Antyodaya Shramik Suraksha Yojana – নগদ ১০ লক্ষ টাকা পেতে আবেদন করুন পোস্ট অফিসে নতুন এই স্কিমে।

প্রত্যেক ব্যক্তি নিজের উপার্জনের অর্থ সঞ্চিত করেন ব্যাংক বা পোস্ট অফিসে (Antyodaya Shramik Suraksha Yojana). পোস্ট অফিস হলো সবচেয়ে পুরনো আর্থিক প্রতিষ্ঠান। এখনো সমান ভাবে ভালো কাজের মাধ্যমে নিজেকে স্বমহিমায় উজ্জ্বল করে রেখেছে। অনেক ব্যক্তি ব্যাংকের থেকেও পোস্ট অফিসে টাকা জমাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। নির্ভরতা পান টাকা রাখতে। বিশেষ করে পোস্ট অফিস নিত্য নতুন অনেক স্কিম বাজারে এনেছেন যাতে সুদ দিচ্ছে অনেক। তাই অনেকেই পোস্ট অফিসে টাকা রাখতে আগ্রহী হচ্ছেন।

Antyodaya Shramik Suraksha Yojana

রাজ্যের সাধারণ মানুষদের জন্য একটি নতুন প্রকল্প আনতে চলেছে পোস্ট অফিস। যার নাম Antyodaya Shramik Suraksha Yojana তথা অন্ত্যোদয় শ্রমিক সুরক্ষা যোজনা প্রকল্প। আর এই প্রকল্পে আপনি পেয়ে যাবেন হাতে ১০ লক্ষ টাকা। এই প্রকল্প করা হয়েছে সকল শ্রমজীবী মানুষদের জন্য।

রাজ্যের শ্রমিকদের কথা চিন্তা করেই শীঘ্রই Antyodaya Shramik Suraksha Yojana বা অন্ত্যোদয় শ্রমিক সুরক্ষা যোজনা বিমা প্রকল্প শুরু করতে চলেছে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল। মঙ্গলবার ‘কলকাতা জিপিও-র ২৫০ বছর’ পূর্তি নিয়ে বিশেষ লোগোর উন্মোচন করে পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল নীরজ কুমার এই ঘোষনা করেন।

গুজরাটে এই Antyodaya Shramik Suraksha Yojana বা অন্ত্যোদয় শ্রমিক সুরক্ষা যোজনা বিমা প্রকল্প খুভ ভাল সাড়া ফেলেছে তাই পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় এই এ রাজ্যে কেন্দ্রের চালু করা অন্ত্যোদয় শ্রমিক সুরক্ষা যোজনা শুরু করার কথা ভাবছেন।

প্রকল্পের শুরুর কারণ

পোস্ট অফিস থেকে এই Antyodaya Shramik Suraksha Yojana প্রকল্প করার কারণ যে সকল শ্রমজীবী মানুষ রয়েছে যাদের আর্থিক অবস্থা ততটা ভালো নয়, অথচ তাদের দিন রাত খাটতে হয়। সেই সব মানুষদের আর্থিক স্থিতাবস্থা যাতে অক্ষুন্ন থাকে সেইসাথে কিছু অর্থ ইনভেস্ট থাকে যাতে বয়স কালে একটু ভালো মতন থাকা যায়।

ইতিমধ্যেই দেশের ১.৬ লক্ষ পোস্ট অফিস থেকে এই প্রকল্প ব্যাবস্থা করা হয়েছে। প্রায় প্রায় ২৮ কোটি শ্রমযোগী মানুষ এখনো এই প্রকল্পে নাম নথিভূক্ত করেছেন বলে জানা যাচ্ছে। আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য আরও পাঁচ হাজার পোস্ট অফিসকে এই Antyodaya Shramik Suraksha Yojana প্রকল্পে অন্তর্ভূক্ত করা হয়েছে।

প্রকল্পের সুবিধা

ভারতীয় ডাক বিভাগ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে এই Antyodaya Shramik Suraksha Yojana প্রকল্পে ‘শ্রম যোগীদের’ আর্থিক স্থিতাবস্থা দেওয়ার পাশাপাশি ১০ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বিমার সুবিধা দেওয়া হচ্ছে। এই প্রকল্পে আপনি বীমার সুযোগ পাচ্ছেন। কোনো দুর্ঘটনায় মারা গেলে আপনার পরিবার ১০ লাখ টাকা পাবেন। অন্যদিকে শারীরিক অক্ষমতাজনিত দুর্ঘটনায় ৫ লক্ষ টাকা পাওয়া যায়।

16 তম কিস্তির 2000 টাকা এখন কৃষকদের একাউন্টে। কীভাবে স্ট্যাটাস চেক করবেন দেখুন?

এই Antyodaya Shramik Suraksha Yojana প্রকল্পে আপনাকে খুব বেশি টাকা বিনিয়োগ করতে হবেনা। কিন্ত লাভ হবেন অনেকটাই। আপনাকে ১০ লাখ টাকা পেতে হলে মাত্র প্রতি বছরে ৪৯৯ টাকা এবং ৫ লক্ষ টাকা পেতে প্রতি বছর ২৮৯ টাকা প্রিমিয়াম দিতে হবে। ভারতীয় ডাক বিভাগ এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে এই প্রকল্পে ‘শ্রম যোগীদের’ আর্থিক স্থিতাবস্থা দেওয়ার পাশাপাশি ১০ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বিমার সুবিধা দেওয়া হচ্ছে।

Rupashree Prakalpa - রূপশ্রী প্রকল্প

দেশের প্রায় ২৮ কোটি শ্রমিক এই বিমার সুবিধা ভোগ করতে পারবেন এবং ১.৬ লক্ষ পোস্ট অফিসে এর পরিষেবা পাওয়া যাবে বলেই ডাক বিভাগের এক আধিকারিক জানান। দুর্ঘটনা জনিত এই বিমা প্রকল্পের সুবিধা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে পাঁচ হাজারের বেশি নতুন পোস্ট অফিস তৈরির পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের। ফলে আগামীতে পশ্চিমবঙ্গের শ্রমজীবী মানুষদের জন্য খুবই উপকার হতে চলেছে।

পশ্চিমবঙ্গে পোস্ট অফিসের নতুন প্রকল্প। পাবেন নগদ 10 লক্ষ টাকা।

তাদের হটাৎ কোনো বিপদ আসলে তেমন আর্থিক সঙ্গতি না থাকায় অনেকটাই সমস্যায় পড়তে হতো। তাই এই বীমা প্রকল্প আসায় সেই সমস্যা অনেকটাই ঘুচবে বলে মনে করা হয়। যদিও সামনে লোকসভা নির্বাচন। তাই ভোটের আগেই এমন প্রকল্পের শুরু অনেক রাজনৈতিক দল রাজনীতির গন্ধ পাচ্ছেন। তবে সাধারণ মানুষের কাছে এই প্রকল্প অনেকটাই আর্থিক সহায়তা এনে দেবে বলে আশা করা যায়।
Written by Shampa Debnath.

Leave a Comment