Loan on Aadhaar Card – আধার কার্ড থাকলে নগদ 50,000 টাকা পেয়ে যাবেন, কীভাবে আবেদন করবেন?
অনেক ব্যক্তির অনেক সময় লোনের দরকার হয়ে থাকে (Loan on Aadhaar Card). প্রত্যেকটা ব্যক্তি কিছু না কিছু উপার্জন করে থাকে। সেই উপার্জনের অর্থ ভবিষ্যতের জন্য কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন যাতে ভবিষ্যতে গ্যারান্টিযুক্ত বেশি রিটার্ন পাওয়া যায় কিন্তু একজন ব্যক্তি যত টাকাই উপার্জন করুক না কেন অনেক সময় আচমকা বিপদ আসলে টাকার দরকার পরে।
How to Get Instant Loan on Aadhaar Card Online
নিজস্ব আত্মীয়- প্রয়োজনের বা বন্ধু-বান্ধবের কাছ থেকে হঠাৎ বিপদের সময় টাকা ধার পাওয়া যায় না আবার সঙ্গে সঙ্গে কোন ব্যাংক বাসতে প্রতিষ্ঠানও ঋণ দিয়ে থাকে না কিন্তু বর্তমানে অনেক ব্যাংকেই ইনস্ট্যান্ট লোন এর ব্যবস্থা করেছেন যাতে আপনি অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই আবেদন করতে পারবেন এবং ৫ মিনিটের মধ্যে স্যাংশন হয়ে যাবে (Loan on Aadhaar Card).
অনেকেই লোন নিতে ইচ্ছুক থাকে না কারণ প্রতিষ্ঠান থেকে লোন নেওয়া অনেকটা ঝক্কির ব্যাপার অনেকে মনে করেন কিন্তু আপনি কি জানেন শুধুমাত্র আধার কার্ডের (Loan on Aadhaar Card) মাধ্যমে আপনি ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পেয়ে যেতে পারেন। হ্যাঁ এটাই সত্যি আজকের প্রতিবেদনে এই নিয়ে বিস্তারিত জানানো হবে। জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। কোনও ব্যাংক এবং এনবিএফসি প্যান কার্ডকে প্রধান নথি হিসেবে ধরে এই ঋণ দিয়ে থাকে।
এই আধার কার্ড ঋণ কি
আমরা সবাই জানি আধার কার্ড একটি অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথি। স্কুল কলেজ ভর্তি থেকে শুরু করে বিভিন্ন অফিসিয়াল কাজে বা সরকারি কাজে এই আধার কার্ড প্রয়োজন হয়। এমন কি ঋণ পেতে গেলেও এই আধার কার্ড বা Loan on Aadhaar Card প্রয়োজন হয়। বিশেষ করে সরকারি বা বেসরকারি ব্যাংকে অথবা আর্থিক প্রতিষ্ঠানের মতন ঋণের দেওয়ার একটি বিকল্প ব্যাবস্থা হলো আধার কার্ড ঋণ।
যার সাহায্যে খুব সহজেই কোন কিছু জামিন না রেখেই অল্প সময়ের জন্য লোন পেয়ে যাবেন। আধার কার্ড ঋণের বা Loan on Aadhaar Card সাহায্যে আপনি সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাবেন। এই ঋণের সুদের হার অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের থেকে দেওয়া ঋণের সুদের হারের থেকে বেশি হয়। কারণ এখানে আপনাকে কোন কিছু জামিন মুক্ত রাখতে হচ্ছে না।
যেই কারণে ঋণ দেওয়া আর্থিক প্রতিষ্ঠানগুলি ঝুঁকি বেশি হয়। যার জন্য ঋণের সুদের হার বেশি হয়ে থাকে। ঋণের হার কত হবে এটা সম্পূর্ণ নির্ভর করছে, আপনি কোন ব্যাংক থেকে কত টাকা লোন নিচ্ছেন তার ওপর। সাধারণত ব্যক্তিগত ঋণের সুদের হার ১০.৯০% থেকে ১৪% পর্যন্ত হয়ে থাকে। আপনাকে ৫ বছর পর্যন্ত পরিশোধের মেয়াদ দেওয়া হয় (Loan on Aadhaar Card).
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
আধার কার্ড ঋণের বা Loan on Aadhaar Card জন্য যে সমস্ত দরকারি নথিপত্র গুলো আপলোড করতে হবে সেগুলো হল
১) আধার কার্ড
২) ইনকাম সার্টিফিকেট
৩) প্যান কার্ড
৪) বসবাসের শংসাপত্র
৫) পাসপোর্ট সাইজের ফটো
তৎক্ষণাৎ টাকার দরকার হলে, এই প্রকল্পে আবেদন করলেই সরকার টাকা দেবে আপনার একাউন্টে।
কিভাবে আবেদন করবেন
(১) আবেদনের জন্য আপনাকে প্রথমে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
(২) এরপর আপনাকে লোন অপশনে গিয়ে পার্সোনাল লোন সিলেক্ট করতে হবে। পার্সোনাল এর মধ্যেও আবার সব ডিভিশন থাকবে সেখান থেকে আপনি কোন প্রয়োজনে লোনটি নেবেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে।
(৩) তারপর আপনাকে “Apply Now” অপশনে ক্লিক করতে হবে।
(৪) এরপর আপনাকে একটি ফর্ম ফিলাপ করতে দেওয়া হবে। ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করে নেবেন।
(৫) সবশেষে দরকারি নথিপত্র গুলো স্ক্যান করে আপলোড করে দেবেন। সাবমিট করার আগে আপনার দেওয়া তথ্য গুলো যাচাই করে নেবেন সঠিক কিনা।
তবে সবথেকে আগে মনে রাখতে হবে আপনি যে ঋণটি নিচ্ছেন সেটি আপনি পরিশোধ করতে পারবেন কিনা! সব সময় নিজের উপার্জনের পরিমাণ বুঝে সেই অনুযায়ী ঋণ নিতে হয় কারণ ঋণ নেওয়া একটা ঝুঁকির কাজ। সময় মতো ঋণ পরিশোধ না করতে পারলে আপনারই সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। তাই নেওয়ার আগে যে প্রতিষ্ঠান থেকে ঋণ নিচ্ছেন সেখানকার কাগজপত্র সমস্ত খুঁটিয়ে পড়ে নিয়ে তবেই ঋণ নেবেন (Loan on Aadhaar Card).
Written by Shampa debnath.