Local Train – লোকাল ট্রেনে বাদুড় ঝোলার দিন শেষ! যাত্রীদের সুবিধার্থে শিয়ালদহ লাইনে নয়া পরিকল্পনা শুরু।

শিয়ালদহ এমন এক স্টেশন যেখান থেকে সমস্ত ট্রেনের (Local Train) যাত্রাপথের শুরু আর শেষ। আপনাকে শিয়ালদাহ থেকে যেকোনো জায়গায় যেতে গেলে ট্রেন থেকে নেমে বাস ট্যাক্সি বা অন্য কোন যানবাহনে করে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। কিন্তু শিয়ালদাহ গামী প্রত্যেকটি ট্রেনে এতটা পরিমাণ ভিড় হয় বিশেষ করে অফিস ও স্কুল টাইমে যে যাত্রীদের ঝুলে ঝুলে যেতে হয়। এই ঝুলে যাওয়াটা যদিও যাত্রীদের অভ্যাসগত হয়ে গিয়েছে তবুও এই ঝুলে যাওয়ার বিষয়টি খুবই বিপজ্জনক।

Advertisement

All Local Trains of Sealdah Division are going to be 12 Coch

যেকোনো সময় কোন বড় বিপদ ঘটে যেতে পারে এবং এরকম হামেশাই হচ্ছে। তাই এই বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছেন। তাই পূর্ব রেলের শিয়ালদা বিভাগ এই ভুলে যাওয়া বন্ধ করতে নতুন একটি উদ্যোগ নিল। ট্রেনের (Local Train) কোচ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে।

Advertisement

পূর্ব রেলের শিয়ালদা বিভাগ শিয়ালদার মেইন, নর্থ ও সাউথ উভয়দিকে চলাচলকারী প্রত্যেকটি (Local Train) ইএমইউকে ১২ কোচের করার সিদ্ধান্ত নিয়েছে। কোচ সংখ্যা বাড়লে যাত্রীদের আর ঝুলে যাওয়ার মতন অবস্থা সৃষ্টি হবে না সেই জন্য ইতিমধ্যে শিয়ালদা স্টেশনের এক নম্বর থেকে ৫ নম্বর প্লাটফর্ম আরো প্রসারিত করার কাজ চলছে।

খুব দ্রুত যাতে কাজ সম্পন্ন হয় তাই দিনরাত এক করে কাজ করছেন রেলের শ্রমিকরা যাত্রীদের কিছুটা অসুবিধা হলেও ভবিষ্যতে যাতে সুবিধার জন্য। এই সামান্য অসুবিধা তারা মেনে নিচ্ছেন। যদিও দিনের বেলা যেহেতু (Local Train) ট্রেন চলাচল করে, কাজ করতে অসুবিধা হয়।

তাই যাত্রীদের সুবিধার্থে শ্রমিকরা সারারাত ধরে কাজ করছেন যাতে খুব দ্রুত এর কাজ সম্পন্ন হয়। যাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য কাজ হচ্ছে, লাস্ট ট্রেন (Local Train) বেরিয়ে যাওয়ার পর থেকে ফার্স্ট ট্রেন চালু হওয়ার আগে পর্যন্ত।

এই ধান চাষ করলেই হবেন মালামাল! 1 কেজি ধানের দাম 250 টাকা। কোন কোন ধান চাষ করবেন? এবং কোথায় করবেন জানুন

এছাড়াও ১, ২, ৩ ও ৪ নম্বর প্লাটফর্মের পাশে অস্থায়ী এক্সেস রুটের ব্যবস্থাও করা হয়েছে যাত্রী পরিষেবা দেওয়ার জন্য। এবং এটি খুব ধৈর্যের কাজ তাই খুবই নিখুঁতভাবে কাজ করা হচ্ছে যাতে এই পরিকল্পনা খুব দ্রুত সফলতা পায়। এই প্রকল্পকে সফল করতে নতুন ট্র্যাক বসানো ও বিদ্যুতের কাজ করা হবে রেললাইনে।

Local Train - লোকাল ট্রেনের

এই সম্পূর্ণ প্রকল্পে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল নতুন লেআউট অনুযায়ী ইলেকট্রিক ট্র্যাকশন এর ব্যবস্থা করা এবং সিগন্যালিং মডিফিকেশন এর কাজ করা। এমনিতেই প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে মানুষজন তবুও এরই মধ্যে যাত্রীদের সুবিধার্থে কথা চিন্তা করে শ্রমিকগণ সারারাত ধরে অক্লান্ত পরিশ্রম করছে।

এমনিতেই এই প্রকল্পকে বাস্তবায়িত করছে এরকম কর্মীরা অনেক বাধা সম্মুখীন হচ্ছে তবুও তারা তাদের লক্ষ্যে স্থির রয়েছেন। ইতিমধ্যে নতুন সিগনালিং (Local Train) বসানো এবং ওভারহেড বৈদ্যুতিক তারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম তৈরির কাজ শুরু হয়ে গেছে।

রবিবার রাজ্যের জেলায় জেলায় ব্যাপক ঝড়বৃষ্টি। কোথায় কোথায় বৃষ্টি হবে দেখে নিন।

নতুন পরিকাঠামোকে নির্ভরযোগ্য করে গড়ে তুলতে বেশি করে নিরাপত্তা বৃদ্ধির দিকে নজর দিচ্ছে রেল কর্তৃপক্ষ। যত তাড়াতাড়ি সম্ভব শিয়ালদহ এই কাজ শেষ করতে তৎপর রেল কর্তৃপক্ষ। মেইন ও নর্থের প্রতিটি (Local Train) ট্রেন ১২ কোচের করে তুললে যাত্রীদের ঝুঁলে ঝুলে যাওয়ার মতন অবস্থা থেকে রেহাই মিলবে।
Written by Shampa Debnath

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button