DBS Scholarship এর মাধ্যমে বার্ষিক 20 হাজার টাকা পেতে এখনই আবেদন করুন।
DBS Scholarship DBS – Development Bank Of Singapore Limited এই Bank এর মাধ্যমে প্রদান করা হচ্ছে। ১৬ ই জুলাই ১৯৬৮ সালে সিঙ্গাপুরে এই ব্যাংকের প্রতিষ্ঠা করা হয়েছিল। যুব সমাজ হল দেশ ও দশের ভবিষ্যৎ, এই কথা আমরা অনেক দিন ধরে শুনে আসছি। এই কথাটি আমাদের দেশের কেন্দ্রীয় তথা রাজ্য সরকার অক্ষরে অক্ষরে পালন করে আসছে নিজেদের তরফে নানা ধরণের স্কলারশিপ প্রদানের মাধ্যমে।
DBS Scholarship প্রোগ্রামে আবেদনের পদ্ধতি সম্পর্কে জেনে নিন।
এরই সঙ্গে আমাদের দেশের নানা বেসরকারি কোম্পানি গুলিও নানা ধরণের বৃত্তি প্রদান করছে। DBS Bank এর তরফে তাদের DBS Scholarship হল এই বৃত্তি প্রদানের এক মাধ্যম। দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই বৃত্তি ছাত্র – ছাত্রীরা পেয়ে থাকে। বার্ষিক ২০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যাবে এই স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে। আজকের এই প্রতিবেদনে আমরা আবেদনের পদ্ধতি, যোগ্যতা, সম্পর্কে জেনে নেব।
Keep India Smiling Scholarship এর মাধ্যমে পেয়ে যান ৫০ হাজার টাকা।
DBS Scholarship এ আবেদনের যোগ্যতাঃ-
১) আবেদনকারীকে মূল রূপে ভারতীয় নাগরিক হতে হবে।
২) নবম শ্রেণী বা দশম শ্রেণীতে পাঠরত হতে হবে।
৩) এর ব্যতিত কেউ এই আবেদন করতে পারবে না।
৪) বার্ষিক সর্বচ্চো ২০ হাজার টাকা পাবেন।
DBS Scholarship এ আবেদনের নথিপত্রঃ-
১) পূর্ববর্তী শ্রেণীর মার্কসিট।
২) আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
৩) বর্তমান ক্লাসে পড়াশুনার প্রমানপত্র।
৪) পাসপোর্ট সাইজ এর রঙিন ফটো।
৫) ব্যাংক অ্যাকাউণ্ট এর প্রথম পাতার জেরক্স।
DBS Scholarship এ কিভাবে আবেদন করবেনঃ-
১) সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই আবেদন করতে হবে।
২) www.buddy4study.com এই ওয়েবসাইটে গিয়ে লগ – ইন করতে হবে।
৩) DBS Scholarship Program এই অপশন সিলেক্ট করতে হবে।
৪) স্টার্ট অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করতে হবে।
৫) এর পরে একটি অনলাইন ফর্ম খুলে যাবে।
৬) এই ফর্মটিতে নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, পূর্ববর্তী শ্রেণীর নম্বর বিন্যাস, মোবাইল নাম্বার, ই – মেল আই ডি, দিয়ে দিতে হবে।
৭) নির্ভুলভাবে এই ফর্মটি ফিলাপ করতে হবে। কোন ধরণের ভুল থাকলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা আছে।
8) শর্তাবলি ঠিক করে পরে নিতে হবে।
বাংলার ছেলে মেয়েদের জন্য মুখ্যমন্ত্রীর নতুন স্কলারশিপ, আবেদন করলেই নগদ
৯) সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদন সম্পূর্ণ হবে।
১০) এই আবেদন সম্পর্কিত সকল তথ্য আপনার প্রদত্ত মোবাইল নাম্বার বা ই – মেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।