ইলেকট্রিক বিলের খরচ কমাতে, 20 টাকা দিয়ে আজই কিনুন এই যন্ত্রটি।
নিজের বাড়িতে ইলেকট্রিক বিলের খরচ কমানোর জন্য লাগান এই যন্ত্রটি। দিয়ে হবে অর্ধেকের থেকেও কম টাকা। ব্রিটিশ আমলে প্রথম আমাদের দেশে ১৮৭৯ সালের মধ্যবর্তীতে তৎকালীন ক্যালকাটাতে এই বিদ্যুতের সরবরাহের পরীক্ষা করা হয়। এই পরীক্ষা সফল হলে প্রায় এক দশক পরে ১৯০৫ সালে মুম্বাই শহরে প্রথম ইলেকট্রিক পাওয়ার স্টেশন স্থাপনা করা হয়। এক পরিসংখ্যান অনুসারে ভারত বিশ্বের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে তৃতীয় স্থানে অবস্থান করছে।
ইলেকট্রিক বিল এইবার জাদুর মতন কমবে এই পদ্ধতি মানলে।
এখন কার দিনে আমরা ইলেকট্রিক ছাড়া এক সেকেন্ডও থাকতে পারি না। আমাদের জীবনের সঙ্গে এই ব্যবস্থা অতপ্রত ভাবে জরিয়ে রয়েছে। ১৯৪৭ সালে দেশ স্বাধীনের পর ৭০ বছরেও দেশের সমস্ত জায়গায় বিদ্যুৎ সংযোগ পৌছনো সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু ২৫ শে সেপ্টেম্বর ২০১৭ সালে প্রধানমন্ত্রী “সৌভাগ্য যোজনা” নামক এক প্রকল্প চালু করেন যার মুল উদ্দেশ্য ছিল দেশের সকল বাড়িকে আলোকিত করে তোলা।
তাই এই সকল কিছুর মধ্যে দিয়ে আমরা বুঝতেই পারছি যে বিদ্যুতের গুরুত্ব কত খানি। আজকে আমরা এই আলোচনায় আমরা এমন এক যন্ত্রের সন্ধান নিয়ে হাজির হয়েছি যার ব্যবহারের ফলে আপনার বাড়ীর বিল খুব কম দিতে হবে। আমাদের বাড়ির সব কাজেই বিদ্যুতের দরকার পরে। জিরো পাওয়ারের ডুম লাইট থেকে শুরু করে টিভি, ফ্রিজ, মাইক্রো ওভেন, হিটার, মোবাইল বা কম্পিউটার এর জন্য।
এছাড়াও ট্রেন, মেট্রো, স্কুল, কলেজ, অফিস এক কথায় বিদ্যুৎ ছাড়া পৃথিবী অচল। আজকের ইলেকট্রিক বিলের কারেন্টে নাজেহাল মধ্যবিত্তরা। এই থেকে বাঁচার জন্য আজকের এই আলোচনা। Wellberg Power Saver নামে এক ইলেকট্রিক সেভার যন্ত্র নিয়ে। এই যন্ত্রটি আপনারা অনলাইন সামান্য ৫০০ টাকা দিয়ে দিয়ে Amazon থেকে কিনে নিতে পারবেন। ১০ দিনের মধ্যে পছন্দ না হলে ফেরত দিয়ে টাকা পেয়ে যেতে পারেন। এর মাধ্যমে আপনারা বিল কম করতে পারেন। Wellberg Power Saver এই যন্ত্রের ব্যবহার খুবই সহজ।
কোম্পানির তথ্য অনুসারে নিজের বাড়ীর ইলেকট্রিক মিটারের পাশে এই ডিভাইসটি লাগাতে হবে। বাড়ীর যে কোন প্লাগে এই যন্ত্রটি প্লাগ করা যাবে। কোম্পানির দাবি অনুসারে প্রতিমাসের বিদ্যুৎ বিলের খরচ ৪০% কম করবে এই যন্ত্রটি।
Wellberg Power Saver কি করে আপনি ব্যবহার করবেনঃ-
এর ব্যবহার স্বয়ংক্রিয় আপনাকে কোন ধরনের কিছু করতে হবে না। শুধু যে এই যন্ত্র বিল কম করে তাই নয় এরই সঙ্গে ইলেকট্রিক ভোল্টেজকেও নিয়ন্ত্রণে রাখবে এই যন্ত্রটি। এর ফলে বাড়ীর বাকি সকল ডিভাইস গুলি সুরক্ষিত থাকতে চলেছে। এই Wellberg Power Saver আপনি আপনার বাড়ী, দোকান, অফিস সকল স্থানে ব্যবহার করতে পারবেন।
এই নতুন ধরনের খবর নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরনের খবরের জন্য।