Saksham Scholarship এ আবেদন করবেন কী করে দেখুন।
ভারতবর্ষে প্রতিভার অভাব নেই। কিন্তু অনেক সময় এই প্রতিভা অর্থের অভাবে জন সমক্ষে আসে না। এই জন্য কেন্দ্রীয় সরকার আনতে চলেছে Saksham Scholarship স্কলারশিপ যার ফলে উপকৃত হবেন অনেকে। দেশের স্বাধীনতা থেকে চালু করে এখনও পর্যন্ত রাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার পর্যন্ত সকলেই দেশের ভবিষ্যৎ মানে শিক্ষার্থীদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করার জন্য নানা ধরনের স্কলারশিপ নিয়ে এসেছে। এই আলোচনায় আমরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে “Saksham Scholarship” নামে এক প্রকল্পের সূচনা করা হয়েছে।
এই অনুদান সমাজের শুধুমাত্র বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে। এই অনুদানের মাধ্যমে প্রত্যেকে ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারে। ভারত সরকার তাদের এই “Saksham Scholarship ” এর মাধ্যমে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে। এই স্কলারশিপটি কেন্দ্রীয় সরকারের অন্তর্গত “All India Council For Technical Education এর পক্ষ থেকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সকলে যাতে কারিগরি শিক্ষায় পারদর্শী হতে পারে এটাই মুল উদ্দেশ্য। এবার আমরা জেনে নেব কিভাবে এই বৃত্তির সুযোগ পাওয়া যাবে।
AMAZON SCHOLARSHIP 2022 এ ছাত্র-ছাত্রীরা পাবেন 1,60,000 টাকা আবেদন করুন এখনই।
কারা আবেদন করতে পারবেঃ-
• Saksham Scholarship এর জন্য একমাত্র বিশেষ ক্ষমতা সম্পন্ন অর্থাৎ প্রতিবন্ধী শিক্ষার্থীরা এই সুযোগ পাবে।
• যেই সকল ছাত্র – ছাত্রীরা ৪০% বা তার বেশি শারীরিক ভাবে অক্ষম তারা এই আবেদন করতে পারবে।
• “All India Council For Technical Education” এর পক্ষ থেকে লাইসেন্স প্রাপ্ত যে কোনো কারিগরি প্রতিষ্ঠানের প্রথম বা দ্বিতীয় বর্ষে আবেদনকারীকে পাঠরত হতে হবে। তারাই এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। এছাড়াও যারা ল্যাটারাল এর মাধ্যমে সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছে তারাও এই সাহায্য প্রাপ্তির যোগ্য।
• এই আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে।
• জেনে রাখা ভাল, যেই সকল ছাত্র বা ছাত্রীরা আগের থেকে কোন কেন্দ্রীয় সরকারি প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পান তারা এই সুযোগ পাবে না।
কত টাকা অনুদান দেওয়া হবেঃ-
এই “Saksham Scholarship” এর মাধ্যমে ৫০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। এই টাকা দিয়ে শিক্ষার্থীরা তাদের কলেজের ফিস, খাতা, বই ইত্যাদি খরচা চালাতে পারবে। প্রথম বর্ষে পাঠরতরা তিন বছরের জন্য ও দ্বিতীয় বর্ষে পাঠরতরা দুই বছরের জন্য এই আর্থিক সাহায্য পেয়ে থাকবে।
আবেদন কিভাবে করবেনঃ-
১. “সক্ষম স্কলারশিপ” এর জন্য প্রথমে WWW.BUDDY4STUDY.COM এই সাইটে যেতে হবে।
২. এর পরে “Saksham Scholarship” এই প্রকল্পে গিয়ে ক্লিক করতে হবে।
৩. APPLY NOW এ গিয়ে নিজের মোবাইল নাম্বার, ই মেল আই ডি দিয়ে দিতে হবে।
৪. এবার সরাসরি আপনাদের সামনে WWW.SCHOLARSHIPS.GOV.IN এই ওয়েব সাইটটি চলে আসবে।
৫. Scholarship Scheme Hosted On NSP For Academic Year 2022-2023 তে যেতে হবে।
৬. এইখানে ক্লিক করলে আপনি সকল শর্ত গুলি ভাল করে দেখে নিতে হবে।
৭. Continue তে ক্লিক করে আগে এগিয়ে যেতে হবে।
৮. আপনার সামনে একটা ফর্ম খুলবে সেখানে আপনাকে নিজের নাম, রাজ্যের নাম, ঠিকানা, নাম্বার, ই মেল ঠিক করে দিয়ে দিতে হবে। আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেটা ঠিক করে দিয়ে দেবেন
৯. এছাড়া আপনাকে নিজের আধার কার্ডের নম্বর তার সাথে ব্যাংকের তথ্য দিয়ে দিতে হবে।
এই সমস্থ কিছু দিয়ে দিলে সব শেষে SUBMIT বাটনে ক্লিক করে এই ফর্মটি সাবমিট করে দিতে হবে।
“Saksham Scholarship” এর আবেদনের সময় প্রয়োজনীয় নথিপত্রঃ-
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর মার্কসিট।
• অ্যাডমিশন লেটার।
• পরিবারের বার্ষিক আয়ের প্রমানপত্র।
• আবেদনকারী যেই প্রতিষ্ঠানে পাঠরত সেখানকার প্রধান কে দিয়ে লেখানো একটি পত্র।
• সবচেয়ে জরুরি আধার কার্ড। কারুর কাছে আধার কার্ড না থাকলে সে এই আবেদন করতে পারবে না।
• প্রতিবন্ধী হওয়ার প্রমানপত্র
• ব্যাংক এর সমস্ত তথ্য কারন এই আর্থিক সাহায্যটি বাংকেই পাঠানো হবে।
• যদি কোন জাতি গত পরিচয় পত্র থাকে সেটা দিয়ে দিতে হবে।
• এছাড়াও এই সবকিছুর সাথে আবেদনকারীর পিতা বা মাতার সাক্ষর করা আবশ্যক।
I am not handicapped man .So I need not Rs 50,000/- .Thank you so much .