February Monthly Horoscope 2023 – গ্রহের গোচর পরিবর্তনের ফলে বদলাতে চলেছে আপনার ভাগ্য।
February Monthly Horoscope 2023 এর বিস্তারিত তথ্য নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। হাতে মাত্র আর একদিন তার পরে শুরু হবে ফেব্রুয়ারি। এই কিছুদিন আগে আমরা সকলে মিলে নতুন বছর ২০২৩ সালকে স্বাগত জানিয়েছি। কিন্তু দেখতেই দেখতে এক মাস অতিক্রান্ত হয়ে গিয়ে আমরা সকলে ফেব্রুয়ারি মাসের দোরগোড়ায় এসে হাজির হয়েছি।
February Monthly Horoscope 2023 এর বিস্তারিত তথ্য জেনে নিন।
সময় কারোর জন্য অপেক্ষা করেনা আর এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সকলকে চলতে হবে। কিন্তু এই চলার পথে আমরা সকলেই নানান বাধা – বিপত্তির সম্মুখীন হয়ে থাকি। কিন্তু আগের থেকে এই সকল কিছুর সম্পর্কে একটা ধারণা পাওয়া গেলে আমরা সতর্ক হয়ে জীবনের পথে এগিয়ে যেতে পারি। February Monthly Horoscope 2023 নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি।
February Monthly Horoscope 2023 – মেষ রাশিঃ-
নিজের কর্মজীবনে ভালো ফলাফল পেতে চলেছেন। শনির কুম্ভ রাশি অর্থাৎ একাদশ স্থানে অবস্থানের জন্য অর্থকরী উপার্জন ও ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে চলেছেন এই মাসে এছাড়াও যেই সকল জাতক – জাতিকারা পড়াশুনার সঙ্গে যুক্ত রয়েছেন তারা নিজেদের পড়াশুনায় মনোযোগ বৃদ্ধি করতে পারবেন। নিজের শরীরে দিকে নজর দেওয়া জরুরি কারণ শনির তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতেই পড়ছে। সেই কারণে কিছু শারীরিক সমস্যা হতে পারে।
রাশিফল অনুযায়ী আজ এবং আগামী দিন গুলি ভালো করতে এই জিনিস গুলি করুন।
February Monthly Horoscope 2023 – বৃষ রাশিঃ-
যেই সকল জাতক – জাতিকারা নতুন চাকরি খুঁজছেন তাদের কর্ম প্রাপ্তির সম্ভাবনা আছে। মাসের মাঝামাঝি সময় থেকে বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবের ফলে আপনি ভালো ফল পেতে চলেছেন। আপনাদের রাশি থেকে রাহুর দ্বাদশ ভাবে অবস্থানের ফলে সম্পর্কে কিছু হানি ঘটতে পারে। ব্যবসায়িদের জন্য কিছু সুখবর আসতে পারে এই মাসে।
February Monthly Horoscope 2023 – মিথুন রাশিঃ-
একাদশ ভাবে রাহুর অবস্থানের ফলে আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কর্ম উন্নতি সম্ভব হবে। শিক্ষার দিক থেকে এই মাসটি খুব একটা ভালো যাবে না। নিজের বিবাহিত জীবন নিয়ে সতর্ক থাকা জরুরি এই মাসে। আপনার খরচও বৃদ্ধি পেতে পারে।
February Monthly Horoscope 2023 – কর্কট রাশিঃ-
কর্মক্ষেত্রে বাধা থাকবে নিজের উচ্চপদস্ত কর্মচারীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। যেই সকল প্রার্থীরা উচ্চ শিক্ষায় আগ্রহী তাদের সুযোগ আসতে পারে। আর্থিক অবস্থার উত্থান – পতন দেখা যাবে। সতর্কতা অবলম্বন করে চলতে হবে। পথেঘাটে চলা ফেরার সময়ে সতর্কতা অবলম্বন জরুরি।
February Monthly Horoscope 2023 – সিংহ রাশিঃ-
