Post Office Scheme – 500 টাকা ইনভেস্ট করে পেয়ে 4 লাখ টাকার রিটার্ন। প্রধানমন্ত্রীর নতুন প্রকল্প।

কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্প (Post Office Scheme) এনেছেন। যেগুলো সাধারণ মানুষের জন্য খুবই কল্যাণকর হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পে মাধ্যমে কেউ বাড়ি পেয়েছেন, মহিলারা গ্যাস সিলিন্ডার পেয়েছেন, কৃষকরা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে বিভিন্ন স্কিম সাধারণ মানুষকে অনেকটাই আর্থিক সহায়তা দিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার এমন একটি প্রকল্প এনেছেন যেটা কিছুটা ব্যাংকের স্কিমের মতন।

Invest 500 RS Get 4 Lakh Return on Post Office Scheme

এই Post Office Scheme বা পোস্ট অফিস প্রকল্পে বিনিয়োগ করে পেয়ে যেতে পারেন মোটা অঙ্কের অর্থ। প্রত্যেক ব্যক্তি ব্যাংকে নিজের উপার্জনের কিছুটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন। ব্যাংক থেকে নির্দিষ্ট সুদ দেওয়া হয় বিনিয়োগ অর্থের ওপর। যারফলে মেয়াদ পূরনের পর মোটা অঙ্কের অর্থ পাওয়া যায়।

তবে ব্যাংকের ক্ষেত্রে বিনিয়োগ অর্থের পরিমাণ নির্ধারিত থাকে সেক্ষেত্রে দরিদ্র বা মধ্যবিত্ত পরিবারের ব্যক্তিদের পক্ষে টাকা বিনিয়োগ করাটা চাপের হয়ে যায়। তাই নরেন্দ্র মোদী এমন এক প্রকল্প এনেছেন যেখানে ৫০০ টাকা বিনিয়োগ করে ৪ লাখের মতন রিটার্নের সুযোগ রয়েছে।

মোদী সরকার থেকে Post Office Scheme বা পোস্ট অফিস একটি প্রকল্প খুলেছেন যেখানে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি। এই একাউন্টে আপনি ৫০০ টাকা থেকে শুরু করে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগের পর টাকা তোলার মেয়াদ রয়েছে ১৫ বছর।

আপনি প্রতি মাসে ৫০০ টাকা বিনিয়োগ করলে বছরে মোট বিনিয়োগের অর্থ হয়ে দাড়ায় ৬০০০ টাকা। এই Post Office Scheme বা পোস্ট অফিস প্রকল্পে সুদের হার ৭.১ শতাংশ। বছরে ৬০০০ টাকা হলে ১৫ বছর পর সেই টাকার পরিমান হবে ১ লক্ষ ৬২ হাজার ৭২৮ টাকা। মেয়াদ শেষে আরও পরিবর্তী ৫ বছর ধরে এটা চালিয়ে নিয়ে গেলে ২০ বছরে টাকার অঙ্ক হয়ে দাঁড়াবে যদি ২,৬৬,৩৩২ টাকা।

আরও যদি ৫ বছর বাড়ানো যায় তাহলে ২৫ বছরে মোট লাভের অঙ্ক হবে ৪,১২,৩৩৩ টাকা। এছাড়াও Post Office Scheme বা পোস্ট অফিস প্রকল্পের আরও দুটি প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পে আপনি মাত্র ২৫০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। এছাড়া সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।

আধার কার্ড থাকলেই 3000 টাকা পাবেন প্রধানমন্ত্রীর এই প্রকল্পে। এখনই আবেদন করুন।

এই প্রকল্পে ৮.২ শতাংশ করে সুদ দেওয়া হচ্ছে। যদি ৫০০ টাকা করে আপনি বিনিয়োগ করেন তাহলে ১৫ বছর পর ৯০ হাজার টাকা জমা করতে পারবেন। আর ২১ বছরে আপনার লাভের অঙ্ক হবে ২,৭৭,১০৩ টাকা। অন্যটি হলো পোস্ট অফিস রেকারিং ডিপোজিট প্রকল্প।

LPG Subsidy - এলপিজি ভর্তুকি

এই প্রকল্পে আপনি মাত্র ১০০ টাকা দিয়ে আপনি বিনিয়োগ শুরু করতে পারেন। এই Post Office Scheme বা পোস্ট অফিস প্রকল্পে সুদ দেওয়া হয় ৬.৭ শতাংশ। আপনি যদি প্রতি মাসে ৫০০ টাকা করে সঞ্চয় করেন তাহলে ৫ বছর পর ৩৫,৬৮১ টাকা পেয়ে যাবেন।

ভোটের মুখে মহিলাদের জন্য নতুন প্রকল্প। মাতৃ বন্দনা যোজনার সুবিধা, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া জেনে নিন।

আপনি যদি ভেবে থাকেন অনেক অ্যামাউন্ট না হলে বিনিয়োগ করে লাভ নেই তাহলে ভুল ভাবছেন। উপরিউক্ত প্রকল্পগুলো তে অল্প অর্থ দিয়েই বিনিয়োগ শুরু করুন। আর ৫০০ টাকা প্রতি মাসে জমিয়ে মোটা অঙ্কের রিটার্ন পেয়ে যান। এমন আরও সরকারি প্রকল্প ও অন্যান্য খবরের জন্য এই পেজ ফলো করুন।
Written by Shampa Debnath.

Leave a Comment