Home Loan – ভারতীয় এই 5টি ব্যাংক দিচ্ছে কম সুদে 50 লাখ টাকা! এখন আপনিও বানাতে পারেন আপনার স্বপ্নের বাড়ি।

একটি বাড়ি তৈরি করার স্বপ্ন কে না দেখে? নিজের বাড়ি মানে (Home Loan) নিজের স্বাধীন একটি জায়গা যেখানে শান্তিতে ঘুমানো যায়। তবে প্রত্যেকটি ব্যক্তির পক্ষে একটি বাড়ি তৈরি করা সম্ভব নয়। কারণ আর্থিক অবস্থার ওপর নির্ভর করে বাড়ি তৈরি করা। এইজন্য অনেকের স্বপ্ন অধরা থেকে যায়। যদিও অনেক ব্যাংক হোম লোন দিয়ে থাকে কিন্ত মধ্যবিত্তের পক্ষে সেই লোনের সুদ সহ টাকা শোধ করা সম্ভব হয়না। তাই হোম লোন নেওয়া থেকেও বিরত থাকেন।

Advertisement

Get Instant Home Loan on Low Interest Rate

তবে অল্প সুদে ৫০ লাখ টাকার ওপর লোন (Home Loan) দিচ্ছে কিছু ব্যাংক। আপনিও আবেদন করে দেখতে পারেন। যেখানে অল্প সুদে আপনি পেয়ে যাবেন হোম লোন। আসুন জেনে নেওয়া যাক কোন পাঁচটি ব্যাংক অল্প সুদে হোম লোন দিচ্ছে।

Advertisement
  • ICICI Bank
  • HDFC Bank
  • State Bank of India
  • Punjab National Bank
  • Bank of Baroda

ICICI Bank

আইসিআইসিআই ব্যাংক বা ICICI Bank এটি একটি খুবই নামকরা প্রাইভেট ব্যাংক। এখানে যদি আপনি ৩৫ লক্ষ থেকে ৭৫ লক্ষের মধ্যে হয় Home Loan তথা হোম লোন নেন তাহলে ICICI ব্যাঙ্কের সুদের হার বেতনভোগী ব্যক্তিদের জন্য ৯.৫ থেকে ৯.৮ শতাংশ এবং স্ব-নিযুক্ত ঋণগ্রহীতাদের জন্য ৯.৬৫ শতাংশ থেকে ৯.৯৫ শতাংশের মধ্যে থাকে।

যখন লোনের পরিমাণ ৭৫ লক্ষের বেশি হয়, তখন সুদের হার সামান্য বেড়ে যায়। এটি বেতনভোগী ব্যক্তিদের জন্য ৯.৬ শতাংশ থেকে ৯.৯ শতাংশ এবং স্ব-নিযুক্তদের জন্য ৯.৭৫ শতাংশ থেকে ১০.০৫ শতাংশের মধ্যে থাকে।

HDFC Bank

HDFC ব্যাঙ্ক খুবই নামকরা প্রাইভেট ব্যাংক। এই ব্যাংক ৮.৯ শতাংশ থেকে ৯.৬ শতাংশের মধ্যে সুদের হার থাকে। মধ্যে পরিবর্তিত হয়। এটি স্ট্যান্ডার্ড Home Loan তথা হোম লোনের সুদের হার যেখানে বিশেষ হার ৮.৫৫ শতাংশ থেকে ৯.১০ শতাংশের মধ্যে পরিবর্তিত হয়।

পোস্ট অফিসের নতুন এই স্কিমে বিনিয়োগ করুন আর পেয়ে যান দ্বিগুণ সুদ ও লাভজনক রিটার্ন।

State Bank of India

SBI ঋণগ্রহীতার ক্রেডিট স্কোরের ভিত্তিতে সুদের হার চার্জ করে। উচ্চ স্কোর যাদের আছে তাদের জন্য ৯.১৫ শতাংশ থেকে ৯.৫৫ শতাংশ হারে ঋণ (Home Loan) প্রদান করে। যখন ক্রেডিট স্কোর ৭০০ থেকে ৭৪৯ এর মধ্যে যে কোনও জায়গায় পড়ে, তখন সুদের হার ৯.৩৫ থেকে ৯.৭৫ শতাংশে বেড়ে যায়।

ক্রেডিট স্কোর ৬৫০ থেকে ৬৯৯ এর মধ্যে হলে এটির সুদের হারের সীমা ৯.৪৫ থেকে ৯.৮৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। যখন স্কোর এর চেয়েও খারাপ হয়, তখন সুদের হার ৯.৬৫ থেকে ১০.০৫ শতাংশের মধ্যে পরিবর্তিত হবে।

Gram Suraksha Yojana বা গ্রাম সুরক্ষা স্কিম

Punjab National Bank

এই ব্যাংক ও ক্রেডিট স্কোরের ওপর সুদের পরিমাণ নির্ধারণ করে। ৮০০-এর উপরে ক্রেডিট স্কোর থাকলে ৩০ লক্ষ টাকা লোন (Home Loan) নিলে সুদের পরিমাণ হবে ৮.৪০ শতাংশ। যখন ক্রেডিট স্কোর ৭৫০ এ পড়ে, তখন লোনের পরিমাণ নির্বিশেষে সুদের হার ৯.৪৫ শতাংশ হয়। ৭০০ থেকে ৭৪৯-এর ক্রেডিট স্কোর সহ ঋণগ্রহীতাদের জন্য, সুদের হার ৯.৯০ শতাংশ এবং এমনকি কম ক্রেডিট স্কোরের জন্য, সুদের হার ১১ শতাংশ।

প্রতিমাসে 1 লক্ষ টাকা পেনশন দিচ্ছে LIC. আপনি কিভাবে পাবেন দেখে নিন।

Bank of Baroda

এই ব্যাঙ্কে সমস্ত ঋণগ্রহীতার জন্য একটি নির্দিষ্ট পরিসর রয়েছে অর্থাৎ ৮.৪ শতাংশ থেকে ১০.৬ শতাংশের মধ্যে সুদের হার থাকে। আপনিও যদি বাড়ি তৈরি করার কথা ভাবছেন অথচ কোথায় অল্প সুদে হোম লোন পাবেন ভেবে পাচ্ছেননা। তাহলে এই পাঁচ ব্যাংকে গিয়ে কথা বলে বিস্তারিত জেনে হোম লোনের জন্য আবেদন করুন আর আপনার বাড়ি তৈরির স্বপ্ন সার্থক করুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button