Google Earning App – Google এর মাধ্যমে লক্ষাধিক টাকা রোজগার করুন। এই কায়দা জানলেই হবে।

বিনা পরিশ্রমে রোজগারের জন্য Google Earning App এর মাধ্যমে আপনারা কম পরিশ্রমে কাজের সুযোগ পাবেন। ডিজিটাল যুগে গুগুলের (Google) ওপর নির্ভর করে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পেলে, কোনো বিষয়ে জানতে হলে, কিংবা কোনো ওষুধের নাম থেকে শুরু করে যাবতীয় উত্তরের সম্ভার নিয়ে থাকে গুগল। গুগল যেন ছোটবেলার ছাত্রবন্ধু।

Advertisement

Google Earning App Details.

কিন্তু শুধু কি উত্তর খোঁজা বা যাবতীয় জিনিসের বা কোনো বিষয়ে সার্চ করার জন্য গুগল নয়, আপনি গুগল থেকে আয় (Google Earning App) করার মতন ব্যাবস্থাও রয়েছে। কিন্ত অনেকেই বুঝে উঠতে পারেন না কিভাবে আয় করবেন। আপনি যতই কাজ করে থাকুন তার বাইরে এই গুগল থেকেই আরও বেশি আয় করে নিতে পারবেন। এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যত বেশি আয়ের উৎস খুঁজে পাবেন ততই ভালো। জেনে নেওয়া যাক কিভাবে আয় করবেন গুগল থেকে।

Advertisement

Google Adsense
এটি হলো একটি বিজ্ঞাপনমূলক অ্যাপ। এখন ফেসবুক খুললেই দেখা যায় সবাই ব্লগ করছেন। আর নেটিজেনরা বাড়িতে বসে এটা উপভোগ ও করেন। বিভিন্ন বিষয়ে ব্লগ করেন সবাই। কেউ খাবারের, কেউ ট্রাভেলিং, কেউ রোজকার জীবনের এছাড়া আরও অন্যান্য। আর ব্লগ (Google Earning App) দেখতে দেখতে দেখা যায় মাঝে বিভিন্ন অ্যাড চলে আসে। এই অ্যাড গুলো দেয় যারা তারাও একটা আয় করে গুগল থেকে।

যারা ব্লগ করে তারাও উপার্জন করে ব্লগের মাধ্যমে। তাই এটির মাধ্যমে আপনি আপনার যে কোনো বিষয়ে ওয়েবসাইট বা ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে টাকা উপার্জন করতে পারেন। একজন ইউজার আপনার বিজ্ঞাপন ওপেন করলে এবং আপনি তার বিনিময়ে অর্থ উপার্জন (Google Earning App) করতে পারবেন। তাহলে আর কি ঘরে বসেই পেয়ে যান অর্থ ইনকাম করার সুবর্ণ সুযোগ। তাহলে আর দেরি কেন ?

Google Play Store
গুগল প্লে স্টোর গুলো একটি ডিজিটাল স্টোর যেখানে আপনি এই অ্যাপে গেম, মিউজিক, সিনেমা এবং অন্যান্য ডিজিটাল সামগ্রী বিক্রয় করে অর্থ উপার্জন করতে পারবেন। এখন সবাই অবসর সময়ে টিভি দেখার চেয়ে ফোনেই গান, সিনেমা দেখে ও গেম খেলে। তাই আপনি যদি এই প্লে স্টোর অ্যাপে এই যাবতীয় ডিজিটাল সামগ্রী (Google Earning App) বিক্রয় করে অনেক সহজেই আয় করতে পারবেন।

Google Cloud Platform
এটি একটি কম্পিউটার ও নেটওয়ার্কিং পরিষেবা। যার মাধ্যমে আপনার ওয়েবসাইট অ্যাপ এবং অন্যান্য এপ্লিকেশন চালাতে পারেন। Google ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি আপনার গ্রাহকদের কাছ থেকে এর পরিষেবা চার্জ নিতে পারেন। আর এই সহজ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারা Google Earning App এর মাধ্যমে রোজগার করতে পারবেন।

LPG Gas Booking (রান্নার গ্যাস বুকিং)

Google Survey
গুগেল সারভে হল একটি মার্কেট রিসার্চ টুল যা আপনাকে আরও সচেতন ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সহজে অনলাইন সার্ভে তৈরি করতে দেয় । ব্যবহারকারীরা ওয়েব জুড়ে উচ্চ মানের সামগ্রী অ্যাক্সেস করার জন্য সমীক্ষার প্রশ্ন গুলি সম্পূর্ণ করে এবং তাদের ব্যবহারকারীরা সমীক্ষার উত্তর দেওয়ার সাথে সাথে প্রকাশকরা অর্থ প্রদান করেন। এই ভাবে আপনিও আয় (Google Earning App) করতে পারবেন।

প্রত্যেক শনিবার ব্যাংকে ছুটি থাকবে!! সংসদে প্রস্তাব পাস করা হল।

কিন্ত এটা মনে রাখতে হবে যে কোনো কাজই বিশেষ করে ব্যাবসা প্রথম দিন থেকেই বিস্তার লাভ করে না। সেটাকে বড়ো করে তুলতে অনেক সময় ও পরিশ্রমের দরজার। তাই এই পদ্ধতি গুলো শুরু করেই যদি আয়ের কথা ভাবা হয় তবে হবে না। সেটাকে সফলতার জায়গায় নিয়ে যাওয়ার জন্য অনেক পরিশ্রম, একাগ্রতা ও সময়ের দরকার। তাহলেই আপনি হাজার হাজার টাকা ঘরে বসেই উপার্জন (Google Earning App) করতে পারবেন।
Written by Shampa Debnath.

জেলায় জেলায় প্রাইমারি স্কুলে কর্মী নিয়োগ। বেতন 22000 টাকা, প্রশিক্ষণ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button