Employee Benefits – DA ছাড়াও আরও 6 টি ভাতা বৃদ্ধি পেলো। বাংলার নতুন বছরে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষনা।
সরকারি কর্মীদের সাথে সরকারের একটা ঠান্ডা লড়াই (Employee Benefits) হয়ে আসছে DA বৃদ্ধি নিয়ে। কেন্দ্রীয় হারে DA বৃদ্ধির দাবিতে প্রায় একবছরের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। আন্দোলন মামলায় রূপ নেয় পর্যন্ত। যদিও সুপ্রিমকোর্টে একাধিকবার শুনানির ডেট পিছিয়ে যাওয়ার জন্য এখনো মামলার নিষ্পত্তি হয়নি। এদিকে কেন্দ্রীয় সরকার একের পর এসব DA বৃদ্ধির খবর দিয়েই চলেছেন।
Govt Employee Benefits 6 Allowance Hike
যেখানে কয়েকদিন আগেই ৪ শতাংশ DA আরও বৃদ্ধি করার ফলে এখন DA এর পরিমাণ হয়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশ। যেখানে রাজ্য সরকারি কর্মীরা ১০ শতাংশ হারে DA পায়। তবে আন্দোলনের গভীরতা বুঝতে পেরে ইংরেজি নববর্ষের সময় মুখ্যমন্ত্রী ৪ শতাংশ DA বৃদ্ধি করেন। এই বর্ধিত DA মে মাস থেকে কার্যকর হবে (Employee Benefits).
যদিও এই কম শতাংশ DA বৃদ্ধি নিয়ে খুশি নন কর্মীরা। তাদের দাবি একটাই কেন্দ্রীয় হারে DA প্রাপ্তি। অন্যদিকে কেন্দ্রীয় সরকার একের পর এক সুখবর দিয়েই চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। আর কিছুদিন পরেই লোকসভা নির্বাচন। আর কেন্দ্রীয় সরকার একের পর এক সুখবর (Employee Benefits) দিতে চলেছে সরকারি কর্মীদের জন্য।
এবার থেকে কর্মীদের ব্যাংক একাউন্ট আরও ফুলে ফেঁপে উঠবে। কারণ রাজ্য সরকার ৬ টি ভাতার টাকা বৃদ্ধি করেছে। ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতার সাথে আরও ৬ টি ভাতার বৃদ্ধি যেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Employee Benefits) খুশি করে দিয়েছে। সরকারি কর্মজীবীরা তাদের কর্মজীবনে DA ছাড়াও অন্যান্য ভাতা পেয়ে থাকেন।
যেমন – ঘরভাড়া, যাতায়াতের ভাড়া, স্বাস্থ্য পরিষেবা ভাতা, সন্তানের পড়াশোনার জন্য ভাতা সহ একাধিক ভাতা রয়েছে। এই ভাতা গুলি প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর বৃদ্ধি পেয়ে থাকে। মার্চ মাসেই ৪ শতাংশ DA বৃদ্ধি করেছে সরকার। বর্তমানে ৫০ শতাংশ হারে DA পেয়ে থাকেন এরই মধ্যে ৬ টি ভাতা বৃদ্ধি ঘোষনা করলেন সরকার (Employee Benefits). বৃদ্ধিপ্রাপ্ত ভাতাগুলো সম্পর্কে নিচে আলোচনা করা হলো
- পার্লামেন্ট সম্পর্কিত ভাতা
- পড়াশুনার জন্য ভাতা
- নাইট ডিউটি ভাতা
- প্রতিবন্ধী শিশু যত্ন ভাতা
- ওভার টাইম ভাতা
- ঝুঁকিপূর্ণ কাজের জন্য ভাতা
পার্লামেন্ট সম্পর্কিত ভাতা
সরকারি নিয়ম অনুযায়ী পার্লামেন্টের কাজের সাথে যুক্ত যে সকল কর্মী রয়েছে তাদের ভাতা ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। এতদিন ১৫০০ টাকা পেতেন এখন থেকে ২,২৫০ টাকা করে পাবেন (Employee Benefits).
পড়াশুনার জন্য ভাতা
কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের দুটি সন্তান পর্যন্ত শিক্ষার খরচ হিসেবে ২২৫০ টাকা পেতেন। এবার মাসিক ভাতা পরিমাণ ৪,৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করলো কেন্দ্র। সন্তান হোস্টেলে পড়াশোনা করলে ৬৭৫০ টাকা পান কর্মীরা (Employee Benefits).
পশ্চিমবঙ্গের শিক্ষকদের পেনশনের নিয়ম বদল। নতুন নিয়মে মাথায় হাত শিক্ষকদের।
নাইট ডিউটি ভাতা
যেসকল সরকারি কর্মীরা রাত্রি দশটা হতে সকাল ছয়টা পর্যন্ত কাজ করে থাকেন, তাদেরও মাসিক ভাতা বা NDA বৃদ্ধি করা হয়েছে। সর্বোচ্চ ৪৩৬০০ পর্যন্ত এই ভাতা দেওয়া হবে (Employee Benefits).
প্রতিবন্ধী শিশু যত্ন ভাতা
কোনো কেন্দ্রীয় সরকারি কর্মীর প্রতিবন্ধী শিশু জন্ম গ্রহণ করলে তার ২ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ৩০০০ টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার (Employee Benefits).
ওভার টাইম ভাতা
যেসকল সরকারি কর্মচারী নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত কাজ করে থাকেন। তাদেরও ভাতা বাড়ানোর হবে (Employee Benefits).
ঝুঁকিপূর্ণ কাজের জন্য ভাতা
যেসকল সরকারি কর্মী বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত, তাদের এক্সট্রা বোনাস হিসেবে দিয়ে থাকে কেন্দ্র সরকার যা মূল মাইনের সাথে যোগ হয় (Employee Benefits).
এইসকল ভাতা বৃদ্ধি পাওয়ায় খুবই খুশি সরকারি কর্মীরা। কয়েকমাসের ব্যবধানে DA ও অন্যান্য ভাতা বৃদ্ধি পাওয়ায় নতুন বাঙালি বছর থেকে তাদের ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে এমনটাই আশা করা যায়। অন্যদিকে রাজ্য সরকার এখনো কোনো প্রতিক্রিয়া দেখাননি রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধি নিয়ে। অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই রাজ্য সরকারি কর্মীদের। তবে সামনেই রয়েছে শুনানির ডেট। দেখা যাক কি ফল হয় সেই শুনানিতে।
Written by Shampa Debnath.