দেশের যে কোন সরকারি ব্যাংকে নিজের অ্যাকাউণ্ট থাকলে এই তথ্য জেনে রাখা জরুরি।

ভারতের সকল সরকারি ব্যাংক গুলির গ্রাহকদের জন্য এই খবর জেনে রাখা জরুরি। ষ্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক ও ব্যাংক অফ বরদা এছাড়াও সকল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহকদের বিশেষ করে এই বিষয়টি জেনে রাখা জরুরি। সম্প্রতি এক আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিস এর তরফে এই সকল সরকারি ব্যাংকের রেটিং এর কিছু পরিবর্তন এনেছে।

Advertisement

আপনিও সরকারি ব্যাংকের গ্রাহক হলে দেখে নিন এই জিনিস গুলি।

১৯০৯ সালে আজ থেকে ১১৪ বছর আগে মুডিস এর স্থাপনা করা হয়েছিল। এই সংস্থার প্রধান কার্যালয় আমেরিকার রাজধানী নিউ ইয়র্কে অবস্থিত। এই সংস্থার মূল কাজ হল বিশ্বের বিভিন্ন সংস্থার কাজের ওপর নির্ভর করে রেটিং প্রদান করে। মুডিস এর পক্ষ থেকে ভারতের বেশ কয়েকটি সরকারি ব্যাংক গুলিকে নতুন করে তাদের কাজের ওপর নির্ভর করে রেটিং দেওয়া হয়েছে।

Advertisement

Income Tax দেশের কর কাঠামোতে পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।

আজকের আলোচনায় আমরা এই নিয়ে আলোচনা করতে চলেছি। ষ্টেট ব্যাংকের গ্রাহক সংখ্যা ৪৫ কোটি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর গ্রাহক সংখ্যা ১৮ কোটি, ব্যাংক অফ বরদার গ্রাহকের সংখ্যা ১৩ কোটি ২০ লক্ষ এবং কানাড়া ব্যাংক এর ১০ কোটি ৬০ লক্ষ।

এই সকল ব্যাংকে দেশের প্রায় ৮৬ কোটি ৮০ লাখ গ্রাহকের ব্যাংক অ্যাকাউণ্ট আছে। মুডিস এর তরফে Aaa থেকে C পর্যন্ত রেটিং দেওয়া হয় সকল সংস্থাকে, এই হিসাবেই আমাদের দেশের মূল কয়েকটি সরকারি ব্যাংক গুলিকে রেটিং দিয়েছে মুডিস।

State Bank Of India কে দেওয়া মুডিস এর রেটিংঃ-
ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ষ্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কে মুডিস BAA3 গ্রেড প্রদান করেছে। এই গ্রেড পাওয়ার মানে হচ্ছে দীর্ঘকালীন আমানতের ক্ষেত্রে ষ্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকেরা ভালো ফল পেয়েছেন। এই সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে ভবিষ্যতে এই ব্যাংক আরও ভালো প্রদর্শন করতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Punjab National Bank কে দেওয়া মুডিস এর রেটিংঃ-
ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। মুডিস এর পক্ষ থেকে এই ব্যাংকে BAA1 – BAA3 এই শ্রেণীতে রাখা হয়েছে। এস বি আই এর মতই দীর্ঘকালীন সঞ্চয়ের ওপর এই ব্যাংকও ভালো প্রদর্শন করেছে।

Canara Bank ও Bank Of Baroda কে দেওয়া মুডিস এর রেটিংঃ-
এই দুই সরকারি ব্যাংক গুলিকেও BAA1 – BAA3 এর মধ্যে রেটিং দেওয়া হয়েছিল। এক কথায় বলতে গেলে দেশের প্রথম শ্রেণীর সকল ব্যাংকগুলি দীর্ঘকালীন জমা আমানতের ওপর ভালো ফল করেছে। মুডিস এর পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই সকল ব্যাংকে দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নাগরিকের অ্যাকাউণ্ট আছে। এই সকল ব্যাংকের ভালো ফলের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে ভারতের অর্থনীতি ঠিক দিকে এগোচ্ছে।

ধর্মঘট শেষ হলেই, ব্যাংক বন্ধ আরও 10 দিন। তালিকা দেখে কাজ সেরে

এছাড়াও ভারতে ঋণ আদায়ের পরিমাণ বেড়েছে বলে এই সুফল বলে মনে করা হচ্ছে।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button