মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনগণের জন্য বিভিন্ন জনকল্যাণমুখী (Yuvashree Scheme) কর্মসূচি ঘোষণা করেছেন। এই প্রকল্পগুলো থেকে যে আর্থিক সহায়তা পাওয়া যায় তাতে দরিদ্র থেকে মধ্যবিত্ত পরিবারের অনেকটাই আর্থিক সহায়তা হয়। রাজ্য সরকার কর্তৃক এই প্রকল্পের মাধ্যমে ঋণদান, স্কলারশিপে টাকা, কৃষক, বাংলার মহিলাদের জন্য, বিবাহ যোগ্য কন্যার জন্য এমনকি বার্ধক্য ও বিধবা ভাতা, বাংলার মহিলাদের জন্য আলাদা আলাদা প্রকল্প রয়েছে।
How to Apply Online Yuvashree Scheme Get 1500rs Per Month
তেমনি যুবক যুবতীদের উৎসাহ দেওয়ার জন্যও একটি প্রকল্পের ব্যাবস্থা করেন মুখ্যমন্ত্রী। যেটি Yuvashree Scheme বা যুবশ্রী প্রকল্প নামে অভিহিত। বর্তমানে চাকরির অবস্থা খুবই খারাপ। ডিগ্রি অর্জন করেও ঘরে বেকার হয়ে বসে থাকতে হচ্ছে। অনেক পরিবারের সেইরকম মূলধন না থাকার জন্য ব্যবসাও করতে পারছে না।
একপ্রকার হতাশা গ্রাস করছে যুবক সমাজকে। সেইসমস্ত যুবক যুবতীদের উৎসাহ দিতে, মনোবল বাড়ানোর জন্য মাসিক একটা ভাতা দেওয়া হয়। যার পরিমাণ ১৫০০ টাকা। এই Yuvashree Scheme বা যুবশ্রী প্রকল্পে কী আপনি নাম নথিভূক্ত করতে ইচ্ছুক তাহলে জেনে নিন এই Yuvashree Scheme বা যুবশ্রী প্রকল্প সম্পর্কিত তথ্য।
আবেদনের যোগ্যতা
- আবেদনকারীকে বেকার হতে হবে। অর্থাৎ কোনো সরকারি, বেসিরকারী কাজের সাথে যুক্ত থাকতে পারবেননা।
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- আবেদনকারীকে অষ্টম শ্রেনী পাস হতে হবে।
- আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত থাকতে হবে।
প্রয়োজনীয় নথি
এই Yuvashree Scheme বা যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর কিছু দরকারি ডকুমেন্টসের প্রয়োজন হবে। এই ডকুমেন্টস না থাকলে আবেদনকারী আবেদন জানাতে পারবেন না। যে সকল নথি প্রয়োজন সেগুলো হলো-
- আধার কার্ড,
- ভোটার কার্ড,
- কাস্ট সার্টিফিকেট,
- ব্যাংক অ্যাকাউন্টের তথ্য,
- পাসপোর্ট সাইজ ছবি
- বাসস্থান সার্টিফিকেট
আবেদন পদ্ধতি
- প্রথমে আবেদনকারীকে https://employmentbankwb.gov.in/- এই পোর্টালটিতে মাধ্যমে নিজের নাম নথিভুক্ত করুন। এরজন্য রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর New Enrollment Job Seeker অপশনে ক্লিক করতে হবে।
- এরপর ফ্রম আসবে সেটাকে প্রিন্ট আউট বের করে নির্ভুল ভাবে পূরণ করুন।
- ফ্রম ও নথি সমূহ নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে গিয়ে দিয়ে আসুন।
- আপনার আবেদন গৃহীত হলে অফিস থেকেই আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। এরপর থেকে প্রতিমাসে ব্যাংকে ১৫০০ টাকা করে পেতে থাকবেন।
রাজ্য সরকারের এই প্রকল্পে ভাতা বেড়ে দ্বিগুণ হল। সবাই এমনটাই চাইছিল এতদিন।
আপনিও যদি এই Yuvashree Scheme বা যুবশ্রী প্রকল্পের টাকা পেতে চান উপরিউক্ত শর্ত ঠিক থাকলে এই নিয়মে আবেদন করুন। আর এই ধরনের আরও নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজটি ফলো কএউন।
Written by Shampa Debnath