WB Snehaloy Housing Scheme – পিএম আবাস যোজনাকে টেক্কা দিতে রাজ্য সরকার চালু করলো নতুন প্রকল্প, আবেদন করলেই পাবেন 1 লাখ 20 হাজার টাকা।

WB Snehaloy Housing Scheme – আবাস যোজনা নয়, বাড়ি তৈরির জন্য পশ্চিমবঙ্গ সরকার নতুন অনুদান চালু করলো, জেনে নিন বিস্তারিত তথ্য।

প্রতিটি মানুষ নিজের মাথার উপর একটি শক্তসমর্থ ছাদ গড়ে (WB Snehaloy Housing Scheme) তুলতে চায়। উচ্চবিত্ত অথবা উচ্চ মধ্যবিত্ত দের পক্ষে এই স্বপ্ন সম্ভবপর হলেও, নিন্মবিত্ত পরিবারগুলির একাংশ এই স্বপ্ন সফল করার সম্ভাবনা থেকে বঞ্চিত হয়। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেইসকল মানুষদের সাহায্যের জন্য চালু করেছেন একটি নতুন প্রকল্প। আশা করা যাচ্ছে, এই প্রকল্পের ফলে বাংলার প্রচুর পরিবারের মুখে হাসি ফুটবে।

Advertisement

পশ্চিমবঙ্গ স্নেহালয় আবাস যোজনা –
পশ্চিমবঙ্গ স্নেহালয় আবাস যোজনা (WB Snehaloy Housing Scheme) নামে প্রচারিত এই অনুদান প্রকল্পটি 2020 সালের 3 মার্চ থেকে চালু হয়ে গিয়েছে। যেসব ব্যক্তি নিজের বাড়ি কিনতে পারছেন না, তারা এই অনুদানের মাধ্যমে নিজদের স্বপ্ন পূরণ করতে পারছে। রাজ্য সরকার দ্বারা অনুমোদিত এই প্রকল্প বাড়ির চিন্তা দূর করছে হাজার হাজার নিন্মবিত্ত পরিবারগুলির।

বদলে গেলো লক্ষ্মীর ভান্ডারের আগের সব নিয়ম, নতুন নিয়মে সবাই মাসে পাবেন 1000 টাকা।

রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের সিদ্ধান্তে জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গ স্নেহালয় আবাস যোজনার (WB Snehaloy Housing Scheme) আওতাভুক্ত পরিবারগুলি অনুদান হিসেবে 1.20 লক্ষ টাকা করে পাবে। এই স্কিমটি বিশেষ নজর দেবে সমাজের দুঃস্থ শ্রেণীর মানুষদের ওপর। যার ফলে সরকার সেই পরিবারগুলিকে স্থায়ী আবাসন প্রদান করবে। ডিবিটি বা প্রত্যক্ষ বেনিফিট ট্রান্সফার নিয়োগ করা হবে যা সেই পরিবারগুলোকে সাহায্য প্রদান করবে।

আওতাভুক্ত পরিবারগুলি রাজ্য সরকারের থেকে দুই কিস্তিতে অনুদান সহায়তা পেতে পারবে। 2020 সালে প্রকল্পের সফল রূপায়ণে বেশ আপ্লুত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন যে, এই প্রকল্পের আওতায় প্রায় 25000 পরিবার যুক্ত হয়ে আর্থিক সাহায্য নিতে পারবে এবং নতুন বাড়ি কিনতে পারবে। কীভাবে এই প্রকল্পের সুবিধা আপনি নিতে পারবেন ? বিস্তারিত পড়ুন নিচের নির্দেশাবলী।

পশ্চিমবঙ্গ স্নেহালয় আবাস যোজনা (WB Snehaloy Housing Scheme) এর আবেদন পদ্ধতি –
আবেদনকারী ব্যক্তিকে এবং পরিবারকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
স্নেহালয় আবাস যোজনা এর আওতাভুক্ত হতে গেলে উদ্দিষ্ট ব্যক্তিকে অন্য কোনো হাউজিং স্কিমের আওতাভুক্ত হলে চলবে না। এমন হলে এই অনুদান গ্রাহ্য হবে না।

এই হাউজিং স্কিমে আবেদনের জন্য অবশ্যই আবেদনকারী ব্যক্তিকে নিন্মবিত্ত শ্রেণীর অথবা স্বল্পআয়ধারী হতে হবে। সেই সঙ্গে “দিদিকে বলো” পোর্টালে পরিবারের সকল সদস্যের যোগদানে সেই ব্যক্তিকে অভিযোগ জমা করতে হবে।

যেসব পরিবারের মাসিক আয় 10,000 বা তারও কম, সেই সকল পরিবার এই স্কিমের আওতাভুক্ত হতে পারবে।
কোন কোন ডকুমেন্টস সঙ্গে নেবেন?
★স্থায়ী বাসস্থানের ঠিকানা প্রমাণ
★বর্তমান বয়স প্রমাণপত্র
★আধার কার্ড
★ইনকাম সার্টিফিকেট
★ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস
★পাসপোর্ট সাইজের ফটো

কীভাবে আবেদন করবে এই স্কিমে?
wbhousing.gov.in এর ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়েই এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট wb.gov.in এ গিয়েও আবেদনকারী পশ্চিমবঙ্গ স্নেহালয় আবাস যোজনা স্কিমের জন্য আবেদন করতে পারবে।

অবশেষে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ, ক্লিক করে Download করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button