প্রায় অনেক দিন ধরেই রাজ্যে মহার্ঘ ভাতা নিয়ে আন্দলোন চলছে। এই আন্দলোনে নতুন করে কোন DA Case Update হলো কিনা চলুন জেনে নেওয়া যাক। প্রায় এক বছরের বেশি সময় ধরে রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে DA বৃদ্ধির লক্ষ্যে এবং তার সাথে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ, আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিক্ষোভ শুধু আন্দোলনেই সীমাবদ্ধ থাকেনি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা মামলা পর্যন্ত করে। কারণ তাদের এই ন্যায্য দাবি থেকে তারা কিছুতেই পিছু হটবে না।
DA Case Update in Supreme Court for Govt Employees
প্রসঙ্গত, প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা করলে হাইকোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই রায় দেন। কিন্ত রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে ফের মামলা দায়ের করে। এবং SLP দায়ের করে মামলাটিকে বারংবার পিছিয়ে নিয়ে যান। তারফলে বারংবার শুনানির ডেট পড়লেও সেটা পিছিয়ে যাওয়ায় একপ্রকার আশাহত ছিলেন সরকারি কর্মচারীরা (DA Case Update).
গতবছর নভেম্বরের পর এবছর ফেব্রুয়ারিতে DA Case Update এর শুনানির ডেট পড়ার কথা ছিল। সেই মতন ডেট অনুযায়ী শুনানি হয়। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের কথা এবারও যদি শুনানির দিন বদলায় তারা বড়সড় অনশন আন্দোলনের ডাক দেবেন। দেখে নেওয়া যাক এই DA Case Update এর শুনানির দিন ঠিক কি হয়েছিলো।
আন্দোলনের মধ্যেই লোকসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের খুশি করার জন্য মুখ্যমন্ত্রী 4 শতাংশ DA বৃদ্ধি করেন। তবে এই কম পরিমাণ DA বৃদ্ধি নিয়ে সন্তুষ্ট ছিলেন না কর্মীরা। তাই তাদের আন্দোলন আগের পর্যায়েই চলছিল। ফেব্রুয়ারিতে প্রথম সোমবারে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা DA Case Update সংক্রান্ত মামলার শুনানি ছিলো।
বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়েছিল। যদিও 2023 সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে এই মামলার বিস্তারিত শুনানি হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে মামলার শুনানি পিছিয়ে অবশেষে 5th ফেব্রুয়ারী, 2024 তারিখ সোমবার শুনানির দিন ধার্য করা হয়। তাই এই দিনটির ওপর সম্পূর্ণ আশা ভরসা রেখেছিল রাজ্য সরকারি কর্মী সংগঠন।
এই প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, অনেকবার শুনানির ডেট পিছিয়ে গেলেও এবার তারা আশ্বস্ত বিচারপতি মনোযোগ দিয়ে সম্পূর্ণ অভিযোগ শুনে তাদের দিকেই রায় দেবেন। 5th ফেব্রুয়ারি শুনানির দিন তালিকায় 60 নম্বরে ছিল মামলাটি। কিন্তু সেইদিন 40 নম্বর মামলার পর সময় না থাকায় আর কোনো মামলা বিচার হয়নি।
জানা যাচ্ছে 40 নম্বর DA Case Update এর মামলা চলাকালীন ঘড়ির কাঁটায় সময় দাঁড়ায় বিকেল 4 টে তাই আর কোনো মামলার শুনানি সেইদিন হাতে নেননি বিচারপতি। তাই আবারও একপ্রকার হতাশ হয়েই কোর্ট থেকে বেড়িয়ে যেতে হয় সরকারি কর্মী সংগঠনকে। তাই এই নিয়ে জল্পনা উঠছে খুব তাড়াতাড়ি কি আবার কোনো ডেট পড়বে? নাকি আবার কয়েক মাসের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে? কি বলছে শীর্ষ আদালত পরবর্তী তারিখ নিয়ে?
আইনজীবীদের মন্তব্য অনুযায়ী জানা গেছে, নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্টে কোনো মামলার শুনানি যদি সময়ের অভাবে না হয় তাহলে আগামী 4 সপ্তাহের মধ্যে পরিবর্তী তারিখ দেওয়া হয়। তাই ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বা মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই পরিবর্তী DA Case Update বা DA শুনানির ডেট পড়বে বলে আইনজীবীরা জানাচ্ছেন। এই প্রসঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের কি মতামত ছিল চলুন তা জেনে নেওয়া যাক।
সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন ‘সময়ের অভাবে আজ মামলা ওঠেনি। লাখ লাখ সরকারি কর্মচারী এই মামলার দিকে তাকিয়ে ছিলেন। রাজ্য সরকার হাইকোর্ট ও স্যাটের নির্দেশ না মেনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।’ তিনি আরও জানান যে, রাজ্য সরকার SLP দায়ের করেছে। অনেকবার মামলার ডেট থাকলেও বারংবার পিছিয়ে যাচ্ছে। আজকে সময়ের অভাবে শুনানি হলনা, রাজ্য সরকার চাইছে আমাদের প্রাপ্য থেকে বঞ্চিত করতে।
তাই SLP দিয়ে তারা মামলার তারিখ পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তবে আমরা আশাবাদী, রাজ্য সরকারের SLP খারিজ করবে সুপ্রিম কোর্ট। সরকারকে প্রাপ্য বকেয়া মেটাতেই হবে।’ কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে শ্যামল মিত্র বলেন যে, ‘আমরা তো বুঝতে পারছি না কী হচ্ছে। রাজ্যের লাখ লাখ মানুষের ভবিষ্যৎ এই ঝুলছে। অথচ মামলাটা উঠলই না। আমরা তো বলারই সুযোগ পাচ্ছি না সুপ্রিম কোর্টকে। এটা হতাশার।’
অবশেষে সরকারী কর্মীদের 18 মাসের বকেয়া ডিএ দিতে রাজি। মামলা ও অনশনের মাঝেই কিছুটা দাবিপূরণ।
বোঝাই যাচ্ছে, রাজ্য সরকারি কর্মী সংগঠনের সদস্যের মধ্যে নিরাশার ছাপ স্পষ্ট। অনেক আশা নিয়ে আজকের দিনে তারা সুপ্রিমকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি সব শুনে তাদের দিকেই রায় দেবেন কিন্ত সময়ের অভাবে যখন মামলাটি কোর্টে উঠলো না তখন হতাশাগ্রস্ত হওয়াটা স্বাভাবিক। কারণ লাখ লাখ সরকারি কর্মী এই শুনানির দিকে তাকিয়ে ছিলেন। এখন আবার কবে শুনানির ডেট পরে সেইদিকে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তবে তারা চান খুব দ্রুত ডেট পরে এই মামলার শুনানির নিষ্পত্তি হোক।
Written by Shampa Debnath.