Pay Commission – কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিরাট সুখবর। এককালীন প্রায় 35 লাখ টাকা পেতে পারেন।

কেন্দ্রীয় সরকার একের পর এক সুখবর দিয়ে চলেছেন। এবারও আরেকবার সুখবর (Pay Commission) নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। কিছুদিন আগেই কর্মীদের ৪ শতাংশ Dearness Allowance (DA) বা মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে সেইসাথে বিভিন্ন ভাতা। এবার আরো বড় সুবিধা পেতে চলেছে কর্মীরা। কেন্দ্রীয় সরকারি কর্মীরা এককালীন ৩৫ লাখ টাকা দিচ্ছে। হঠাৎ কেন এত লক্ষ টাকা দেওয়া হচ্ছে জেনে নিন বিস্তারিত।

Advertisement

Central Govt Employees Pay Commission Hike

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষনা করা হয়েছে আপনার যদি গুরুতর অসুস্থ হয়ে ফুসফুস ও হৃদযন্ত্র সমস্যা করে এবং প্রতিস্থাপনের যদি দরকার হয় তবে তার সম্পূর্ণ খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। এর জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩৫ লক্ষ টাকা দেওয়া হবে। এমন এক ঘোষণার জন্য ৯ জন সদস্যের কমিটি গঠন করা হয়েছে (Pay Commission).

Advertisement

কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য যে হেলথ কমিশন আছে তাদের অধীনেই এই প্রকল্পটি গৃহীত হয়েছে। তবে কার্যকর করার কথা এখনো বলা হয়নি। (Pay Commission) কমিটির রিপোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে জমা পড়ার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ও অবসর প্রাপ্ত কর্মীদের (Pay Commission) চিকিৎসা হয় সিজিএইচএসের (CGHS) অধীনে। অনেকদিন ধরেই কর্মীরা সরকারের কাছে একটি বিষয়ে দাবি জানিয়ে আসছিলেন। সেটা হলো ফুসফুস প্রতিস্থাপনের জন্য কেন্দ্রীয় সরকার বরাদ্দ বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করুক আর হৃদযন্ত্র প্রতিস্থাপনের জন্য বরাদ্দ করা হোক ১৫ লক্ষ টাকা।

এতদিন এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও অবশেষে এই বিষয়ে মতামত প্রকাশ করা হলো। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবিও জানায় যে কর্মী বা অবসরপ্রাপ্তের ক্ষেত্রে দুটোই একসঙ্গে প্রতিস্থাপন করার দরকার হয় সেক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার জন্য সরকারকে (Pay Commission).

এতদিন পরে কেন্দ্রীয় সরকার সেই ব্যাপারে মন্তব্য করেন। অবশেষে সিজিএইচএসের ডিরেক্টরের (CGHS Director) নেতৃত্বে ৯ জন সদস্যের কমিটি গঠন করে এই বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়। অর্থ মন্ত্রক এই ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করে সেটার ওপর নির্ভর করছে সবটুকুই (Pay Commission).

নববর্ষের আগেই মিলবে ডবল গিফট! অবশেষে সরকারি কর্মীদের দাবী মেনে বিজ্ঞপি জারি নবান্নের।

যদিও বর্তমানে ফুসফুস প্রতিস্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারী কর্মী ও অবসরপ্রাপ্তরা সরকারের থেকে ১১.৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তা পান। আর হৃদযন্ত্র প্রতিস্থাপনের ক্ষেত্রে এই আর্থিক সহায়তার পরিমাণ ৭.৯০ লক্ষ টাকা। দুটি একত্রে করতে হলে পাওয়া যায় সর্বোচ্চ ১৮ লক্ষ টাকা (Pay Commission).

Retirement Benefits - অবসরের সুবিধা

কিন্ত বর্তমানে চিকিত্সার খরচ বেড়ে চলেছে। তাই এই টাকায় ফুসফুস এবং হৃদযন্ত্র প্রতিস্থাপনের মত জটিল অস্ত্রোপচার সম্ভব হয় না। এছাড়া এগুলো বেশিরভাগ বেসরকারি হাসপাতালে করা হয় তাই খরচ বেশি হয়। তাছাড়া এই প্রতিস্থাপনের বেশিরভাগ কাজই বেসরকারি হাসপাতালে হয়ে থাকায় খরচ আরও বেশি পড়ে।

রাজ্য সরকারি কর্মীদের মাথায় হাত! DA আবহে নতুন নির্দেশিকা জারি হল।

তাই কেন্দ্রীয় সরকারি কর্মীরা দাবি জানিয়েছিল টাকা বৃদ্ধি করার। সেই অনুযায়ী এই দাবির এক ধাপ উত্তীর্ণ হয়েছে। এখন শুধু এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পালা। আশা করা যায় বেশ কিছুদিনের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এটা খুবই খুশি খবর নিঃসন্দেহে (Pay Commission).
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button