WBPDCL Recruitment – রাজ্যে 26 হাজার চাকরি বাতিল হতেই নতুন করে প্রায় লক্ষাধিক নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

কিছুদিন আগেই এসএসসি দুর্নীতি মামলায় চাকরি (WBPDCL Recruitment) হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন। টাকা দিয়ে চাকরি নেওয়ার অপরাধে ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করল কলকাতা হাইকোর্ট। শুধুই চাকরি বাতিল নয়, এতদিনের পাওয়া সমস্ত বেতন সুদ সমেত টাকা একমাসের মধ্যেই ফেরত দিতে হবে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অনেকবছর ধরেই এস এসসি নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছিল।

Advertisement

How to Apply Online WBPDCL Recruitment in 2024

একাধিক তৃনমূল নেতা এর সাথে জড়িত এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পর্যন্ত জেলে। এবারেও আঙুল উঠছে তৃনমূল রাজনৈতিক দলের দিকেই। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন দরকারে তারা সুপ্রিম কোর্টে ফের মামলা করবেন। এরইমধ্যে গতকাল, অর্থাৎ বুধবার বর্ধমানের আউশগ্রামে একটি নির্বাচনী সভায় তিনি বক্তৃতা দিচ্ছিলেন (WBPDCL Recruitment).

Advertisement

সেখানে 26 হাজারের শিক্ষকের চাকরি (WBPDCL Recruitment) যাওয়ার প্রসঙ্গ টেনে এনে মমতা বলেন, রাজ্যের সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় চাকরি গিয়েছে প্রায় 26 হাজার শিক্ষকের। তবে একদিনে একসঙ্গে 26 হাজার শিক্ষকদের চাকরি হারানো নিয়ে মুখ্যমন্ত্রী খুবই দুঃখিত। তবে এরই মধ্যে তিনি ঘোষনা করলেন রাজ্যে আরও লক্ষাধিক কর্মসংস্থান নিয়োগ করা হবে।

এছাড়া তিনি বিজেপি কে উদ্দেশ্যে করে বলেন “চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা আছে। কোন দফতর কীভাবে চাকরি দেয় (WBPDCL Recruitment), সেটায় আমি মাথা ঘামাই না। সেটা সেই দফতরের ব্যাপার। অর্থাৎ তিনি এই ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়াতে তার কোন দায় নেই এটাই স্পষ্ট করে দিলেন।

তিনি আরও বলেন বাংলায় স্কুল গুলোতে শিক্ষক নেই তাহলে কি স্কুলগুলো সব বন্ধ হয়ে যাবে? একবারে 26 হাজার চাকরি খাওয়া! এটা কি একেবারে মজার মুলুক?’ মুখ্যমন্ত্রীর নিজে দায়ভার এড়িয়ে গেলেন বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে। তার বলা কথার একটাই মূল বক্তব্য (WBPDCL Recruitment) এই ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার জন্য দায়ী বিজেপি।

স্টেট ব্যাংকে পরীক্ষা ছাড়াই নিয়োগ শুরু! আবেদন করলে আপনার চাকরি নিশ্চিত।

তারা মানুষের চাকরি নিচ্ছে, জেলে ঢোকাচ্ছে আর নিজেরা মহামিলন করছে। তবে কেবলমাত্র সমালোচনা করেই ক্ষান্ত হননি মমতা। তিনি কিছু আশ্বাস দেন জনগণের উদ্দেশ্যে। তারমধ্যে বলেন এই তীব্র তাপপ্রবাহের জেরে যেভাবে বিদুৎতের চাহিদা বেড়েছে তাতে লোডশেডিং (Load Shedding) বাড়ছে। তাই কয়েক বছরে বাংলা বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করবে।

Court Group D Recruitment বা কোর্টে গ্রুপ ডি পদে নিয়োগ

সারা দেশকে বিদ্যুৎ বিক্রি করবে। 1 লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে দেউচা পাচামি কয়লা প্রকল্পে বা Deocha Pachami Coal Scheme.’ অন্যদিকে আসন্ন লোকসভা ভোটে সরকারি কর্মচারিদের বিজেপিকে ভোট না দেওয়ার আর্জি জানিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘সরকারি কর্মচারীদের বলব, বিজেপিকে একটা ভোট দেবেন না! কে জানে, আবার চাকরি খাবে কবে?

প্রাথমিক টেট নিয়ে ফের জলঘোলা! শিক্ষকদের কপালে চিন্তার ভাঁজ।

এরা কোর্ট কিনে নিয়েছে, এরা হাইকোর্ট কিনে নিয়েছে, এরা সিবিআই (CBI), এনআইএ (NIA) কিনে নিয়েছে। তবে তিনি শেষে এটাও বলেন এখনো তিনি সুপ্রিম কোর্টের কাছে সুবিচার (WBPDCL Recruitment) আশা করেন। তাই তিনি নিশ্চিন্ত সেখানে উপযুক্ত বিচার তিনি পাবেন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button