Bank – আবারও বিক্রি হওয়ার মুখে 4টি জনপ্রিয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বন্ধ হবে কোটি কোটি একাউন্ট।

Bank – কোনো কোন ব্যাংক বিক্রির তালিকায় আর কোন ব্যাংক গুলোই টিকে থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসাবে আসুন জানা যাক।

নরেন্দ্র মোদী বেসরকারিকরণ (Bank) করার মধ্য দিয়ে আর্থিক নীতি অনুসরণ করেন। ইতিমধ্যে অনেক কিছুই বেসরকারিকরণ করেছেন তারমধ্যে LIC থেকে শুরু করে এয়ার ইন্ডিয়ার মতন প্রতিষ্ঠান গুলোকে। এখন ব্যাংক বেসরকারিকরণ করার চিন্তাভাবনা করছেন তিনি। মোদী আমলের শুরুর দিকে মোট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের (Bank) সংখ্যা ছিল ২৭ টি। ২০১৭ সালের দিকে মোদী সরকার সেগুলি কমিয়ে আনার প্রক্রিয়া শুরু করেন। এখন অবশেষে ১২ টি ব্যাংকে এসে দাঁড়িয়েছে। বর্তমানে ৪ টি ব্যাংক রেখে বাকি ৮ টি বেসরকারি সাথে সংযুক্ত করার কথা চিন্তা ভাবনা করছেন।

Advertisement

বুধবার এই নিয়ে বৈঠক হয়। সেখানে উপস্থিত প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মন্ডলীর সঞ্জীব সান্যাল বলেন আস্তে আস্তে বেসরকারি ব্যাংকগুলোর ভূমিকা ও গুরুত্ত পারবে। বেসরকারি ব্যাংকগুলো পরিচালনা করবে সম্পূর্ণ ব্যাবস্থার। বেসরকারি ব্যাংকগুলো পরিসর সম্প্রসারণ ঘটবে সেই সাথে মানুষজনের কর্মসংস্থান ও সুবিধা হবে।

Advertisement

PM kisan yojana তে এবার থেকে 6000 এর পরিবর্তে দেওয়া হবে 8000 টাকা, বড় সিদ্ধান্ত কেন্দ্রের।

খুব তারাতারি ৮ টি ব্যাংক (Bank) কে বেসরকারি কাছে বিক্রি করা হবে। এবং ৪ টি ব্যাংক যেগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসাবে থাকবে। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উচ্চ পর্যায়ের কমিটি। তবে, সূত্র মারফত জানা যায় স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া ও ইন্ডিয়ান ব্যাংক এই চারটি ব্যাংক টিকে থাকবে বলে মনে করা হচ্ছে। তবে ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হবেনা। কারণ ২০২৪-র লোকসভা ভোট না হওয়া পর্যন্ত ব্যাংকগুলোর বেসরকারিকরণ এখনোই করা যাবেনা।

এছাড়া ব্যাঙ্ক বেসরকারিকরণ সংশোধনী আইন এখনও পাশ হয়নি সংসদে। ব্যাঙ্ক জাতীয়করণের জন্য ব্যাঙ্কিং কোম্পানিজ অ্যাকিউজিশন অ্যান্ড ট্র্যান্সফার অব আন্ডারটেকিংস আইন ১৯৭০ এবং ১৯৮০ প্রণয়ন করা হয়েছিল। বেসরকারিকরণের জন্য দুই আইনে সংশোধনী আনতে হবে। তবেই নতুন আইন পাশ করানো যাবে।

যদিও বিগত দুই বছরে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক গুলো থেকে বিপুল পরিমাণ মুনাফা লাভ হয়েছে তবুও মোদী সরকার নিশ্চিত করে নিয়েছেন ৮ টি ব্যাংক বিক্রি করবেনই। সরকারি ব্যাঙ্ক বিক্রি করে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা আয়ের পথ পেয়েছিল অর্থমন্ত্রক। সেই টার্গেট পূরণেই এগোচ্ছে মোদী সরকার। এখন দেখা যাক ভোট শেষে আইন সংশোধন করে কবে এই ব্যাংক বিক্রির প্রক্রিয়া শুরু হয়।
Written by Shampa Debnath

পুজো উপলক্ষ্যে ডবল ডবল রেশন পাবেন। কোন কার্ডে কি রেশন পাবেন জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button