Lakhpati Didi Yojana – সরকারের নতুন প্রকল্প লাখপতি দিদি যোজনায় আবেদন করলেই পাবেন একাধিক বিশেষ সুবিধা।
রাজ্য হোক কিংবা কেন্দ্র সরকার মহিলাদের (Lakhpati Didi Yojana) জন্য অনেক প্রকল্প চালু করেছেন তবে এবার আরও একটি নতুন প্রকল্প ঘোষনা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। যখন ২০২৪ এর বাজেট পেশ করা হয় তখন তিনি এই ঘোষণার কথা বলেন। এটি ছিল মোদি সরকারের বর্তমান মেয়াদের শেষ অন্তর্বর্তী বাজেট। এই অন্তর্বর্তী বাজেটে নারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন নির্মলা সীতারামন।
How to Apply Lakhpati Didi Yojana in Online
অর্থমন্ত্রী বাজেট পেশ করার সময় তিনি বলেন নতুন এই লাখপতি যোজনায় প্রথমে ২ লাখ মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই প্রকল্প সাফল্য পাওয়ায় এবার সেই সংখ্যা ৩ কোটি গ্রাহককে দেওয়া হবে এই Lakhpati Didi Yojana তথা লাখপতি দিদি যোজনার সুবিধা।
- প্রকল্পের উদ্দেশ্য
- প্রকল্পের সুবিধা
- আবেদন যোগ্যতা
- প্রয়োজনীয় নথিপত্র
- আবেদন প্রক্রিয়া
প্রকল্পের উদ্দেশ্য
মহিলাদের স্বনির্ভর করার জন্য মূলত এই Lakhpati Didi Yojana তথা লাখপতি দিদি যোজনা প্রকল্পের উদ্দেশ্য। যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে কিছু ছোট ব্যাবসা করে। মহিলাদের মান উন্নয়ন ও বিকাশের কথা চিন্তা করেই এই প্রকল্প চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী ২০২৩ সালে ১৫ আগস্ট এই লাখপতি দিদি যোজনার প্রসঙ্গ এনেছিলেন।
দেশে এখনো পর্যন্ত প্রায় ৮৩ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। প্রায় ৯ কোটি মহিলা এই স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত রয়েছেন। যাতে এই স্বনির্ভর গোষ্ঠী থেকে মহিলাদের আরও আয় বাড়ে সেজন্য এ লক্ষ-পতি দিদি যোজনা সূচনা হয়েছে এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে দরিদ্র বা মধ্যবিত্ত হতে হবে অর্থাৎ যে পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকা সেসব পরিবারের মহিলারা এই আবেদনের যোগ্য।
প্রকল্পের সুবিধা
এই Lakhpati Didi Yojana তথা লাখপতি দিদি যোজনা প্রকল্পটি মহিলাদের আয় বাড়াতে সাহায্য করে। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা কোটিপতি হয়ে উঠতে পারেন। তাই নামকরণ করা হয়েছে লাখ পতি যোজনা। এই প্রকল্পের অধীনে মহিলাদের বিভিন্ন কর্মসূচি করানো হয়। তাদের এলইডি বাল্ব তৈরি থেকে শুরু করে ড্রোন মেরামত, প্লাম্বিং এবং অন্যান্য প্রযুক্তিগত কাজ শেখানো হয়।
নারীদের আর্থিক বোঝাপড়া বাড়াতে কর্মশালা করা হয়। সঞ্চয়ের বিকল্প ছোট ঋণ বৃত্তিমূলক প্রশিক্ষণ উদ্যোক্তা সহায়তা এবং বীমা কভারেজ এর সুবিধা পাওয়া যায় এই প্রকল্পে।
300 ইউনিট ফ্রি বিদ্যুৎ দিচ্ছে সরকার। এইভাবে আবেদন করলে আপনিও পাবেন।
আবেদন যোগ্যতা
- লাখপতি দিদি যোজনার সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট মহিলাকে অবশ্যই কোনও একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে।
- এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য।
- মূলত যে মহিলারা পারিবারিকভাবে অসচ্ছল তাঁদেরকেই এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- আধার কার্ড
- মোবাইল নম্বর ও প্যান নম্বর লিঙ্কড সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- আয় ও বসবাসের শংসাপত্র
- স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এর সার্টিফিকেট
শুধুমাত্র মহিলাদের জন্য নতুন প্রকল্প শুরু। নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নপূরণ। আর কেউ আটকাতে পারবে না।
আবেদন প্রক্রিয়া
এই প্রকল্পে আলাদা করে আবেদন করতে হবেনা। আপনাকে প্রথমে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। তারজন্য নিকটবর্তী অঙ্গনওয়ারী কেন্দ্রে যোগাযোগ করুন। আর এই স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত হতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে অর্থ উপার্জনের মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠুন।
Written by Shampa Debnath.