AMAZON INDIA দিচ্ছে AMAZON SCHOLARSHIP 2022 তে ১,৬০,০০০ টাকা পাওয়ার সুবর্ণ সুযোগ। তাড়াতাড়ি আবেদন করুন। দেশের ও দশের ভবিষ্যৎ ছাত্র-ছাত্রীরা। এই কথা আমরা চির প্রাচীন কাল থেকে শুনে আসছি। আর এই কথা কে সত্যি প্রমান করার জন্য এগিয়ে এল AMAZON INDIA তাদের স্কলারশিপ নিয়ে। বাচ্চারা দেশের ভবিষ্যৎ সেই জন্য আমাদের সকলের উচিত তাদের পড়াশুনা শিখিয়ে নিজেদের পায়ে দার করানো।
AMAZON SCHOLARSHIP 2022 আবেদন করবেন কীভাবে দেখেনিন।
কিন্তু আর্থিক অনটনের জন্য আমরা এই কাজটি করে উঠতে পারিনা। এক পরিসংখ্যান অনুসারে আমাদের দেশে ৪১ কোটিরও বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। এই জন্যই তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না নিজেদের বাচ্চাদের বেশি দূর পর্যন্ত পড়াশুনা করানো। এমন অবস্থায় সকলের জন্য সুখের খবর নিয়ে এল AMAZON INDIA.
ভারতবর্ষে প্রত্যেক বছর সরকারি সমেত অনেক বেসরকারি সংস্থা গুলি গরিব শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ এনে দেয়। এরই মধ্যে এই সুযোগ নিয়ে হাজির AMAZON INDIA. AMAZON SCHOLARSHIP 2022 তে দেশের মেয়েদের জন্য কারিগরি শিক্ষা প্রাপ্ত করার জন্য সুযোগ এনে দেবে। কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবেন জেনে নিন।
AMAZON SCHOLARSHIP 2022 এর মাধ্যমে দেশের মেয়েরা আর্থিক সাহায্যের পাশাপাশি এই সংস্থায় INTERNSHIP এর সুযোগ পেতে পারেন। এই বৃত্তি সাধারণত প্রযুক্তির ক্ষেত্রে সকল কে এগিয়ে নিয়ে যাওয়া লক্ষ। আমাদের দেশের যেই সকল মেয়েরা প্রযুক্তি গত দিকে এগোতে চাইছে তাদের জন্য এটী এক সুবর্ণ সুযোগ হতে চলেছে।
এই বৃত্তির অফিসিয়াল নাম “AMAZON FUTURE ENGINEER SCHOLARSHIP”। AMAZON ও FOUNDATION FOR EXCELLENCE এর যৌথ উদ্যোগে এই পরিকল্পনা বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। এই প্রকল্পের মুল উদ্দেশ্য হল দেশের সকল প্রান্তের মেধাবি শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়া।
AMAZON SCHOLARSHIP 2022 এর আবেদন কিভাবে করবেনঃ-
• অনলাইনে BUDDY4STUDY র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে APPLY BUTTON এ ক্লিক করতে হবে।
• আবেদনের জন্য ফর্ম ডাউনলোড করতে হবে।
• এর পরে আপনাকে “AMAZON FUTURE ENGINEER SCHOLARSHIP” পেজে নিয়ে যাওয়া হবে।
পশ্চিমবঙ্গ সরকারের নতুন স্কলারশিপ, আবেদন করলেই পাবেন নগদ টাকা।
• আবার যেই ফর্মটি সামনে আসবে সেখানে আপনাকে নিজের যাবতীয় জিনিস জানাতে হবে।• প্রয়োজনীয় নথিপত্র আপনাকে আপলোড করতে হবে।
• নির্ভুল ভাবে এই আবেদন করতে হবে। কোন ভুল থাকলে এই ফর্ম বাতিল করা হবে।
• আপনাকে এই ফর্ম জমা করে দিতে হবে।
AMAZON SCHOLARSHIP 2022 র জন্য কি নথিপত্র লাগবে জেনে নিনঃ-
১. দশম ও দ্বাদশ শ্রেণির মার্কসিট এর জেরক্স লাগবে।
২. জন্মের সার্টিফিকেট লাগবে।
৩. যেই কলেজ বা প্রতিষ্ঠানে পড়াশুনা করছেন সেইখানকার রশিদ লাগবে।
৪. আবেদনকারীর পরিবারের আয়ের প্রমানপত্র। যেটা স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা থেকে প্রদত্ত হতে হবে।
৫. আধার কার্ড।
৬. আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স।
AMAZON SCHOLARSHIP 2022 এর জন্য যোগ্যতাঃ-
প্রথমঃ- এই আবেদনের জন্য শিক্ষার্থীকে BE/B.TECH এর কোর্সে পাঠরত হতে হবে।
দ্বিতীয়ঃ- আবেদনকারীকে প্রথমবর্ষের শিক্ষার্থী হতে হবে।
তৃতীয়ঃ- শুধুমাত্র মেয়েরাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
চতুর্থঃ- পরিবারের বার্ষিক আয় ৩,০০,০০০ টাকা হতে হবে।
পঞ্চমঃ- পরিবারের প্রথম মেয়েরা এই বৃত্তির আবেদনের জন্য আবেদন করতে পারবেন।
এই স্কলারশিপে কত টাকা পাবেনঃ-
AMAZON SCHOLARSHIP 2022 এর দ্বারা মেয়েদের ১,৬০,০০০ টাকা করে দেওয়া হবে। এই আর্থিক সাহায্য টানা ৪ বছর দেওয়া হবে। তাহলে প্রতিবছর ৪০,০০০ টাকা করে দেওয়া হবে। এর ফলে উপকৃত হতে চলেছে সকল মেয়েরা। সারা দেশে এই বৃত্তি ৫০০ জনকে এই সাহায্য দেওয়া হবে।
AMAZON ও FOUNDATION FOR EXCELLENCE এর যৌথ উদ্যোগে ৩১ শে মার্চ ২০২৩ সালের মধ্যে প্রথম বারের বৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছে এই সংস্থা গুলি। এই সুযোগ পাওয়ার জন্য দ্রুত আবেদন করুন।