Dearness Allowance – সরকারি কর্মীদের জন্য সুখবর! ফের DA বৃদ্ধি কত শতাংশ বাড়ছে?
সরকারি কর্মীদের খুশির খবর হয় যখনই Dearness Allowance বা বিভিন্ন ভাতা বৃদ্ধি প্রাপ্ত হয়। এমনি একটি খুশির সংবাদ সরকারি কর্মীদের জন্য জানাতে চলেছি এই প্রতিবেদনে। জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। এখনো লোকসভা ভোট চলছে আর এরই মধ্যে ঘোষণা হল সরকারি কর্মীদের ৪ শতাংশ DA বৃদ্ধি করা হবে।
Again Govt Employees Dearness Allowance Increase
কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কিছুদিন আগেই ৪ শতাংশ Dearness Allowance বৃদ্ধি করেছিলেন যার ফলে বর্তমানে DA পরিমাণ ৫০ শতাংশ হয়ে দাঁড়িয়েছে যেটি ১জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর হয়েছে। প্রসঙ্গত, সরকারি কর্মীদের বছরের দুবার DA বৃদ্ধি করে কেন্দ্র সরকার। শুধু DA নয়, DA এর পাশাপাশি অন্যান্য ভাতাও বৃদ্ধি করেছে কেন্দ্র। গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী মোদীর অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোব়্যান্ডাম জারি করে বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা হয়েছে।
সরকারি কর্মীদের জন্য মোট ৬ ধরনের ভাতা বৃদ্ধি তার সাথে Dearness Allowance করা হয়েছে তার মধ্যে হল। সরকারি কর্মীদের চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স (বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য), রিস্ক অ্যালাওয়েন্স, নাইট ডিউটি অ্যালাওয়েন্স, ওভারটাইম, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স, সংসদীয় অ্যাসিস্টেন্টদের জন্য বিশেষ ভাতা ইত্যাদি বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে।
এদিকে এখনো লোকসভা ভোট চলছে। আর এর মধ্যে শোনা যাচ্ছে ফের দ্বিতীয় বারের জন্য DA বৃদ্ধি করা হবে। আশা করা যাচ্ছে আবারো ৪ থেকে ৫ শতাংশ DA বৃদ্ধি হতে পারে। DA তথা Dearness Allowance বৃদ্ধি নির্ভর করে প্রধানত মুদ্রাস্ফীতির ওপর। বর্তমানে মুদ্রাস্ফীতির মাত্রা অনেকটাই রয়েছে আর তার কারণেই বোঝা যাচ্ছে ভোট শেষ হলেই ভোটের ফল প্রকাশিত হওয়ার পর পরই কিন্তু সরকারি কর্মীদের DA বৃদ্ধি ঘোষণা করা হবে।
মে মাস শুরু হতেই, সরকারি কর্মীদের জন্য সুখবর ফের বেতন বৃদ্ধি।
আর এবার DA বৃদ্ধিপ্রাপ্ত হলে কেন্দ্র সরকারি কর্মীদের DA পরিমাণ হয়ে দাঁড়াবে ৫৪ শতাংশ। যদিও ৫০ শতাংশ DA পরে DA এর মাত্রা শূন্য হয়ে যায় তাই ৫৪ শতাংশ DA হওয়ার পরে ৫০ শতাংশ যুক্ত হবে বেতনের সাথেই। আর বাকি ৪ শতাংশ DA পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। DA (Dearness Allowance) বৃদ্ধির খুশির খবর ছড়িয়ে পড়ার পরেই কেন্দ্র সরকারি কর্মীদের খুশির শেষ নেই। এত দ্রুত দ্বিতীয়বারের মতন DA ঘোষনা হবে তারা ভাবতে পারেননি যদিও।
এছাড়াও, কেন্দ্রের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মচারীদের জন্য প্রযোজ্য গ্রাচুইটির উপর কর ছাড়ের সীমা বৃদ্ধি করা হয়েছে। আগে এই ক্ষেত্রে প্রযোজ্য কর ছাড়ের সীমা ছিল 20 লক্ষ টাকা। বর্তমানে সেটিকে বৃদ্ধি করে 25 লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ, এই ক্ষেত্রে কর ছাড়ের সীমা 5 লক্ষ টাকা বাড়িয়েছে কেন্দ্র। ফলে অনেকাংশেই উপকৃত হয়েছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা।
সরকারি কর্মীদের ফের বেতন বৃদ্ধি। DA বৃদ্ধির পরে আবার নতুন সুখবর।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রী মোদীর একের পর এক DA বৃদ্ধি ও অন্যান্য ভাতা বৃদ্ধির খবর যেন অনেকটাই রাজ্য সরকারি কর্মীদের অখুশির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ রাজ্য সরকারের কাছে একাধিক বার DA বৃদ্ধির আবেদন জানিয়েও রাজ্য সরকারি কর্মীদের কোন লাভ হয়নি। এখনো পর্যন্ত রাজ্য সরকারের কর্মীদের DA ১৪ শতাংশই রয়েছে। দেখা যাক লোকসভা ভোট শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভাববেন এই রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধি নিয়ে। এখন সেইদিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মীরা।
Written by Shampa debnath.