Dearness Allowance – পশ্চিমবঙ্গের বকেয়া DA নিয়ে সুপ্রিম কোর্টের বড় আপডেট! 4% এর পরও আরো সুখবর এলো?

রাজ্য সরকারি কর্মচারীদের Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে আন্দোলন মামলার রূপ নিয়েছে একবছরের বেশি সময় হলো। অনেক আন্দোলন মিছিলের মধ্যে দিয়ে হেঁটে এই মামলার সূত্রপাত। রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রের সমান DA প্রাপ্তির জন্য এই আন্দোলন আজও অব্যাহত রেখেছে। যদিও সরকারের প্রতিক্রিয়া ঠিক আগের পর্যায়ে আছে। তার পক্ষে কেন্দ্রের সমান DA দেওয়া সম্ভব নয়, রাজকোষ পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই।

Dearness Allowance Case Latest Update in Supreme Court

তবুও বাজেট পেশ করার সময় মাত্র ৪ শতাংশ DA বৃদ্ধি করে সরকারি কর্মীদের ডি এ পরিমাণ করেছে ১৪ শতাংশ যেটা মে মাস থেকে কার্যকর হবে। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪৬ শতাংশ করে DA পেয়ে থাকেন। যদিও আরও ৪ শতাংশ বাড়ানো হয়েছে যেটা কার্যকরী হয়েছে ১লা জানুয়ারি থেকে ফলে তারা ৫০ শতাংশ করে DA পাচ্ছেন।

এতে কেন্দ্র আর রাজ্যের Dearness Allowance বা মহার্ঘ ভাতা পার্থক্য থাকবে ৩৬ শতাংশ। এই DA নিয়ে মামলার শুনানি যতবারই থাকে সেটা আর নিষ্পত্তি হয়না। কোন না কোন কারণে মামলাটি বিচারকের কাছে যেতেই পারেনা। তাই তারিখের পর তারিখ পড়েই চলেছে। এর আগের শুনানিতে সময়ের অভাবে মামলাটি ওঠেনি।

ফলে একপ্রকার হতাশ হয়েই পড়েছিলেন কর্মীরা। ফের আবারও শুনানির তারিখ ছিল। সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে আজও Dearness Allowance বা মহার্ঘ ভাতা মামলাটি নির্দিষ্ট সময়ের মধ্যে উঠল না।

৩৯ নম্বর পর্যন্ত নথিভুক্ত মামলা শুনেছেন বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্র। একটি পাসওভার মামলা হয়। তারপর তাঁরা নিজেদের আসন থেকে উঠে পড়েন।’ এদিকে সামনে লোকসভা নির্বাচন। আর তার আগেই রাজ্য সরকারি কর্মীদের DA আন্দোলন আরও জোরালো আকার ধারণ করবে বলে শোনা যাচ্ছে।

কারণ এই ৪ শতাংশ DA নিয়ে খুশি নন তারা। তাদের দাবি কেন্দ্রের সমান Dearness Allowance বা মহার্ঘ ভাতা প্রাপ্তি। এদিকে সরকারের মতে দেড় বছরেরও কম সময়ের মধ্যে তিন দফায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছে। যেটা খুবই কম দেখা যায়। প্রথমত ২০২৩ সালের মার্চ থেকে ৩ শতাংশ DA বৃদ্ধি করা হয়েছিল।

এরপর ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে আরও ৪ শতাংশ Dearness Allowance বা মহার্ঘ ভাতা বাড়ানো হয়। আবার মে থেকে আরও ৪ শতাংশ DA বৃদ্ধি পাবে। বাড়বে। মে মাসে আরও ৪ শতাংশ DA কার্যকর হওয়ার পর হিসাব অনুযায়ী ১৪ মাসের মধ্যে ৩ বার DA বৃদ্ধি করা হয়ছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের ১১ শতাংশ DA বেড়েছে।

আর ইচ্ছেমতো ছুটি পাবেন না, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। ছুটি নিতে হলে অনলাইনে আবেদন জানাতে হবে।

যদিও কম মাত্রায় বাড়ানো হয়েছে কিন্ত বারে বারে বাড়ানো হচ্ছে তাই সরকারি কর্মীদের খুশি হওয়ার কথা। যদিও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ১৪ মাসে ১১ শতাংশ ডিএ বাড়িয়ে কোনও লাভ হবে না। তাদের প্রথম থেকেই দাবি কেন্দ্রের হারে Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধি। আর তা পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে।

Employee Benefits - কর্মচারীদের সুবিধা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে Dearness Allowance বা মহার্ঘ ভাতা দেওয়া বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক বিষয়ের মধ্যে পরে। তাই সরকারের দায় নেই DA বৃদ্ধি করার। তাও তিনি বারে বারে কর্মীদের কথা ভেবে DA বৃদ্ধি করেছেন তাতে খুশি থাকার কথা রাজ্য সরকারি কর্মীদের। তবে এসব কথায় ভুলতে রাজি নন সরকারি কর্মীরা। তারা কষ্ট করে চাকরি করেন।

LIC এর লক্ষাধিক কর্মীর বেতন বৃদ্ধির ঘোষণা। কাদের বাড়লো? সর্বোচ্চ কত টাকা বাড়ানো হল?

এই মূল্য বৃদ্ধির বাজারে DA বৃদ্ধি ও একটা বড়ো অংশ। আর সেটা না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন বজায় থাকবে। তাদের দাবি রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করতে হবে সেইসাথে কেন্দ্রের হারে অর্থাৎ ৫০ শতাংশ DA দিতে হবে। লোকসভা নির্বাচনের আগে তাদের আন্দোলন আরও জোরালো হতে চলেছে তার ইঙ্গিত ইতিমধ্যেই তারা দিয়ে দিয়েছে।
Written by Shampa Debnath.

Leave a Comment