ২৭ শতাংশ হারে হাউস রেন্ট অ্যালোওয়েন্স পেতেনএবার ৩০ শতাংশ হারে পাবেন। যাঁরা ১৮ শতাংশ হারে বাড়িভাতা পান, তাঁদের HRA বাড়ানো হয়েছে ২ শতাংশ। আর যাঁদের HRA-র হার ছিল ৯ শতাংশ, তাঁরা এবার থেকে বাড়িভাতা পাবেন ১০ শতাংশ।
রাজ্যের অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা! ভোটের আগেই মুখ্যমন্ত্রীর মাষ্টারস্ট্রোক।
অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সার্বিক ভাবে সকল দিক দিয়ে Salary Hike বা বেতন বৃদ্ধি পাচ্ছে। এই ৪ শতাংশ বর্ধিত DA কার্যকর হবে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে। একইভাবে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও একই হারে বর্ধিত DA পাবেন। এই খবরে স্বভাবতই খুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
লোকসভা ভোটের আগে এমন মাস্টার্স স্ট্রোক দিয়েই চলেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এখনো ১৪ শতাংশ হারেই DA পাচ্ছেন। তাদের কেন্দ্রের সমান DA বৃদ্ধি (Salary Hike) নিয়ে আন্দোলন যতই জারি থাকুক রাজ্য সরকার কোনো রকম প্রতিক্রিয়া দেখাননি।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের আরো 4% DA বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ। কত টাকা বাড়ছে, কবে থেকে চালু?
লোকসভা ভোটের আগে অনেকটাই আশা নিয়ে অপেক্ষারত রাজ্য সরকারি কর্মচারীরা। যদিও তাদের আন্দোলন অনেকটাই জোরালো হওয়ার ইঙ্গিত রয়েছে লোকসভার ভোটের মুখে। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সবদিক দিয়ে সোনায় সোহাগা অবস্থা। লোকসভা ভোটের আগেই তারা তাদের সমস্ত দাবি দাওয়া পূরণ হওয়াতে খুবই খুশি।
Written by Shampa Debnath.