শনির সপ্তম ভাবে অবস্থানের জন্য এই মাসে ব্যবসা ও চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। এছাড়াও সকল ধরণের কাজে সাফল্যের যোগ বিদ্যমান রয়েছে। সাবধানে সকল কাজে অংশগ্রহণ করতে হবে। মাসের প্রথম ভাগে পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা যাবে বলে মনে করা হচ্ছে। আর্থিক পক্ষ এই মাসে মজবুত থাকার সম্ভাবনা রয়েছে।
February Monthly Horoscope 2023 – কন্যা রাশিঃ-
জন্ম পত্রিকায় ষষ্ঠ ঘরকে চাকরির ঘর বলা হয়। ষষ্ঠ ঘরে শনির অবস্থানের ফলে কর্মজীবনে ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। নিজের রাগকে সামলে চলতে হবে আপনাকে। নইলে কাচের মানুষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পরার সম্ভাবনা রয়েছে। খরচ বৃদ্ধি থেকে আপনাকে সাবধানে থাকতে হবে।
February Monthly Horoscope 2023 – তুলা রাশিঃ-
কর্মজীবনে শুভ – অশুভ মিলিয়ে কাটবে। দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে। আর্থিক উপার্জন ভালো হবে। শারীরিক দিক থেকে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন মধুর কাটার সম্ভাবনা রয়েছে। মাতার কথা শুনে চললে আপনার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
February Monthly Horoscope 2023 – বৃশ্চিক রাশিঃ-
এই মাসে আপনাদের সকল কাজ দেরিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। সকল দিক থেকে কাজের চাপ বৃদ্ধি পাবে। শরীরের প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে। গলা ও মাথা নিয়ে কোন সমস্যা হতে পারে। যান বাহন চালানোর সময়ে সতর্কতা জরুরি। বুদ্ধি খাটিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণ করবেন।
February Monthly Horoscope 2023 – ধনু রাশিঃ-
আপনাদের পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে। নিজের মাতার শারীরিক দিকে নজর দিন। পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকবে। আর্থিক দিক থেকে ভালো যাওয়ার সম্ভাবনা আছে। সতর্ক হয়ে সকল কাজ করবেন। সন্তানের শরীর নিয়ে চিন্তা থাকতে পারে।
February Monthly Horoscope 2023 – মকর রাশিঃ-
নিজের ব্যাক্তিগত জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে চলেছেন। কর্মজীবনে আপনার অনুকূল পরিবেশ থাকবে। বসের নজরে থাকবেন। নিজের জীবন সঙ্গীর সঙ্গে কিছু মতের অমিল হতে পারে কিন্তু বেশি কোন সমস্যা হবে না। বিবাহ যোগ্য সকল জাতক – জাতিকাদের বিবাহের যোগ বিদ্যমান।
February Monthly Horoscope 2023 – কুম্ভ রাশিঃ-
বুদ্ধি দিয়ে সকল কাজ করতে হবে। সকল ধরণের কাজ দেরিতে হবে। বিদ্যার্থীদের জন্য এই মাসে অমনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহে কিছু বিলম্বের সম্ভাবনা রয়েছে। অফিসের সকল কাজ খুব সাবধানে করতে হবে। সহকর্মীদের সঙ্গে মতের অমিল হতে পারে।
সাপ্তাহিক রাশিফল অনুযায়ী ফেব্রুয়ারি, 2023 সালের প্রথম সপ্তাহের ভাগ্যলেখা দেখে নিন।
February Monthly Horoscope 2023 – মীন রাশিঃ-
বৃহস্পতির রাশিতে অবস্থানের ফলে সকল সমস্যা কম হবে। আটকে থাকা কাজ এগিয়ে যাবে। ভাই – বোনেদের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে, বাধা মুক্তি ঘটবে। এই মাসটি মীন রাশির জাতক – জাতিকেদের জন্য ভালো কাটতে পারে।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।