Ration Items List – জুলাই মাসে কোন কার্ডে কি পরিমান ফ্রি রেশন পাবেন, তালিকা দেখে নিন।

পশ্চিমবঙ্গ তথা সারা দেশের মানুষ বিনামূল্যে কিম্বা অপেক্ষাকৃত কম মূল্যে Ration Items List বা রেশন সামগ্রী পেয়ে থাকেন। তবে প্রতিমাসে এই রেশন দ্রব্যের পরিমান সমান হয়না। কখনও বিশেষ উপলক্ষ্যে অতিরিক্ত রেশন সামগ্রী ও দেওয়া হয়। আবার বিভিন্ন ক্যাটাগরির কার্ডে (Ration Card) বিভিন্ন পরিমান রেশন সামগ্রী দেওয়া হয়। তাই রেশন তোলার আগে গ্রাহকদের জেনে রাখা জরুরী, যে আপনার কার্ডে কি কি রেশন পাবেন।

Advertisement

Free Ration Items List July 2023 West Bengal

পশ্চিমবঙ্গের বাসিন্দারা নিয়মিত রেশন দোকানের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে খাদ্যশস্য পেয়ে থাকেন। এবার প্রতি মাসেই সমস্ত রেশন কার্ড হোল্ডাররা তাদের কার্ডের ক্যাটাগরি অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে বিনামূল্যে বা নির্দিষ্ট দরে খাদ্যশস্য সংগ্রহ করতে পারেন রেশন ডিলারদের কাছ থেকে। সেক্ষেত্রে রেশন দোকানে যাওয়ার আগে সেই মাসের জন্য রেশন কার্ডের ক্যাটাগরি (Ration Card Category Food grains) অনুযায়ী আপনি কতটা খাদ্যশস্য, কি দামে পেতে পারেন সেই বিষয়টি সম্পূর্ণ জেনে নেওয়া প্রয়োজন।

Advertisement

তাহলে রেশন ডিলাররা কখনোই আপনাকে ঠকাতে পারবেনা। আপনিও একজন সচেতন রাজ্যবাসী হিসেবে সরকারের দেওয়া ন্যায্য পরিমাণে খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন। যদি দেখা যায়, কোনো রেশন ডিলার সেক্ষেত্রে আপনাকে ন্যায্য পরিমাণে খাদ্যশস্য (Ration Items List) দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করছে, তাহলে সরাসরি খাদ্য দপ্তরে অভিযোগ জানাতে পারবেন। সেক্ষেত্রে ১৯৬৭ বা ১৮৩৫৫৫৫০৫ এই নম্বরে অভিযোগ জানাতে পারবেন। এছাড়াও Whatsapp নম্বর ৯৯০৩০৫৫৫০৫ এতেও অভিযোগ জানাতে পারেন।

রেশনের মালের তালিকা

এবার দেখে নেওয়া যাক, জুলাই মাসে আপনি রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী কত পরিমান খাদ্যশস্য কি দামে পেতে পারেন:
অন্ত‍্যোদয় অন্ন যোজনা (AAY Ration Card):
প্রতিটি পরিবার ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বা গম নিতে পারবেন। ২১ কেজি চাল দেওয়া হবে। এছাড়াও 13 টাকা 50 পয়সা ধরে এক কেজি চিনি দেবে সরকার।

PM Kisan Payment

PHH Ration Card:
এই কার্ডে মাথাপিছু ১ কেজি ৯০০ গ্রাম আটা বা ২ কেজি গম এবং মাথাপিছু ৩ কেজি করে চাল দেওয়া হবে।
SPHH Ration Card Ration Items List:
পি এইচ এইচ রেশন কার্ডের মতই একই হারে নির্দিষ্ট খাদ্যশস্য বরাদ্দ থাকবে এই রেশন কার্ড হোল্ডারদের।

মাত্র 5 মিনিটে লোন দিচ্ছে স্টেট ব্যাংক। কিভাবে পাবেন?

RKSY 1 Ration Card Ration Items List:
এই রেশন কার্ডে মাথাপিছু ৫ কেজি করে চাল পাওয়া যাবে।
RKSY 2 Ration Card:
এই রেশন কার্ডে ২ কেজি করে চাল পাওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button