PM Kisan – 16 তম কিস্তির 2000 টাকা এখন কৃষকদের একাউন্টে। কীভাবে স্ট্যাটাস চেক করবেন দেখুন?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের চাষাবাদের সুবিধার্থে PM Kisan তথা কিষান সম্মান নিধি যোজনা শুরু করেছিলেন। এই যোজনার অধীনে দেশের সকল কৃষকদের ভর্তুকি দেওয়া হয়। ভর্তুকি বাবদ ৬০০০ টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয়। ২০১৯ সালে প্রথম শুরু হয়েছিল এই প্রকল্প। শুরুর পর থেকে ১৫ দফায় কিস্তির মাধ্যমে কৃষকরা টাকা পেয়েছেন। ২০২৩ সালের ১৫ই নভেম্বর সেই যোজনার ১৫তম কিস্তির টাকা ঢুকেছিল কৃষকদের অ্যাকাউন্টে।
PM Kisan Samman Nidhi Yojona
এবার ১৬তম কিস্তির টাকা ঢোকার পালা। গতকাল অর্থাৎ ২৮শে ফেব্রুয়ারি ২০২৪ এই ১৬তম কিস্তির টাকা ঢোকার কথা। প্রতি বছর PM Kisan Yojona এর এই ৬০০০ টাকার এই কিস্তিটি তিনটি ভাগে ভাগ হয়ে কৃষকদের ব্যাংক আকাউন্টে দেয় কেন্দ্র সরকার। সুতরাং ২০০০ টাকা করে তিনটি ভাগে ভাগ হয়ে টাকা ঢোকে।
কিন্তু সম্প্রতি এবার প্রকাশ করা হয়েছে যে PM Kisan বা প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় KYC না করা থাকলে ১৬তম কিস্তির টাকা আর ঢুকবে না আকাউন্টে। এর জন্য আপনাকে জমি নিবন্ধনও করে রাখতে হবে। তবে দেশের কৃষকদের জন্য দেওয়া এই স্কিমের টাকা অনেক সময় পাচ্ছেন না তারা। অনেক ক্ষেত্রে জালিয়াতিও হচ্ছে।
সরকারের এই প্রকল্পে এককালীন 25 হাজার টাকা করে পাবে। কারা আবেদন যোগ্য?
তাই সরকারের তরফ থেকে জারি করা হল এক নতুন পন্থা। সেখানে আপনি আপনার মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়েই স্ট্যাটাস চেক করতে পারবেন। কিন্তু এই প্রসেসে বদল এনেছে সরকার। এবার থেকে PM Kisan বা প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় আবেদন করার সময় কৃষকদের রেজিস্ট্রেশন নম্বর দেওয়া প্রয়োজন।
এটি ছাড়া আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পারবেন না। এখন প্রশ্ন রেজিস্ট্রেশন নম্বর পাবেন কোথায়? তার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে pmkisan.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইট টিতে। এখানে আপনাকে Know Your Registration Number এ ক্লিক করতে হবে (PM Kisan).
পিএম কিষান যোজনার 16 তম কিস্তির টাকা কবে একাউন্টে ঢুকবে? কৃষক বন্ধুদের বিরাট সুখবর
এখানে আপনাকে আপনার মোবাইল নম্বর এবং আধার নম্বর লিখতে হবে। তারপর ক্যাপচা কোড দিলেই আপনি get data দেখতে পারবেন। এরপরই স্ক্রিনে দেখা যাবে রেজিস্ট্রেশন নম্বর। এছাড়াও এই সুবিধা সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান পেতে কল করুন 155261 বা 1800115526 (টোল ফ্রি) বা 011-23381092 নম্বরে এবং ই-মেল করুন pmkisan-ict@gov.in এই আইডিতে।