Durga Puja Dates 2024 – আগামী বছর কবে থেকে দুর্গাপুজো, কালী পুজো ও ভাইফোঁটা? কবে থেকে ছুটি? বিদায়বেলায় জেনে নিন।

পূজো! পুজো! পুজো! দুর্গাপূজা (Durga Puja Dates 2024) নিয়ে উন্মাদনার শেষ নেই বাঙালির। পেরিয়ে গেছে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। আজ বিজয়া দশমী। দেখতে দেখতে শেষের মুখে চলে এলো পুজো। তবে প্রতিটি শেষেরই একটি করে নতুন শুরু থাকে। তাই চলতি বছরের দুর্গোৎসব শেষ হবার সঙ্গে সঙ্গে মানুষ জানার জন্য আগ্ৰহী হয়ে থাকেন আগামী বছরের পুজোর নির্ঘন্ট। এ বছরও দুর্গোৎসব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রকাশিত হয়েছে পরের বছরের (Durga Puja Dates 2024) পুর্ণাঙ্গ সময়সূচি। দেখে নিন একনজরে।

Advertisement

Durga Puja Dates 2024 Calendar Bengali

দুর্গোৎসব শুরু হবার আগে বিভিন্ন প্রান্তে কত তোড়জোর! মন্ডপ তৈরি করা, পূজোর থিম তৈরি করা, মানুষের জামা কাপড় ও অন্যান্য জিনিসপত্র কেনাকাটি ও আরো অনেক। সব মিলিয়ে সব দিকেই প্রস্তুতি চলতে থাকে জোর কদমে। আসলে দূর্গা পূজা তো কেবল একটি উৎসব নয়, এটি হলো বাঙালির কাছে এক আবেগ। বছরের বিভিন্ন উৎসবগুলির মধ্যে শ্রেষ্ঠ উৎসব হল এই দুর্গাপুজো আমাদের রাজ্যে।

Advertisement

আমরা সারা বছর যত কাজেই ব্যস্ত থাকি না কেন, বছরের এই দিনগুলির জন্য মুখিয়ে অপেক্ষা করে থাকি। জাত-পাত, ধর্ম, বর্ণ, সকল ভেদাভেদ বলে মেতে উঠি উৎসবের আনন্দে। ধনী থেকে শুরু করে দরিদ্র সকলেই নিজের নিজের মতো করে উপভোগ করে এই আনন্দ। সব মিলিয়ে দারুন হুল্লোড়ে হইচই তে কাটে পুজোর দিনগুলিতে। কিন্তু যার শুরু আছে তার তো শেষও থাকবে, তাই না? দুর্গাপূজার তারিখ জানতে পারা মাত্রই মনে শুরু হয়ে যায় আনন্দ।

আস্তে আস্তে এসে পড়ে দুর্গোৎসব (Durga Puja Dates 2024 Calendar Bengali). তারপর পঞ্চমী থেকে দশমীর দিনগুলি দেখতে দেখতে পেরিয়ে যায়। কিন্তু তখন থেকেই আবার শুরু হয়ে যায় পরের বছরের জন্য দিন গোনা। এবছর দুর্গোৎসব শেষ হতে না হতেই জানা গেছে পরের বছরের পূর্ণাঙ্গ দিনক্ষন (Durga Puja Dates 2024). নীচে এবিষয়ে জানানো হল, দেখে নিন।

Free Ration(ফ্রী রেশন)

Durga Puja Dates 2024 – দুর্গা পুজো ২০২৪

১. আগামী বছর মহালয়া পড়েছে ২ অক্টোবর। অর্থাৎ গান্ধীজয়ন্তীর দিনে।
২. পঞ্চমী ৮ অক্টোবর পড়ছে মঙ্গলবার।
৩. বোধন অর্থাৎ ষষ্ঠী ৯ অক্টোবর বুধবার।
৪. ১০ অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী
৫. আর ১১ অক্টোবর শুক্রবারে অষ্টমী।
৬. নবমী ও দশমী পড়েছে শনি ও রবিবারে যথাক্রমে ১২ ও ১৩ অক্টোবর।

আরও পড়ুন, বিজয়া দশমীতে পশ্চিমবঙ্গে DA নিয়ে হটাত সিদ্ধান্ত।

Laxmi puja 2024 Date

তবে দুর্গাপুজো হয়ে গেলেই তো আর পুজো মিটে যায় না। সামনেই অপেক্ষা করে থাকে লক্ষ্মীপুজো। তাই একটানা ততদিন পর্যন্ত ছুটি থাকে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি অফিসগুলি। আগামী বছর লক্ষ্মীপুজো বৃহস্পতিবার (Laxmi Puja 2024), ১৭ ই অক্টোবর। তবে এর সঙ্গেই পুজোর ছুটি মিটছে না। সুতরাং ৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ছুটি থাকতে পারে দুর্গা পুজোতে।

আরও পড়ুন, বিজয়া দশমীতে লটারি জেতার গোপন টেকনিক, একবার শিখতে পারলে বারবার জিতবেন।

কালী পুজো ২০২৪ – Kali Puja 2024 Dates

৩১শে অক্টোবর পড়ছে কালী পুজো। ৩১ ও ১ নভেম্বর ছুটি। আবার ৩ অক্টোবর ভাইফোঁটা। সুতরাং ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ছুটি থাকতে পারে। যদিও আগামী বছরের ছুটির তালিকা প্রকাশিত হয়নি। তাই এই ছুটির লিস্ট অফিশিয়াল নয়, এবং দিন পরিবর্তিত হতে পারে।
নিয়মিত আপডেট পেতে বাংলার চোখ ফলো করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button