PM SURAJ Scheme – ব্যাবসা করতে টাকা দিচ্ছে সরকার। সরকারি পোর্টালে নাম লেখালেই টাকা সোজা একাউন্টে।

কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য (PM SURAJ Scheme) একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন। যেমন আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা এমন আরও। যেগুলো মাধ্যমে সেই সমস্ত জনসাধারণ খুবই উপকৃত হয়েছে। তেমনি দরিদ্র ও মধ্যবিত্তদের আরোও একটু সুবিধা করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার আরেকটি নতুন প্রকল্প সূচনা করলেন যার নাম PM SURAJ Scheme.

Advertisement

Get Instant Business Loan on PM SURAJ Scheme

এটি PM SURAJ Scheme এ মূলত ব্যাবসা করার জন্য দেওয়া হবে টাকা কেন্দ্রীয় সরকার থেকে। বর্তমানে চাকরির করুন দশা চলছে। সেই অবস্থায় অনেকেই চায় ব্যাবসা করে নিজের পায়ে দাঁড়াতে। কিন্ত প্রত্যেকটি মানুষের কাছে তেমন মূলধন থাকেনা যেটা দিয়ে ব্যাবসা শুরু করবে।

Advertisement

আর তাই সেই সমস্ত ইচ্ছুক ব্যাবসায়ীদের জন্য মূলধন দেওয়ার জন্য এই প্রকল্পের সূচনা করলেন কেন্দ্রীয় সরকার। আপনিও কি ব্যাবসা করতে ইচ্ছুক অথচ মূলধনের জন্য করে উঠতে পারছিলেন না তাহলে চিন্তা নেই। সব চিন্তার সমাধান রয়েছে এই প্রকল্পে। জেনে নিন আবেদন পদ্ধতি সহ আরও তথ্য।

এই স্কিমের সুবিধা হলো যিনি এই প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন তিনি যে কোনো ব্যাংক বা নন ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে সহজে লোন পেতে পারবেন। সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগেই এই প্রকল্পের সূচনা করবেন কেন্দ্র। তারই পরীক্ষামূলক প্রস্তুতি চলছে।

  • আবেদন যোগ্যতা
  • টাকার পরিমাণ
  • আবেদন পদ্ধতি

আবেদন যোগ্যতা

বুধবার প্রধানমন্ত্রী সামাজিক উত্থান ইভম রোজগার আধারিত জনকল্যাণ বা PM SURAJ Scheme নামের জাতীয় পোর্টাল চালু করেন। সাধারণত প্রান্তিক পরিবার এবং তফসিলি জাতি ও উপজাতির অন্তর্ভুক্ত ব্যক্তিদের জন্যই এই প্রকল্প চালু করা হচ্ছে। যাদের অর্থনৈতিক পরিকাঠামো খুবই অনুন্নত।

এই বিপুল জনসংখ্যা সরকারি সুবিধা তেমন একটা পান না। তাই তাদের উৎসাহিত করার জন্যই এই প্রকল্প। এই স্কিমের মাধ্যমে মোট ১ লক্ষ তরুণ তরুণী যারা তফসিলি জাতি উপজাতি সম্প্রদায় থেকে উঠে এসেছেন তাদের লোন দেওয়া হবে।

আধার কার্ড থাকলেই 3000 টাকা পাবেন প্রধানমন্ত্রীর এই প্রকল্পে। এখনই আবেদন করুন।

টাকার পরিমাণ

এই PM SURAJ Scheme বা প্রধানমন্ত্রী সুরাজ প্রকল্প থেকে ব্যাবসা করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য নগদ দেড় লাখ টাকা আর্থিক সুবিধা দেওয়া হবে। এছাড়া দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হলে সাত থেকে দশ দিনের মধ্যে চিকিৎসার সব খরচা বহন করবে সরকার।

এই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে একটি সভায় দাঁড়িয়ে থেকে PM SURAJ Scheme বা প্রধানমন্ত্রী সুরাজ প্রকল্প চালু করার কথা জানায় তারসাথে “নমো পোর্টাল” চালু করেন যেখানে আবেদন প্রক্রিয়া চলবে এই প্রকল্পের নাম অন্তর্ভুক্তদের জন্য।

Post Office Scheme বা পোস্ট অফিস প্রকল্প

জানা গেছে , সেদিন সভা শেষে মোদী সাধারণ মানুষদের সাথে দেখা করেন এবং সব সমস্যার কথা শোনেন। PM SURAJ Scheme Portal উদ্বোধনের পর তিনি দেখা করেন সভায় উপস্থিত সকল বঞ্চিত খেটে খাওয়া মানুষদের সঙ্গে।

তাদের সমস্যার কথা শোনেন। এই PM SURAJ Scheme বা প্রধানমন্ত্রী সুরাজ প্রকল্পটি প্রথমে শুরু হবে হরিয়ানা এবং চণ্ডীগড় নামক দুই জায়গায়। আর তারপর এই প্রকল্প চাহিদা অনুযায়ী আরও অন্যান্য জায়গায় এর সূচনা করা হবে।

এবার ব্যবসা করতে টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। নতুন পোর্টাল চালু হলো। Business Loan এ আবেদন করলেই টাকা পাবেন।

আবেদন পদ্ধতি

অনলাইনে এই PM SURAJ Scheme প্রকল্পের জন্য আবেদন করা যাবে। তার আগে যিনি আবেদন করতে চান তার নাম “নমো পোর্টালে” রেজিষ্টেশন করে নিতে হবে। এরপর আবেদন পেজে নিজের ডিটেইলস লিখে পূরণ করে নথি আপলোড করে সাবমিট করলেই আবেদন শেষ।

এই স্কিমের মাধ্যমে খেটে খাওয়া মানুষদের অনেকটাই আর্থিক সহায়তা দেবে সেইসাথে ব্যাবসা করে নিজের পায়ে দাড়াতে পারবেন। খুব তারাতারি অফিসিয়াল ভাবে এই প্রকল্প ঘোষনা করা হবে।
আরও এমন সরকারি প্রকল্প ও অন্যান্য খবরের জন্য এই পেজ ফলো করুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button